কম্পিউটার স্লো হয়ে গেলে মাউস দিয়ে গুতা গুতি করে অনেক রিফ্রেশ করেছেন, তাও ফাস্ট হয় না। এবার থেকে এক ক্লিক করে পুরো কম্পিউটার রিফ্রেশ করুন এবং পিসিকে আগের মতো ফাস্ট করে ফেলুন।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাকুম, সবাইকে শুভসন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের টিউন, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আজ আপনাদের কে দেখাব কি করে আপনি একটি ক্লিক করেই পুরো কম্পিউটার রিফ্রেশ করে ফাস্ট করে ফেলবেন।

হ্যাঁ ঠিকই পরেছেন, তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখি কি করে এক ক্লিক করে রিফ্রেশ করবেন।

  • ১. প্রথমে আপনি এখানে ক্লিক করে এই সফটওয়্যারটি নামিয়ে নিনঃ রিফ্রেশ
  • ২.এই সফটওয়্যারটি জীপ করা আছে তাই আনজীপ করুন।
  • ৩.এবার দেখতে পারবেন মাত্র ১ কেবির একটি এপ।
  • ৪. ওইটা কপি করে ডেস্কটপে পেস্ট করে রাখুন তার পর মউস দিয়ে ওপেন করুন।
  • ৫. তখন নিচের এই ফটোর মতো দেখতে পারবেন,

ব্যাস কাজ শেষ, দেখুন আপনার পুর পিসি A-Z সমস্ত ফোল্ডার এবং সমস্ত ফাইল সব অটো রিফ্রেশ হচ্ছে।

আজ তাহলে এই পর্যন্ত সবাই ভাল থাকবেন, আবার দেখা হবে নতুন কিছু টিউন নিয়ে।

আল্লাহ হাফেজ।

নিচে আমার দেয়া কিছু গুরুত্ব পূর্ণ টিউনের আইডি দিয়ে দিলাম, আপনাদের কাজে লাগবে।

 

Level 0

আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সত্তিয়েই ওসাধারোন থ্যাকস ভাই

বাংলাদেশ ও বিদেশ এর যে কোন প্রান্ত থেকে ফ্রেক্সিলোড ও বিকাশ এর ব্যবসা করতে পারবেন । বাংলাদেশে সিম ও ফেসবুক এর মাধ্যমে এবং বিদেশে ফেসবুক ও ইয়াহু মেসেন্জারের মা্ধ্যমে ব্যবসা করতে পারবেন । রেজিস্টেন করতে যোগাযোগ করুন 01840789780————————-100%