কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন? আজ টিউটোরিয়ালটি একদম নতুনদের উদ্দেশ্যে লিখতেছি, আজ দেখাবো আপনি কিভাবে আপনার ডেক্সটপে ভিবিন্ন আইকন অ্যাড করতে পারেন শুধু, এই একই পদ্ধতিতে উইন্ডোস ৮/৮.১ ব্যবহারকারীরাও করতে পারবেন।
মুলত যখন নতুন উইন্ডোস সেটাপ দেয়া হয় তখন দেখা যায় ডেক্সটপ একদম খালি থাকে, সেখানে প্রয়োজনীয় আইকন গুলো থাকে না, আর যারা নতুন তারা সেখানে কিভাবে আইকন শো করাবে তা না জানার কারনে অনেক সমস্যার সম্খুখিন হন, তাই আজ তাদের জন্য এই টিউটোরিয়াল।
তাহলে আর কথা না বাড়িয়ে কাজের কথায় চলে যাাই।
ধাপ ০১: প্রধমে আপনার ডেক্সটপের যে কোন খালি স্থানে মাউস থেকে রাইট ক্লিক করুন তারপর Personalize নামে একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন, বুঝতে অসুবিধা হলে নিজের স্ক্রীনশর্টটি দেখতে পারেন।
ধাপ ০২: এবার আপনি বাম পাশে দেখুন Theme নামে অপশন আছে, সেখানে ক্লিক করুন, থিমে ক্লিক করার পরে ডান পাশে Desktop icon settings অপশন পাবেন, ওটার উপরে ক্লিক করুন। বুঝতে অসুবিধা হলে নিচের স্ক্রীনশর্টটি দেখতে পারেন।
ধাপ ০৩: Desktop icon settings option এ ক্লিক করার সাথে সাথেই আপনার নামে একটি নতুন ডায়লগবক্স আসবে, সেখানে আপনি আপনার প্রয়োজনীয় আইকনের নাম দেখতে পাবেন, আপনার ডেক্সটপে প্রোয়জনীয় আইকনটি অ্যাড করার জন্য টিক দিন, এবং ওকে প্রেস করুন। বুঝতে অসুবিধা হলে নিচের স্ক্রীনশর্টটি দেখতে পারেন।
আশা করি নতুনদের উপকারে আসবে, কোথাও কোন লেখার মাঝে ভুল হলে বলবেন। ধন্যবাদ সবাই ভালো থাকুন।
টিউন টি প্রথম প্রকাশিত হয় এখানে, চাইলে ঘুরে আসতে পারেন।
বিপিএল এর সবগুলো ম্যাচ কোন প্রকার বাফারিং ছাড়াই অনলাইন এ দেখতে এখানে আসুন
আমি নীল আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।