উইন্ডোজ ১০ বা উইন্ডোজ ৮ এ ফিরিয়ে আনুন গ্যাজেট অপশন+বোনাস কিছু গ্যাজেট

আসসালামু আলাইকুম। যারা এটা আগে জানতেন তাদের জন্য নয়। অতএব, দয়া করে টিউমেন্ট করবেন না যে জানতাম।

আমার ডেস্কটপের স্ক্রিণশটের কালো মার্ক করা স্থানগুলো লক্ষ্য করুন। দেখুন তো আপনার উইন্ডোজ এইট বা টেনে এগুলো আছে কিনা?

বোধহয় নেই। কারণ এই গ্যাজেটগুলো উইন্ডোজ এইট আর টেনে বাদ দেওয়া হয়েছে। এমনকি আপনি ডাউনলোড করেও কোন গ্যাজেট ইন্সটল করতে পারবেন না। কারণ উইন্ডোজ টেনে গ্যাজেটের ইন্সটলারই নেই। তাই বলে কি ফিরিয়ে আনা যাবেনা নাকি? অবশ্যই ফিরিয়ে আনা সম্ভব। এবং খুব সহজ।

হ্যাঁ, একেবারেই সহজে মাত্র চার এমবি খরচ করেই আপনি পেতে পারেন গ্যাজেট ইন্সটলার এবং উইন্ডোজ সেভেনের গ্যাজেটগুলো।

ধাপ ১। spiral-win7gadgets-com.zip এখানে ক্লিক করুন।

ধাপ ২। এক্সট্রাক্ট করুন এবং ইন্সটল করুন।

ধাপ ৩। দেখুন গ্যাজেটের অপশন ফিরে এসেছে এবং ডাউনলোড করে যেকোন গ্যাজেট ইন্সটল করতে পারছেন।

এবার তাহলে আবার ডেস্কটপ সাজান গ্যাজেট দিয়ে। কিন্তু আমি বলি কি একটু ভালোভাবেই সাজান। তাই বোনাস হিসেবে আরো কিছু গ্যাজেট দিই। মোট ১৩টা গ্যাজেটের কালেকশন। সাইজ ২ এমবিরও কম।

এখানে আছে:

ঘড়ি- ৩টি

টাইমার/এলার্ম- ২টি

ক্যালেন্ডার- ১টি

ফান এন্ড গেমস- ৪টি

ক্যালকুলেটর- ৩টি

আগে উপরের ফাইলটি ডাউনলোড করুন, নাহলে এগুলো ইন্সটল হবে না।

এরপর সিম্পলি  Download করে ফেলুন ১৩টি গ্যাজেট এবং ইন্সটল করুন।

এখন এক্সট্রাক্ট করে ডাবল ক্লিক করে ইন্সটল করুন।

বি:দ্র: অ্যাসটারোইডস(একটা গেমের গ্যাজেট) খেলার বাটনগুলো হলো স্টার্ট বাটন: স্পেস, অ্যাকসেলারেট: শিফট. অ্যাটাক: কন্ট্রোল ও অ্যারো কি।

তো আচ বিদায়। আল্লাহ হাফেজ।

সৌজন্যে: গ্রিন রেঞ্জারস+

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

উইন্ডোজ-8 অথবা10 এ উইন্ডোজ-7 এর দাবা গেমটি কিভাবে পাব?