কেমন আছেন সবাই। জানি অনেকেই ভালো নেই কারন এখন বাংলাদেশে Facebook, Whatsapp, Viberr, Line অফ করে দেওয়া হয়েছে অনির্দিস্ট কালের জন্য। এতে অনেকেই ওই সব সাইটে এক্সেস করতে পারছেন না। অনেকেই আবার এক্সেস করতে পারছেন। যারা পারছেন না তারা সিম্পলই মোবাইলে UC Brower ইন্সটল করে নিন তাহলেই চালাতে পারবেন। আরা যারা পিসি তে চালাতে পারছেন না তারা এই টিউন টি দেখতে পারেন।
যাই হোক অনেক কথা বলা হয়েছে, আসল টিউনে আসা যাক।
আজকে টিউনে আপনাদের জন্য আছে Windows 10 Pro ISO Build 10056 একদম লেটেস্ট Version।এই Version এ অনেক বাগ এবং সমস্যা Update করা হয়েছে। যাদের দরকার তারা ডাউনলোড করে নিন।
Windows 10 Pro এর Feature গুলো দেখে নেওয়া যাকঃ
Windows 10 Pro ইন্সটল করতে কিরকম System Requirements দরকার দেখে নিনঃ
System Requirement যদি ঠিক থাকে তাহলে ডাউনলোড করে ইন্সটল করে নিনঃ
Windows 10 PRO 32 Bit ISO Download Here
Windows 10 PRO 64 Bit ISO Download Here
Windows Activate করতে তেমন কোন জটিলতা নাই। Windows Setup দেওয়ার পর Activator টি Open করবেন এবং "Activate Windows" Button ক্লিক করলেই Windows Activate হয়ে যাবে।
আশা করি কারো কোন সমস্যা হবে না। আর হ্যা ISO Download লিঙ্ক গুলা Resume Supported। তাই ডাউনলোড করতেও কোন সমস্যা হবে না।
ধন্যবাদ সবাইকে।
আমি রিয়াদ ফারভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি রিয়াদ ফারভি। আমার প্রোফাইলে আপনাদের স্বাগতম। আমার টিউনের মাধ্যমে আপনারা আপনাদের অনেক টেকি সমস্যার কিছুটা হলেও সমাধান পাবেন।এখানে আমি আমার জানা কিছু টিপস আর অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার একটা প্রযুক্তি বিষয়ক ব্লগ আছে। নিয়মিত এই ব্লগে ভিসিট করে বিভিন্ন টেকি সমস্যার সমাধান নিতে পারেন। http://www.amartrick2all.blogspot.com
আপনি যে পোস্টের এড্রেস দিয়েছেন সেটা ৪ এপ্রিল ২০১৫ তে পোস্ট করা হয়েছে। আর সেটা হোল Windows 10 Pro Build 10041. তাহলে নভেম্বর আপডেট কিভাবে দিচ্ছেন? এ সমস্ত উলটা পাল্টা পোস্ট করেন কেন? লিঙ্ক টা তো সারা পৃথিবীর অ্যাড দিয়ে ভরে রেখেছেন? অ্যাড বিক্রি করে মনে হয় এবার কোটিপতি হবার চিন্তা করেছেন। ভালো আইডিয়া।