আশা করি সকলেই হেব্বি আছেন। উইন্ডোজ ১০ তাদের সবচাইতে বড় আপডেট প্রকাশ করেছে গত ১২ নভেম্বর। টিউন টা ঐ দিন ই করতে চেয়েছিলুম কিন্তু সময় হয় নি। যাই হোক, উইন্ডোজ ১০ এর এই আপডেট উইন্ডোজ ১০ নভেম্বর আপডেট বা উইন্ডোজ ১০ Threshold 2 নামে পরিচিত। এই আপডেট টি উইন্ডোজ পিসি এবং উইন্ডোজ ট্যাবলেট এর জন্য প্রযোজ্য। এই আপডেট এর মাধ্যমে উইন্ডোজ ১০ এর কিছু ফিচার এবং নিরাপত্তা তে পরিবর্তন আনা হয়েছে, এবং কিছু বাগ ও ফিক্স করা হয়েছে। আমি উইন্ডোজ ১০ এর এই আপডেট টি তে আসলে কি কি পরিবরতন/আপডেট থাকছে সেটা নিয়েই এখন আলোচনা করবো। আর কেমন করে আপগ্রেড করবেন সেটা একদম টিউন এর শেষে আলোচনা করবো।
উইন্ডোজ ১০ আপডেট ২ তে থাকছে আরো দ্রুততম গতির অভিজ্ঞতা। উইন্ডোজ ৭ এর তুলনায় আপনার পিসি এর Performance ৩০% বেশি দ্রুত থাকবে, তাও আবার একই হার্ডওয়্যার এ। তাছাড়া ও এই আপডেট এ বুট টাইম আরো কমানো হয়েছে।
স্টার্ট মেনু কিছু নতুন আপডেট এ পরিবর্তন করা হয়েছে। তার মদ্ধে সবচাইতে উন্নতম হলো এখন আপনি স্টার্ট মেনু থেকে সরাসরি কনো অ্যাপ কে শেয়ার করতে পারবেন, এবং স্টার্ট মেনু থেকেই যেকোনো অ্যাপ কে রেটিং দিতে পারবেন স্টোর এর জন্য। তাছাড়া টাইল সাইজ এখন ৪ টা যুক্ত করা হয়েছে, মানে আপনি ৪ টি আলাদা আলাদা সাইজে স্টার্ট মেনুতে টাইল গুলু কে পিন করতে পারবেন। তাছাড়াও আমি খেয়াল করে দেখেছি যে, স্টার্ট মেনু এনিমেশন এ কিছু পরিবর্তন আনা হয়েছে।
ডেক্সটপ এবং ট্যাবলেট মোড এ থাকছে কিছু পরিবর্তন। এখন আপনি কনো অ্যাপ করে টেনে নিয়ে গিয়ে সাইড বাই সাইড টাস্কিং করতে পারবেন, এবং ইচ্ছা মত উইন্ডো সাইজ বাড়াতে বা কমাতে পারবেন।
উইন্ডোজ ফোন এবং উইন্ডোজ পিসি ব্যবহার কারি দের জন্য করটানা অনেক চমৎকার একটা ফিচার। উইন্ডোজ ১০ আপডেট ২ তে থাকছে করটানার জন্য এক বিশেষ আপডেট। এখন আপনি আপনার ফোন এর মিসড কল লগ আপনার পিসি তেই পাবেন। তাছাড়া ও সব কল লগ এবং ম্যাসেজ লগ ও পিসি তেই পাবেন। এর জন্য আপনার ফোন টি কনো ভাবেই পিসি এর সাথে Connect করে রাখতে হবে না। তাছাড়া ও যারা মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে পিসি লগ ইন করতে চাইবেন না তারা ও করটানা ব্যবহার করতে পারবেন। আপনি যদি অফলাইন এ ও থাকেন তবুও করটানা আপনাকে অনেক প্রশ্নের উত্তর দিতে সক্ষম থাকবে।
মাইক্রোসফট EDGE এবং করতানা এখন আরো বন্ধুত্ব পূর্ণ। উইন্ডোজ ১০ নভেম্বর এর আপডেট এর সাথে মাইক্রোসফট EDGE এর Built Number পরিবর্তন করা হয়েছে। HTML5 এবং CSS3 এর জন্য উন্নত ভাবে আপডেট করা হয়েছে মাইক্রোসফট EDGE কে। তাছাড়া এখন মাইক্রোসফট EDGE এ ব্রাউজ করার সময় যেকোনো টেক্সট কে হাইলাইট করে করটানাকে সরাসরি কম্যান্ড দেওয়া যাবে। অনেক গুলো ট্যাব যখন একসাথে অন থাকবে তখন যদি আপনি শুধু ট্যাব এর উপরে মাউস নিয়ে জান তবে সেই ট্যাব এর প্রিভিউ দেখতে পারবেন, ঠিক যেমন টা ছবিতে দেখানো হয়েছে। টাস্ক বার এ মাইক্রোসফট EDGE এর আইকন এর উপর মাউস এর মিডিল ক্লিক করলে মাইক্রোসফট EDGE এর নতুন উইন্ডো খুলবে।
হাঁ, ঠিক ই দেখেছেন, উইন্ডোজ ১০ এখন অ্যাক্টিভ করা আরো সহজ। আপনি উইন্ডোজ ৭, ৮ বা ৮.১ এর ভ্যালিড কী দিয়েই এই উইন্ডোজ ১০ নভেম্বর আপডেট কে অ্যাক্টিভ করতে পারবেন। তাই তৃতীয় পক্ষ কনো আক্টিভেটর এর প্রয়োজন পরবে না।
স্কাইপ ভিডিও মেসেঞ্জার এবং ফোন এখন উইন্ডোজ ১০ এর Default Apps. আপনাকে নতুন করে ডাউনলোড করার কনো দরকার পরবে না, তাছাড়া আগেই বলেছি, আপনার ফোন এর জাবতিও লগ এখন আপনার পিসি থেকেই পাবেন।
উইন্ডোজ ১০ নভেম্বর আপডেট বা উইন্ডোজ ১০ Threshold 2 তে আপনার পিসি কে আপগ্রেড করাতে উইন্ডোজ Default আপডেট সিস্টেম ব্যবহার করতে পারেন। আপনি যদি আপনার উইন্ডোজ কে নিয়মিত আপডেট করিয়ে থাকেন তবে এই আপডেট আপনি Automatic ভাবে পেয়ে যাবেন। আর যদি আপনি উইন্ডোজ ১০ এর আপডেট অফ করে থাকেন, তবে সেইটা অন করুন, এইবার All Settings > Update & Security তে গিয়ে আপডেট চেক করুন এবং Windows 10 Version 1511 Built 10586 কে আপডেট করুন।
নিচের লিঙ্ক এ গিয়ে আপনি উইন্ডোজ ১০ নভেম্বর আপডেট বা উইন্ডোজ ১০ Threshold 2 এর সকল ভার্সন এর ISO অফিসিয়াল Images ডাউনলোড করতে পারবেন।
Download Now Windows 10 November Update ISO Images
আর কিছুই বলার নাই, আজ একদম শেষ পর্যায় এ চলে আসলাম। আশা করি আমার টিউন টি উপভোগ করেছেন। উইন্ডোজ ১০ নভেম্বর আপডেট নিয়ে যত টুকু পেরেছি আলোচনা করেছি, ডাউনলোড/আপগ্রেড করার আগে যদি আরো কিছু জানতে চান তবে আমার Technology Blog থেকে Windows 10 November Update এর আর্টিকেল টি পরতে পারেন। আরো কিছু জানতে চাইলে? আমার কাছে আর নাই! নিজেই ইন্সটল করে দেখুন। আর টেকনোলজি নিয়ে সর্বদা আপডেট থাকতে আমার Technology And Science Blog টি ঘুরে দেখতে পারেন। ফেসবুক এ আমি। ধন্যবাদ।
আমি তাহমিদ বোরহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 177 টি টিউন ও 680 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 43 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি তাহমিদ বোরহান। টেক নিয়ে সারাদিন পড়ে থাকতে ভালোবাসি। টেকটিউন্স সহ নিজের কিছু টেক ব্লগ লিখি। TecHubs ব্লগ এবং TecHubs TV ইউটিউব চ্যানেল হলো আমার প্যাশন, তাই এখানে কিছু অসাধারণ করারই চেষ্টা করি!
উইন্ডোজ ১০ ব্যাবহার করে আইটিউন্সের মাধ্যমে অ্যাপল স্টোর থেকে যদি পিসি দিয়ে কোন অ্যাপ্স ইন্সটল করে রেটিং & রিভিউ করি সেটা কি দীর্ঘসময় শো করবে? উইন্ডোজ ৭ দিয়ে রেটিং & রিভিউ দিলে ৩-৪ দিনেই মধ্যেই অ্যাপল সেটা ডিলেট করে দেয়, যদিও আইফোন দিয়ে অ্যাপ্স ইন্সটল করে রেটিং & রিভিউ করার নিয়্ যেহেতু উইন্ডোজ ১০ আইএসও সাপোর্টেড, যদি উইন্ডোজ ১০ ব্যাবহার করে পিসি দিয়ে অ্যাপ্স ইন্সটল করে রেটিং & রিভিউ সেটা কি দীর্ঘসময় শো করবে? এই বিষয়ে বললে খুবই উপকার হত তাহমিদ ভাই.