বন্ধ করে নিন উইন্ডোস ১০ এর অটোমেটিক আপডেট আপশান আর সঞ্চয় করুন আপনার ডাটা!!

 

মাইক্রোসফট উইন্ডোসের লেটেস্ট আপডেট হলো উইন্ডোস টেন। এটা নিয়ে অনেক মানুষের ই অনেক মতামত আছে।উইন্ডোস টেন এ অনেকেই কমপ্লেন করেছে যে প্রচুর ডাটা খরচ হচ্ছে ইন্টারনেট কানেকশান দেয়ার সাথে সাথে। এটার মেইন কারন হলো উইন্ডোস তার ডিফল্ট আপডেট অপশান থেকে প্রতিনিয়ত কিছু না কিছু আপডেট দিতেই থাকে যদি আপডেট অপশান টা অন থাকে। আমরা আপডেট অপশান অফ করে এটা থেকে সহজেই মুক্তি পেতে পারি।

এজন্য প্রথমে Setting > Update and Security > windows update> Advance Option থেকেChoose how updates ar installedNotify to schedule restart সিলেক্ট করে দেই।

Screenshot_1

তারপর ডেস্কটপ থেকে This Pc তে লেফট ক্লিক করে Manage > Sevices and Applications > Services থেকে Windows Update ফাইল টি ওপেন করুন Service Status স্টপ করে দিন।

Screenshot_3

তারপর ছবির মত উপরে Startup Type ডিজ্যাবল করে দিন।

Screenshot_2

 

কাজ শেষ, এখন আর উইন্ডোস টেন গোপনে আপনার ডাটা কেটে নিবেনা। আরামে ইউজ করতে থাকুন উইন্ডোস এর লেটেস্ট আপডেট উইইন্ডোস ১০।মাইক্রোসফট আপডেট দিয়ে আসে মাঝে মাঝে অনেক কিছুর। আপনি যদি সেগুলা আপডেট দিতে চান তাহলে অটো আপডেট অন করে আবার ম্যানুয়েলি উইন্ডোস আপডেট অপশান থেকে আপডেট দিতে পারবেন। এজন্য কোন ঝামেলাই করতে হবে না। অপডেট কমপ্লেট হয়ে গেলে আবার পুনরায় অটো আপডেট অফ করে দিতে পারবেন।  😀

 

এই রকম আরো টিউন পড়তে ভিজিট করতে পারেন http://tipsbox24.com

Level 0

আমি কামরুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি ভুল করেছেন ভাইয়া । সার্ভিস Disable করেছেন ভাল । তবে সেইটা Start করতেই হবে

স্টার্ট রাখলে আপডেট অপশানে গেলে দেখাবে নতুন আপডেট গুলা জাস্ত বাট অটো আপডেট হবেনা। কিন্তু স্টপ করে দিলে পুরা ফাংশন টাই অফ হয়ে যাবে, আমি এভাবেই ইউজ করতেছি ঝামেলা ছাড়া

Great tune…but eta korle apnii store use korte parben na…

Hmm, jader data usage e limit ache tara normally store use o korena 😛

windows 10 setup dite gele recovary dekha.place help me