মাইক্রোসফট উইন্ডোসের লেটেস্ট আপডেট হলো উইন্ডোস টেন। এটা নিয়ে অনেক মানুষের ই অনেক মতামত আছে।উইন্ডোস টেন এ অনেকেই কমপ্লেন করেছে যে প্রচুর ডাটা খরচ হচ্ছে ইন্টারনেট কানেকশান দেয়ার সাথে সাথে। এটার মেইন কারন হলো উইন্ডোস তার ডিফল্ট আপডেট অপশান থেকে প্রতিনিয়ত কিছু না কিছু আপডেট দিতেই থাকে যদি আপডেট অপশান টা অন থাকে। আমরা আপডেট অপশান অফ করে এটা থেকে সহজেই মুক্তি পেতে পারি।
তারপর ডেস্কটপ থেকে This Pc তে লেফট ক্লিক করে Manage > Sevices and Applications > Services থেকে Windows Update ফাইল টি ওপেন করুন Service Status স্টপ করে দিন।
তারপর ছবির মত উপরে Startup Type ডিজ্যাবল করে দিন।
কাজ শেষ, এখন আর উইন্ডোস টেন গোপনে আপনার ডাটা কেটে নিবেনা। আরামে ইউজ করতে থাকুন উইন্ডোস এর লেটেস্ট আপডেট উইইন্ডোস ১০।মাইক্রোসফট আপডেট দিয়ে আসে মাঝে মাঝে অনেক কিছুর। আপনি যদি সেগুলা আপডেট দিতে চান তাহলে অটো আপডেট অন করে আবার ম্যানুয়েলি উইন্ডোস আপডেট অপশান থেকে আপডেট দিতে পারবেন। এজন্য কোন ঝামেলাই করতে হবে না। অপডেট কমপ্লেট হয়ে গেলে আবার পুনরায় অটো আপডেট অফ করে দিতে পারবেন। 😀
এই রকম আরো টিউন পড়তে ভিজিট করতে পারেন http://tipsbox24.com
আমি কামরুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি ভুল করেছেন ভাইয়া । সার্ভিস Disable করেছেন ভাল । তবে সেইটা Start করতেই হবে