কম্পিউটারের অপারেটিং সিষ্টেম বনাম বিট

ভার্সন

প্রতিটা জিনিসেরই ভার্সন থাকে। এই যেমন আমাদেরও একটা ভার্সন আছে ! মানুষের ভার্সন। হুমম। আমার ভার্সন হচ্ছে ২৮ অথবা আরেকটু সহজ করে বলা যায় তরুন। ঠিক তেমনি প্রতিটা সফটওয়্যারের ভার্সন থাকে।

এই ভার্সনটা কে দেয় আমরা জানি কি?

যারা ওই সফটওয়্যার বানায় তারাই দেয়। যেমন মাইক্রোসফট অফিস ২০০৩ বা অফিস ২০০৭। কারা দিয়েছে হ্যাঁ মাইক্রোসফট দিয়েছে।

কেন সফটওয়্যারের ভার্সন দেয়?

প্রতিটা ভার্সনের একেটা সুবিধা থাকে। যত আপডেটেড তত সুবিধা। একটা থেকে আরেকটা পৃথক করার জন্য ভার্সন দেওয়া হয়।

এখন অফিস কত ভার্সন চলছে?

এখন মাইক্রোসফট অফিস ২০১৬ ভার্সন চলছে।

আমরা কোন ভার্সন ব্যবাহার করবো?

আমরা যেকোন ভার্সন ব্যবহার করতে পারি। যেকোন একটা জানলেই অন্যটা পারা যায়।

পিসিতে কোন সফটওয়্যার ইনষ্টল করার সময় কি দেখতে হবে?

পিসিতে কোন সফটওয়্যার ইনষ্টল করার সময় প্রথমে যেটা দেখতে হবে সেটা হল ওই পিসির Bit কত।

 

BIT

Binary শব্দের প্রথম অক্ষর B আর Digit এর শেষের দুই অক্ষর it নিয়ে Bit শব্দ গঠিত। ও হ্যাঁ Binary মানে জানি কি? বাইনারি হচ্ছে 0 আর ১ যাকে বলা হয় কম্পিউটারের ভাষা।

কম্পিউটারের Bit চেক করবো কি করে?

Control panel থেকে System এ ঢুকে দেখতে হবে System type কি লেখা।

 

৩২ বিট নাকি ৬৪

অধিকাংশ মানুষের প্রশ্ন ৩২ বা ৬৪ বিট জিনিসটা কি। একটু সহজ করে বলি। ধরুন আপনি গাড়ি নিয়ে কোথাও যাবেন। দুইটা রাস্তা আপনার সামনে আছে। একটা ৩২ ফুটের এবং আরেকটা ৬৪ ফুটের। বলুন তো কোন রাস্তায় আপনি আরামে যেতে পারবেন? অবশ্যই ৬৪ ফুটের তাই নয়কি। কম্পিউটারের রাস্তা হচ্ছে বিট। বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দেই। ধরুন কম্পিউটারে একটি গান চালাবেন। গানটা কোথায় রাখা আছে? হার্ডডিস্কে। হার্ডডিস্ক থেকে তো আর গান চালাতে পারবেন না। তো কি করতে হবে। গানটা প্রথমে র‌্যামে নিয়ে আসতে হবে। গানটা যে হার্ডডিস্ক থেকে র‌্যামে আসবে তা যদি ৩২ বিটের রাস্তা দিয়ে আসে তবে তা ভাল হবে নাকি ৬৪ বিটের রাস্তা দিয়ে আসলে বেশি ভাল হবে? প্রশ্নটার উত্তর বোধ হয় দেওয়ার প্রয়োজন আর নাই।

বিট বনাম সফটওয়্যার

আমরা জানলাম প্রতিটা সফটওয়্যারের ভার্সন থাকে। আরো জানলাম সফটওয়্যার ইনষ্টল করতে পিসির বিট চেক করতে হয়।

সফটওয়্যার ইনষ্টলের সময় কেন বিট চেক করতে হয়?

ভাল প্রশ্ন কেন আমরা যেকোন সফটওয়্যার ইনষ্টল করার পূর্বে কম্পিউটারের বিট চেক করবো। প্রতিটা সফটওয়্যারের ভার্সনের সাথে দেওয়া থাকে এটা কত বিটের জন্য বানানো হয়েছে। আরে ভাই আপনি যদি ৩২ ফুটের রাস্তায় ৬৪ ফুটের গাড়ি চালাতে যান তবে সেটা কি সম্বভ? কিন্তু এটা তো সম্বভ ৬৪ ফুটের রাস্তায় ৩২ ফুটের গাড়ি চালানো। তো জেনে নিলাম কেন বিট চেক করা প্রয়োজন।

কম্পিউটারের বিট কি বদলানো সম্বভ?

এবার একটা সত্যি কথা বলি। কম্পিউটারের বিট টা নির্ভর করে কিছু জিনিসের উপর। আপনার কম্পিউটারে যদি ২ জিবির উপরে র‌্যাম থাকে আপনি চাইলে ৩২ বিটের অপারেটিং সিষ্টেম অথবা ৬৪ বিটের অপারেটিং সিষ্টেম চালতে পারবেন।

 

অপারেটিং সিষ্টেম?

উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ সেভেন চিনেন তো। এইগুলোকে অপারেটিং সিষ্টেম বলে। যে সফটওয়্যারটা পুরো কম্পিউটারকে নিয়ন্ত্রন করে তাকে অপারেটিং সিষ্টেম বলে।

তো আমরা বুঝলাম কম্পিউটারের বিট নির্ভর করছে অপারেটিং সিষ্টেম এর উপর। এখানে আমরা জেনেছিলাম ২ জিবি র‌্যামের কথা। আপনার কম্পিউটারে যদি ২ জিবি র‌্যামের চেয়ে কম র‌্যাম থাকে তবে কত বিটের উইন্ডোজ বা অপারেটিং সিষ্টেম দিতে পারবেন। যদি আপনার কম্পিউটারে র‌্যাম ২ জিবি চেয়ে কম হয় তবে আপনাকে ৩২ বিটের অপারেটিং সিষ্টেম দিতে হবে। আর যদি আপনার কম্পিউটারে ২ জিবির উপরে র‌্যাম থাকে তবে অনায়াসে ৩২ বিট বা ৬৪বিটের অপারেটিং সিষ্টেম দিতে পারবেন।

Level 0

আমি Abdullah Al Amran। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এতো সুন্দর একটা টিউনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

ভাই উইন্ডোজের বিট চলার আসল জিনিস হচ্ছে প্রসেসর. RAM নয়। প্রসেসর যদি 64 বিট সাপোর্ট করে তাহলেই 64 bit পাওয়া সম্ভব

    হুমম সেটা জানি ভাই। প্রসেসর সাপোর্ট না করলে সব বৃথা। যারা নবীন তাদের জন্য এটা লেখা। তাই কিছু বিষয় ইচ্ছে করে এড়িয়ে গেছি। এটা নিয়ে মানুষের আগ্রহ বাড়ুক এবং নিজ ইচ্ছায় আরো জানুক সেটাই আমার চাওয়া।