Windows 8, 8.1,এবং Windows 10 এর কিছু কমন Problem solution যা না জানলে নিশ্চিত বিরাট Problem এ পরতে পারেন।

কেমন আছেন সবাই,

সবাইকে সদ্য গত ঈদের শুভেচ্ছা

আশা করছি ভালোই আছেন। আবার সবার মাঝে ফিরে আসলাম নতুন কিছু নিয়ে। আমি সব সময় চেষ্টা করি ভালো কিছু আপনাদের মাঝে দিতে। আজকে আমি আপনাদের Windows এর  এমন কিছু  problem   নিয়ে কথা বলবো যা হয়তো আপনারা জানেন না। যে সমস্যা গুলোর জন্য হয়তো আপনারা Windows 8,  8.1,এবং Windows 10 ব্যবহার থেকে বিরত আছেন। আচ্ছা যাই হোক আসল কথাই আসি।

আপনারা অনেকেই  হয়তো Windows 8,  8.1,এবং Windows 10 সেটআপ দেওয়ার পর দেখেছেন যে আপনার কম্পিউটারের কোন একটা ড্রাইব Missing তখন কি করে আপনার হারানো ড্রাইভটি ফিরে পাবেন তা নিয়ে আজকে আপনাদের বলবো।

প্রথমে Computer Management এ যান। নিচের  Screen shoot এর মত  Disk Management  এ  ক্লিক করুন--

তারপর আপনার Hard Disk এর সব গুলো ড্রাইব লক্ষ্য করুন। দেখবেন  যে ড্রাইবটি শো করতেছে না ভালো করে দেখুন সেই ড্রাইভে কোন Paths(ড্রাইবে কোন নাম নেই যেমন= C Drive, E Drive) নাই।  তখন সেই ড্রাইবের উপর মাওস রেখে রাইট মাওস এ ক্লিক করুন। নিচের  Screen shoot দেখুন

মাওস পয়ন্টারে দেখুন Open Drive latter and Paths... সেখানে ক্লিক করুন। তারপর নিচের Screen shoot এর মত করুন

Add এ ক্লিক করুন।

তারপর এখান থেকে যেকোন একটা Paths সিলেক্ট করে  OK দিয়ে বের হয়ে আসুন। বেস এইবার আপনার My Computer এ গিয়ে দেখুন আপনার হারানো ড্রাইভটি ফিরে এসেছে।

ধন্যবাদ সবাইকে বেঁচে থাকলে আবার ফিরে আসবো আপনাদের মাঝে।

পারলে আমার ছোট্ট ব্লগটি একবার ঘুুরে আসবেন     Technical tunes

 

Level 0

আমি পাবেল চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

problem hole dekbo….. thanks

উন্ডোজ ১০ আমিতো বিজয় বায়ান্ন ২০১১ দিতে পারিনাই নেট ফ্রেম ওয়ার্ক ৩.৫ সেটা দিতে না পারায় আবার উন্ডোজ ৭ চলে আসলাম

    আপনি নেট ফ্রেম ওয়ার্ক 3.5 এ করে নিন….মাত্র 38 এম্বি লাগবে।

এ পোস্ট দেওার জন্য আপনাকে ধন্যবাদ

Level 2

Thx for tune, can i get your mail nomber plese. but i visite your blog, very nice & fast blog