আমি রায়হান,, আমি গত কিছু ধরে ভাবতাছি একটা টিউন করবো, কিন্তু করবো করবো করে আর করা হল না। তাই আজকে বসেই গেলাম লিখতে। যাই হোক, এখন আসি মূল কথায় ওহ! আমি আগেই বলি নিচ্ছি আমি গত দুইবছর যাবত টেকটিউনস এর একজন নিয়মিত পাঠক। তাই পাঠক হিসেবে আমার টিউনটা পাঠকের দৃষ্টিতেই দেখবেন। তো আজকে আমার আলোচনার বিষয় হল কিভাবে windows 10 এ bit looker দিবেন? (how to bitlocker on windows 10 pc) আমার জানা মতে, টেকটিউনস এর সবাই যানে যে, bit loker কাকে বলে কেনই বা এ bit looker? তার পরও যারা নতুন তাদের জন্য আবার আমি নতুন করে বললাম। আমি সংক্ষেপ এ বলি,, bit locker হলো আপনার pc এর ড্রাইভ লক করা, তো আমি দেখাইব কিভাবে উইন্ডোজ ১ এ বিট লক দিবেন। দুভাবে উইন্ডোজ ১০ এ bit looker দেয়া যায়, now go to > control panel > System and Security > bit locker drive encryption. এখন দেখেন আপনার ড্রাইভ গুলা দেখা যাচ্ছে। এখন আপনি যে ড্রাইভ এ bit locker দিবেন ওই ড্রাইভ এ ক্লিক করেন। তার পর আপনার password দিন, এখন আপনাকে একটি recovery file দিবে। আপনি আপনার এই file টা সংগ্রহ করবেন, কারন আপনি আপনার password ভুলে গেলে এই ফাইল টা লাগবে। এখন কিছুক্ষনের ভিতরে আপনার ড্রাইভ বিট লক হয়ে যাবে। আর কাহারো যদি বুঝতে সমস্যা হয় তা হইলে আমার বানানো ভিডিও টিউটোরিয়াল আছে বিট লকের উপর সেটা দেখে আপনি আরও সহজে বিট লকার এর সিষ্টেম টা শিখতে পারবেন। যদি আপনি না পারেন,
আমার বানানো Tutorial দেখতে এখানে ক্লিক করেনআর আমার লিখার ভুল ত্রুটি গুলো ক্ষমার নজরে দেখবেন, যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ভুল ধরিয়ে দিবেন।
আমি রায়হান চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইয়া বিট লকার সেট করার পর সেটা রিমুভ করা যে কত Tough সেটা তো বললেন না, আমি একবার আমার একটা ড্রাইভ এ বিট লকার সেট করে বাঁশ খাইছি, পাসওয়ার্ড রিমুভ করতে গেলে বলে যে আগে অন্য ওয়ে তে কার্ড এর মাধ্যমে লক করতে হবে তারপর ই নরমালি আনলক করা যাবে। ডিরেক্টলি আনলক করার সিস্টেম নাই মে বি। অনেকের কাছেই আমার কথা টা জটিল মনে হবে। সো কারো ডাউট থাকলে বিট লকার একটিভ করে দেখেন। বাঁশ খাইলে আমার দোষ নাই। পরে আমার অনেক ডাটা হারাইতে হইছে উইন্ডোজ সেটআপ দিতে ইয়ে :'(