যদি ভাবেন যে উইন্ডোস ৭, ৮ বা ৮.১ এ আপনি সুরক্ষিত তাহলে ভুল ভাবছেন। কেন ? উত্তর জানুন এই টিউনে

সবাই কেমন আছেন।
আশা করি সকলে ভালোই আছেন।
টেকটিউনের সাথে থাকলে খারাপ কি কেউ থাকতে পারে ?
খারাপ ও ভালো হয়ে যায় টেকটিউনে এলে।
আমার আজকের এই টিউনটি একটা বড় পরিবর্তন নিয়া,
উইন্ডোস ১০ রিলিস করার পর থেকেই বিতর্ক এর মধ্য দিয়া চলছে,
কিন্তু সেই বিতর্ক কী নিয়া সেটা তো জানেনে নিশ্চয়ই সেটা হলো প্রাইভেসী টার্মস।
আপনারা অনেকেই উইন্ডোস ১০ হয়ত ইনস্টল করেননি বা করলেও ডাউনগ্রেড করে নিয়াছেন,এই কারণে।
তাহলে এরপর আমি যেটা বলব সেটা শুনে হয়ত আপনার মোটেই ভালো লাগবেনা।
উইন্ডোস ৭ সার্ভিস প্যাক ১,উইন্ডোস ৮ ও ৮.১ এবং সার্ভার ২০১২ এর তিনটি আপডেট আপনার পিসির সকল ইনফরমেশন বা অনুরূপ তথ্য সংগ্রহ করার ক্ষমতা রয়েছে।
তাই আপনি যদি উইন্ডোস ইউসার হয়ে থাকেন তবে এবং আপনার উইন্ডোস আপডেট এ চেক করুন KB3068708, KB3075249, KB3080149 এই আপডেট ফাইল গুলার যদি একটি ফাইল ও থাকে তাহলে আপনার পিসির ইনফরমেশন মাইক্রোসফট সার্ভার এ সুরক্ষিত।

আপনাদের জন্য রইলো মাইক্রোসফট প্রাইভেসী টার্মস লিংক চাইলে নিজে দেখতে পারেন। লিংক

এই তিনটি আপডেট ফাইল কি করে [ বিস্তারিত জানতে লিংকটি চেক করতে পারেন]

KB3068708 - "এই আপডেট আপনার পিসির ডিভাইস ডায়গনিস্টিক এবং টেলিমেট্রি ট্র্যাকিং সেবা প্রবর্তন করে,এই পরিষেবা প্রয়োগ করে, আপনি এখনো আপগ্রেড না করা সিস্টেমগুলি উইন্ডোজ এর সর্বশেষ ভার্সনের সুবিধা যোগ করতে পারেন, এই আপডেটের KB3022345 রিপ্লেসমেন্ট
KB3075249 - "এই আপডেট আপনার পিসির অ্যাকাউন্ট কন্ট্রোল (UAC) লো ইন্টিগ্রিটি থেকে আসা পরিবাহিত তথ্য সংগ্রহ করে"
KB3080149 - "এই প্যাকেজ আপনার পিসির ডিভাইস ডায়গনিস্টিক এবং টেলিমেট্রি ট্র্যাকিং সার্ভিস আপডেট করে "
তাই যদি ভাবেন যে উইন্ডোস ৭ বা ৮ বা ৮.১ এ আপনি সুরক্ষিত তাহলে ভুল ভাবছেন।
নিজেকে সুরক্ষিত রাখতে হলে অটো আপডেট বন্ধ করুন।
না হলে কি হতে পারে তা আশা করি বুঝতেই পারছেন !

কিছু কথা

এই পরিবারের সবার কাছে আমার একটি অনুরোধ অনুসরন করুন কিন্তু অনুকরণ করবেন না।
সকল টিউনার ভাই নিজের টিউনে ব্যবহৃত চিত্র গুলিতে © টেকটিউন এই সিম্বল ব্যবহার করুন।
আর যারা টিউনমেন্টে তাদের অসুবিধার কথা বলেন তারা যেন পরে আর একবার টিউনমেন্ট করেন, সাহায্য পেলে বা উপকৃত হলে।
কারণ তাহলে জানা সম্ভব হয় যে সাহায্য করতে পারলাম কিনা।
আমার এই টিউন যদি কারোর খারাপ লেগে থাকে তবে আমি একান্তই দুঃখিত।
আমার কাউকে দুঃখিত করার কোনো প্রকার উদ্দেশা নেই।
ও হ্যা একটা কথা তো বলাই হলো না,
যদি আপনাদের কোনো সাজেশন থাকে আমার টিউন নিয়া তবে অবশ্যই বলবেন,
কারণ আপনার সাজেশন পরবর্তী টিউনে আমাকে আরো ভালো করে টিউন উপস্থাপিত করতে সাহায্য করবে।
খুব তাড়াতাড়ি ফিরছি আবার পরের টিউন নিয়া।
ভালো থাকবেন, ভালো থাকবেন,ভালো রাখবেন; আর প্রবেলম হলে আমিতো টেকটিউনে আছি।।

 

 

 

Level 2

আমি অভিষেক হাজরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি অভিষেক , মাইক্রোসফট টেক প্রসেস এ কর্মরত ; ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Very bad news for user. Thanks for information

Level New

আমাদের মত ছোট ইউজার দের ডাটা কালেক্ট করলেই কি? বিল গেট্‌স কি আমাকে হ্যাক করবে? কয় টাকা পাইব?

    প্রাইভেসী লিক সব সময় খারাপ , কারণ আপনার পিসি তে অন্যের ইনফরমেশন ও থাকে। তাই সর্বদা টেনসন থেকেই যায়। এই যেমন ধরুন মাইক্রোসফট ডিটেক করলো যে আপনি এক জন জেনুইন উইন্ডোস ইউসার নন। আপনার মাক ID ব্লক করে দিলে আপনি আর সহজে ইন্টারনেট ব্যবহার করতে পারবেননা। ইটা হলো প্রবলেম।
    আপনার টিউন মেন্টের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
    ধন্যবাদ টেকটিউনের পাশে থাকার জন্য।

অামার laptop এর একটা usb পোট্রে শুধুমাত্র কিবোর্ড এবং মাউস ছাড়া অার সব কাজ করছে৷ যেমন মডেম,পেনড্রাইব,ডাটা ক্যাবল, কার্ডরিডার এই সব ই কাজ করছে৷ কিন্তু মাউস অার কিবোর্ড কাজ না কবার কারণ কি?এবং এর সমাধান কি হতে পারে৷

Step 1: Remove your power supply or charger plug from PC. Then Restart PC.
Step 2: After restart, connect your USB devices to any USB ports. That’s it.
Step 3: Now you can plug in power supply to laptop or PC

আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে।
আমি আপনার সাথে যে দুর্ব্যহার করেছি তার জন্য আমি সত্যিই দুঃখিত,
কিছু মনে করবেন না দয়া করে.সুদিপ্ত স্যার.

ব্যাস্ত মানুষ ব্যাস্ত থাকবেন এটা সাধারন ব্যাপার তারপরও অাপনি অামাকে সাহায্য করতে চেয়েছেন এতেই খুশি৷ অামার সামনে পরীক্ষা তাই সব সময় একটিভ থাকতে পারি না৷ এজন্য অাপনি যখন থাকেন অামি থাকি না৷ অার অামি থাকলে অাপনি থাকেন না৷ এই হল ব্যপার৷ অামকে স্যার বলার কোন কারণ দেখিনা৷ (যদিও বাংলায় স্যার মানে জনাব৷ তবুও অামার এত সম্মান পাবার যোগ্যতা এখনো অার্জন করতে পারি নাই৷) যাই হোক অামার ড্রইভার সমস্যটা গুছিয়ে অাপনাকে সুন্দর করে লিখেদিব৷ অাপনি সমাধান দিয়েন অার কোন প্রশ্ন থাকলে বলবেন অামি উত্তর দিব৷ পরে অাপনি অাবার সমাধান দিবেন এছাড়া অার কোন উপায় দেখিনা অভিষেক দাদা৷ (অামি অামার বয়সের থেকে একটু বড় তাদের দাদা বলি৷ তাই অাপনাকে দাদা সম্বোধন করলাম৷

Level 1

Thanks for sharing..

    minus zero আপনার টিউনমেন্টের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
    ধন্যবাদ টেকটিউনের পাশে থাকার জন্য।।।।।।।

bujlam vaiya apner kota tahole ki windows 10 a ame surokkhito?

    Raihan Mostafa ভাই, সুরক্ষিত শব্দটা আপেক্ষিক ,
    ততক্ষণ এর অস্তিত্ব যতক্ষণ আপনি নেট দুনিয়ার বাইরে ,
    নেট দুনিয়ায় কেউ সুরক্ষিত নয়।
    আপনার টিউনমেন্টের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
    ধন্যবাদ টেকটিউনের পাশে থাকার জন্য।।।।।।।

”’টেকটিউনের সাথে থাকলে খারাপ কি কেউ থাকতে পারে ?
খারাপ ও ভালো হয়ে যায় টেকটিউনে এলে !!!!!!- ”’

এই কথাগুলা ১ মাস আগে বললেও মানতাম। তবে এখন এর উল্টোটাই দেখি।

টিউন ভাল লাগল… ধন্যবাদ ভাইয়া 🙂

    দ্বীপ্ত সরকার কেন কি হলো, এমন কথা বলছেন কোনো কারণ আছে নাকি ?
    যদি পারেন তো বলবেন জানলে ভালো হত।
    ভালো থাকবেন আর পাশে থাকবেন।

অবশ্যই কারন আছে। আপনারা গুটিকয়েক বাদে পুরা টিটিতে কোন মানসম্মত টিউন গত ১ মাসের বেশি চোখে দেখি না। মডারেটরদের পরিবার নিয়ে গালি দিয়ে টিউন করে , সে টিউনও ১২ ঘন্টার বেশি স্থায়ী থাকে, কপি পেস্ট টিউন, একই টিউন বারবার করা, ইউটিউবে লিঙ্ক দিয়ে বিভ্রান্তি করা , সিম ফুটা করার নাম করে লোকদের কাছ থেকে টাকা আত্নস্যাৎ করা, গ্রীন হোস্টিং এর পাকনামি সেরা টিউনারের পুরষ্কারের নাম দিয়ে ইত্যাদি ইত্যাদি… লিখে শেষ করা যাবে না ।

এইগুলা খারাপ না হলে আর খারাপ কোনগুলা ভাইয়া 😀

খুব কাজের টিউন অভিষেক ভাই। অনেক ধন্যবাদ।