সবাই কেমন আছেন।
আশা করি সকলে ভালোই আছেন।
টেকটিউনের সাথে থাকলে খারাপ কি কেউ থাকতে পারে ?
খারাপ ও ভালো হয়ে যায় টেকটিউনে এলে।
আমার আজকের এই টিউনটি একটা বড় পরিবর্তন নিয়া,
উইন্ডোস ১০ রিলিস করার পর থেকেই বিতর্ক এর মধ্য দিয়া চলছে,
কিন্তু সেই বিতর্ক কী নিয়া সেটা তো জানেনে নিশ্চয়ই সেটা হলো প্রাইভেসী টার্মস।
আপনারা অনেকেই উইন্ডোস ১০ হয়ত ইনস্টল করেননি বা করলেও ডাউনগ্রেড করে নিয়াছেন,এই কারণে।
তাহলে এরপর আমি যেটা বলব সেটা শুনে হয়ত আপনার মোটেই ভালো লাগবেনা।
উইন্ডোস ৭ সার্ভিস প্যাক ১,উইন্ডোস ৮ ও ৮.১ এবং সার্ভার ২০১২ এর তিনটি আপডেট আপনার পিসির সকল ইনফরমেশন বা অনুরূপ তথ্য সংগ্রহ করার ক্ষমতা রয়েছে।
তাই আপনি যদি উইন্ডোস ইউসার হয়ে থাকেন তবে এবং আপনার উইন্ডোস আপডেট এ চেক করুন KB3068708, KB3075249, KB3080149 এই আপডেট ফাইল গুলার যদি একটি ফাইল ও থাকে তাহলে আপনার পিসির ইনফরমেশন মাইক্রোসফট সার্ভার এ সুরক্ষিত।
আপনাদের জন্য রইলো মাইক্রোসফট প্রাইভেসী টার্মস লিংক চাইলে নিজে দেখতে পারেন। লিংক
KB3068708 - "এই আপডেট আপনার পিসির ডিভাইস ডায়গনিস্টিক এবং টেলিমেট্রি ট্র্যাকিং সেবা প্রবর্তন করে,এই পরিষেবা প্রয়োগ করে, আপনি এখনো আপগ্রেড না করা সিস্টেমগুলি উইন্ডোজ এর সর্বশেষ ভার্সনের সুবিধা যোগ করতে পারেন, এই আপডেটের KB3022345 রিপ্লেসমেন্ট
KB3075249 - "এই আপডেট আপনার পিসির অ্যাকাউন্ট কন্ট্রোল (UAC) লো ইন্টিগ্রিটি থেকে আসা পরিবাহিত তথ্য সংগ্রহ করে"
KB3080149 - "এই প্যাকেজ আপনার পিসির ডিভাইস ডায়গনিস্টিক এবং টেলিমেট্রি ট্র্যাকিং সার্ভিস আপডেট করে "
তাই যদি ভাবেন যে উইন্ডোস ৭ বা ৮ বা ৮.১ এ আপনি সুরক্ষিত তাহলে ভুল ভাবছেন।
নিজেকে সুরক্ষিত রাখতে হলে অটো আপডেট বন্ধ করুন।
না হলে কি হতে পারে তা আশা করি বুঝতেই পারছেন !
এই পরিবারের সবার কাছে আমার একটি অনুরোধ অনুসরন করুন কিন্তু অনুকরণ করবেন না।
সকল টিউনার ভাই নিজের টিউনে ব্যবহৃত চিত্র গুলিতে © টেকটিউন এই সিম্বল ব্যবহার করুন।
আর যারা টিউনমেন্টে তাদের অসুবিধার কথা বলেন তারা যেন পরে আর একবার টিউনমেন্ট করেন, সাহায্য পেলে বা উপকৃত হলে।
কারণ তাহলে জানা সম্ভব হয় যে সাহায্য করতে পারলাম কিনা।
আমার এই টিউন যদি কারোর খারাপ লেগে থাকে তবে আমি একান্তই দুঃখিত।
আমার কাউকে দুঃখিত করার কোনো প্রকার উদ্দেশা নেই।
ও হ্যা একটা কথা তো বলাই হলো না,
যদি আপনাদের কোনো সাজেশন থাকে আমার টিউন নিয়া তবে অবশ্যই বলবেন,
কারণ আপনার সাজেশন পরবর্তী টিউনে আমাকে আরো ভালো করে টিউন উপস্থাপিত করতে সাহায্য করবে।
খুব তাড়াতাড়ি ফিরছি আবার পরের টিউন নিয়া।
ভালো থাকবেন, ভালো থাকবেন,ভালো রাখবেন; আর প্রবেলম হলে আমিতো টেকটিউনে আছি।।
আমি অভিষেক হাজরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি অভিষেক , মাইক্রোসফট টেক প্রসেস এ কর্মরত ; ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।
Very bad news for user. Thanks for information