আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন।আজ অনেক দিন পর টিটিতে লিখছি। কিন্তু আব্দুল্লাহ ফাহাদ ভাইয়ের “ফ্রী ইন্টারনেট নিয়ে কিছু কথা এবং ১০০% কার্যকরী একটি ট্রিক্স !! (জিপি ও এয়ারটেল এর জন্য) ” এই টিউনে ডুকে ছিলে। Your Freedom Vpn নামের সফটওয়্যার ইন্সটল করছেন তারা ভালো নাই।যদের নিচের মত আসছে। তারা সমাধান নিয়ে নিন।
উপরের মত অটোমেটিক লোড হচ্ছে।আমার এ সমস্যা ছিল।
আরে থামেন আগেই হতাস হবেন না। অনেক হয়ত উইন্ডোজ দেব ঠিক করেছে।গত কাল এ নিয়ে লিখতে চেয়েছিলাম সময় পাইনাই আজ লিখছি
১।প্রথমে Local Disk(c) ক্লিক করুন তারপর Windows ক্লিক করুন।অথবা ছবি ফলো করুন
২। এর পর System32 ক্লিক করুন।অথবা ছবি ফলো করুন
৩। এর পর Tasks নামের ফোল্টার টি ডিলেট করুন।ছবি ফলো করুন
আশা করি এ সমস্যা থেকে মুক্তি পাবেন।
আমার জন্য দোয়া করবেন। আমার আগামীকাল একটা চাকরীর ইন্টারভিউ আছে। আমি যেন চাকরীটা পাই। এখন আর টিটিতে লিখতে মন চায়না করাণ এখানে নানা ধরনের স্পাম টিউন করছে। আমি জিপি ফ্রি নেট বিষয়ে কয়েকটা টিউনে, কমেন্ডকারী এবিষয়ে হেল্প চেয়েছে দেখে এ টিউনটি করেছি। মানুষ মাত্র ভুল, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
* সময় পেলে আমার ফোরাম সাইটে ঘুরে আসতে পারেন NejumRat । এছাড়া আমার সাথে যোগাযোগ করুন ফ্রেসবুকে আমি।
আমার তৈরী করা funy video song দেখতে পারেন।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকনে টিটির সাথে থাকেন। আল্লাহ হাফেজ।
আমি মোঃ জুয়েল খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হেহেহে… যারা যারা এইটা করবেন তাঁদের PC’র সব ড্রাইভ ফরমেট করা হবে। :3 আর এইটা করেও লাভ নাই। Malware Bios এ ইঞ্জেক্ট করা হইসে। Windows সেটাপ দিলেও সমস্যা থাকবে। 🙂
সমাধান এর জন্য ইমেইল করুনঃ [email protected]