সবাই কেমন আছেন।
আশা করি সকলে ভালোই আছেন।
টেকটিউনের সাথে থাকলে খারাপ কি কেউ থাকতে পারে ?
থাক ওসব কথা আসল কথায়ে আসি।
আপনি তো কম্পিউটার ব্যবহার করছেন কিন্তু আপনার কম্পিউটার এর মালিক কে জানেন ?
যদি জানেননা তবে জেনে নিন কে আপনার কম্পিউটার এর মালিক ?
জানতে হলে RUN এ টাইপ করুন "winver" নিচের ছবির মতো একটি পেজ আসবে,
যার লাল চিহ্নিত অংশে থাকেবে মালিকের নাম বা রেজিস্টার ওনার।
চাইলে আপনিও হতে পারেন মালিক,
চাইলে আব্বা [বাবা] বা আম্মিজানকেও [মা] করতে পারেন মালিক।
যে কোনো ভাষা বা অক্ষর ব্যবহার করে।
আর অবাক করেদিন আপনার চেনা পরিচিত সকল কে। কি করে করবেন?
চলুন তাহলে পাল্টাই কম্পুটারের মালিকের নাম।
সবার প্রথমে RUN খুলন আর টাইপ করুন REGEDIT।
registry editor খুলবে,
সেখান থেকে যান তে HKEY_LOCAL_MACHINE তারপর SOFTWARE তারপর Microsoft
তারপর Windows NT তারপর CurrentVersion সিলেক্ট করুন ডানদিকে পেজটিতে নিচের দিকে পাবেন RegisteredOwner রাইট ক্লিক সিলেক্ট Modify আর Value Data চেঞ্জ করে করেদিন আপনার মনমত নামটা, ব্যাস হয়ে গেল নতুন মালিকের নামে।
চাইলে আপনি RegisteredOrganization ও চেঞ্জ করতে পারেন আপনার কাঙ্খিত নাম দিয়া।
আর পরিবর্তিত নাম দেখতে হলে আবার RUN এ গিয়া টাইপ করুন "winver" আর পরিবর্তন টা, নিজেই দেখুন।
ক্রমানুসারে করে দেখালাম যেভাবে করতে হবে।।।।
এই পরিবারের সবার কাছে আমার একটি অনুরোধ অনুসরন করুন কিন্তু অনুকরণ করবেন না।
আমি আমার চিত্রগুলাতে কপিরাইট সিম্বল দিলাম কারণ কিছু
শিক্ষিত বা অশিক্ষিত এই টেকটিউনের ছবি গুলা কে নিজের চিত্র বলে,নিজের Blog /Site টে ব্যবহার করছে।
তাই সকল টিউনার ভাই এর কাছে আমার একটাই অনুরোধ,
নিজের টিউনে ব্যবহৃত চিত্র গুলিতে © টেকটিউন এই সিম্বল ব্যবহার করুন।
এতে ওই শিক্ষিত বা অশিক্ষিত ব্যাটারা সায়েস্তা হবে।
আর যারা টিউনমেন্টে তাদের অসুবিধার কথা বলেন তারা যেন পরে আর একবার টিউনমেন্ট করেন, সাহায্য পেলে বা উপকৃত হলে।
কারণ তাহলে জানা সম্ভব হয় যে সাহায্য করতে পারলাম কিনা।
আমার এই টিউন যদি কারোর খারাপ লেগে থাকে তবে আমি একান্তই দুঃখিত।
আমার কাউকে দুখিত করার কোনো প্রকার উদ্দেশা নেই।
খুব তাড়াতাড়ি ফিরছি আবার পরের টিউন নিয়া। ভালো থাকবেন,ভালো রাখবেন,আর প্রবেলম হলে আমিতো টেকটিউনে আছি।
আমি অভিষেক হাজরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি অভিষেক , মাইক্রোসফট টেক প্রসেস এ কর্মরত ; ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।
THANKS…change korechi amr name…..