আপনি কি আপনার কম্পিউটার এর মালিক হতে চান ?????

সবাই কেমন আছেন।
আশা করি সকলে ভালোই আছেন।
টেকটিউনের সাথে থাকলে খারাপ কি কেউ থাকতে পারে ?
থাক ওসব কথা আসল কথায়ে আসি।
আপনি তো কম্পিউটার ব্যবহার করছেন কিন্তু আপনার কম্পিউটার এর মালিক কে জানেন ?
যদি জানেননা তবে জেনে নিন কে আপনার কম্পিউটার এর মালিক ?
জানতে হলে RUN এ টাইপ করুন "winver" নিচের ছবির মতো একটি পেজ আসবে,
যার লাল চিহ্নিত অংশে থাকেবে মালিকের নাম বা রেজিস্টার ওনার।


চাইলে আপনিও হতে পারেন মালিক,
চাইলে আব্বা [বাবা] বা আম্মিজানকেও [মা] করতে পারেন মালিক।
যে কোনো ভাষা বা অক্ষর ব্যবহার করে।
আর অবাক করেদিন আপনার চেনা পরিচিত সকল কে। কি করে করবেন?
চলুন তাহলে পাল্টাই কম্পুটারের মালিকের নাম।
সবার প্রথমে RUN খুলন আর টাইপ করুন REGEDIT।
registry editor খুলবে,

সেখান থেকে যান তে HKEY_LOCAL_MACHINE তারপর SOFTWARE তারপর Microsoft

তারপর Windows NT  তারপর CurrentVersion সিলেক্ট করুন ডানদিকে পেজটিতে নিচের দিকে পাবেন RegisteredOwner  রাইট ক্লিক সিলেক্ট Modify আর Value Data চেঞ্জ করে করেদিন আপনার মনমত নামটা, ব্যাস হয়ে গেল নতুন মালিকের নামে।

চাইলে আপনি RegisteredOrganization ও চেঞ্জ করতে পারেন আপনার কাঙ্খিত নাম দিয়া।
আর পরিবর্তিত নাম দেখতে হলে আবার RUN এ গিয়া টাইপ করুন "winver" আর পরিবর্তন টা, নিজেই দেখুন।
ক্রমানুসারে করে দেখালাম যেভাবে করতে হবে।।।।

 

জানা আব্যশক যে বিসয় গুলি সে গুলি হলো,

রেজিস্ট্রি এডিট সাবধানে করবেন কারণ ভুল করে অন্য কিছু এডিট করে দিলে সিস্টেম ক্রাশ হওয়ার সম্ভাবনা থাকে।

 

 

এই পরিবারের সবার কাছে আমার একটি অনুরোধ অনুসরন করুন কিন্তু অনুকরণ করবেন না
আমি আমার চিত্রগুলাতে কপিরাইট সিম্বল দিলাম কারণ কিছু
শিক্ষিত বা অশিক্ষিত এই টেকটিউনের ছবি গুলা কে নিজের চিত্র বলে,নিজের Blog /Site টে ব্যবহার করছে।
তাই সকল টিউনার ভাই এর কাছে আমার একটাই অনুরোধ,
নিজের টিউনে ব্যবহৃত চিত্র গুলিতে © টেকটিউন এই সিম্বল ব্যবহার করুন।
এতে ওই শিক্ষিত বা অশিক্ষিত ব্যাটারা সায়েস্তা হবে।
আর যারা টিউনমেন্টে তাদের অসুবিধার কথা বলেন তারা যেন পরে আর একবার টিউনমেন্ট করেন, সাহায্য পেলে বা উপকৃত হলে।
কারণ তাহলে জানা সম্ভব হয় যে সাহায্য করতে পারলাম কিনা।
আমার এই টিউন যদি কারোর খারাপ লেগে থাকে তবে আমি একান্তই দুঃখিত।
আমার কাউকে দুখিত করার কোনো প্রকার উদ্দেশা নেই।

খুব তাড়াতাড়ি ফিরছি আবার পরের টিউন নিয়া।  ভালো থাকবেন,ভালো রাখবেন,আর প্রবেলম হলে আমিতো টেকটিউনে আছি।

 

 

Level 2

আমি অভিষেক হাজরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি অভিষেক , মাইক্রোসফট টেক প্রসেস এ কর্মরত ; ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

THANKS…change korechi amr name…..

    প্রথম টিউনমেন্টের জন্য ধন্যবাদ;
    ভালো লাগলো আপনি নাম পরিবর্তন করেছেন জেনে।
    ধন্যবাদ পাশে থাকার জন্য। ভালো থাকবেন।

bro amar to age thekay nijer name a ase kisu e to kreni tao ase tay r follow korlam na process ta but tune ta valo thanks r online a apnake passi na onekdin busy naki

    টিউনটা ভালো লাগলো আপনার জেনে ভালই লাগলো,
    হ্যা Raihan Mostafa ভাই কয়েক দিন ধরে একটু ব্যস্ত আছি, তাই অনলাইন হতে পারছিনা।
    প্রতিবারের মতো এবার ও পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

আইডিয়াটা ভালো (© টেকটিউনস) । আর টিউনটাতো আরো ভালো,, যাহোক অনেকদিন পর আবার কিছু শিখতে পারলাম। ধন্যবাদ…..

    সত্যি বলতে (© টেকটিউনস) এটার হয়ত প্রয়োজন ছিল না ,
    কিন্তু খুব খারাপ লাগলো যখন দেখলাম আমার টিউনের ছবি গুলো অন্য কেউ নিজের বলে নিজের ব্লগ তে শো করছিল তাই একান্ত নিরুপায় হয়ে (© টেকটিউনস) করলাম।
    টিউনটা ভালো লাগলো আপনার জেনে ভালই লাগলো,
    ধন্যবাদ পাশে থাকার জন্য। ভালো থাকবেন।

Thank youuuuuuuu

Level 0

ভাই windows cd কে edit করা যায় কি ভাবে

    NazmulBoy ,
    কেন বলুনতো এডিট করবেন নাকি ?
    মানে কাস্টম উইন্ডোস বানাতে চান ?
    কিন্তু তার তো পারমিসন লাগে।
    যদি সেটা হয় তবে আমি সত্যি বলছি আমার জানা নেই।
    দুখিত আপনাকে সাহায্য করতে পারলাম না বলে।
    অন্য কোনো সাহায্য লাগলে বলতে পারেন।
    সাধ্য মতো চেষ্টা করব।
    ধন্যবাদ পাশে থাকার জন্য।

এটাকি উইন্ডোজ দিলে চলে যাবে ? স্থায়ী ভাবে নাম লেখা যায়?

    এটা উইন্ডোজ দিলে চলে যাবে,
    তবে স্হায়ী ভাবে লেখা সম্ভব।
    তবে কি করে করবেন সেটা জানতে হলে একটু অপেক্ষা করতে হবে।
    খুব তাড়াতাড়ি আমি এই নিয়া একটি টিউন করব , যাতে আপনি উইন্ডোস ইনস্টল করবেন আর আপনার সব পছন্দের প্রোগ্রাম উইন্ডোস বা রেজিস্ট্রি এডিট গুলো আগে থেকেই সেভ থাকবে।
    আপনার প্রশ্নের মধ্য দিয়া নতুন টিউনের আইডিয়া পেলাম বলে আবার ধন্যবাদ।
    ভালো থাকবেন।
    ধন্যবাদ আপনার টিউনমেন্টের জন্য।

amar to auto name chole esase kintu apnader kn aslona bujlam na r vaiya amar to auto e name asesa oneker na aser cause ki bolte paren

    না অটো নাম কারো আসেনা ইউসার যে নাম দিতে চায় সেই নাম ডিফল্ট হিসাবে সেভ হয়,
    তুমি তোমার নাম ব্যবহার করেছিলে তাই , তোমার অটোমেটিক নাম এসেছে।
    KMS ACTIVATOR এই ডিফল্ট নাম কে চেঞ্জ করে দেয়
    তাই অনেক সময় ইউসার নিজের নাম দেখতে পায় না।
    আশা করি তোমার প্রশ্নের উত্তর দিতে পারলাম ,
    কি তাই তো Raihan Mostafa !

Level 0

অভিষেক হাজরা. ভাই আমি যে windows টার registered owner & registered organized edit করলাম সেই windows কিpc থেকে backup করে CD write করা যাবে. বা অন্য pc তে সেই CD disc দিয়ে windows দেওয়া যাবে? ?

NazmulBoy ভাই,
সেটা backup করে CD write করা যাবে. বা অন্য pc তে সেই CD disc দিয়ে windows দেওয়া যাবে সম্ভব।
তবে কি করে করবেন সেটা জানতে হলে একটু অপেক্ষা করতে হবে।
খুব তাড়াতাড়ি আমি এই নিয়া একটি টিউন করব , যাতে আপনি উইন্ডোস ইনস্টল করবেন আর আপনার সব পছন্দের প্রোগ্রাম উইন্ডোস বা রেজিস্ট্রি এডিট গুলো আগে থেকেই সেভ থাকবে।
আপনার এবং ” আমার জানা ছিল না [নাম পরিবর্তিত ] ” প্রশ্নের মধ্য দিয়া নতুন টিউনের আইডিয়া পেলাম বলে আবার ও ধন্যবাদ।
ভালো থাকবেন।
ধন্যবাদ আপনার টিউনমেন্টের জন্য।

নতুন কিছু জানতে পারলাম । আর আপনার টিউনগুলো সত্যিই অসাধারন ।

    কৌশিক দাস ,আমার বিলম্বিত প্রত্যুত্তর জন্য দুঃখিত। ধন্যবাদ পাশে থাকার জন্য।

darun hoiche.

হেলাল হোসেন ,আমার বিলম্বিত প্রত্যুত্তর জন্য দুঃখিত। ধন্যবাদ পাশে থাকার জন্য।

এখন আমি আমার পিসির owner 🙂