সুপ্রিয় টেকটিউনস পরিবারের
সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন বাংলা ভাষায় প্রথমবার উইন্ডোস ১০ কীবোর্ড শর্টকাটের ফলাফল, সত্যি কথা বলতে আমরা অনেকেই কীবোর্ড সব শর্টকাট জানিনা, আর তার উপর নতুন নতুন উইন্ডোস আর নতুন নতুন শর্টকাট, কিন্তু কোন শর্টকাট কি কাজ করে যদি না জানি তাহলে কি করে ব্যবহার করবেন।
তাই আমি অভিষেক হাজরা নিয়া এলাম এই প্রথমবার বাংলা ভাষায় উইন্ডোস ১০ কীবোর্ড শর্টকাটের ফলাফল শুধুমাত্র আমার টেকটিউন পরিবারের জন্য, দেখুন, সেভ করে রাখুন কাজে লাগতে বাধ্য।।
ভালো লাগলে প্রিয়তে রাখবেন, শেয়ার করবেন।
অনুসরণ করুন কিন্তু অনুকরণ করবেন না।
বলতে উইন্ডোস লোগো কী বলা হয়েছে
যে কী প্রেস করবেন | তার ফলাফল বা কি কাজ করবে |
---|---|
স্টার্ট মেনু খোলা বা বন্ধ | |
+A | অ্যাকশন সেন্টার খোলা |
+B | ফোকাস সিলেক্ট করে নোটিফিকেশন এরিয়াতে |
+C | হিয়ারিং মোডে Cortana খোলা |
+D | ডেস্কটপএর ডিসপ্লে হাইড বা ওপেন করে |
+E | ফাইল এক্সপ্লোরার খোলা |
+G | গেমবার খোলা,যখন গেম খেলা হয় XBOX এ বা কোনো ব্রাউসার এ |
+H | শেয়ার চারম পেজ খোলা |
+I | উইন্ডোস সেটিংস খোলা |
+K | কানেক্ট কুইক অ্যাকশন খোলা |
+L | আপনার পিসি অ্যাকাউন্ট লক বা সুইচ করে |
+M | সব উইন্ডোজ ছোট করে |
+O | লক ডিভাইস ওরিয়েন্টেশন চালু করে |
+P | উপস্থাপনা বা বর্ণনা প্রদর্শন মোড নির্বাচন করে |
+R | রান ডায়ালগ বক্স খোলা |
+S | সার্চ অপসন চালু করে |
+T | টাস্কবারে Apps সিলেক্ট অপসন |
+U | এক্সেস সেন্টার খোলা |
+V | নোটিফিকেসন সিলেক্ট অপসন |
+Shift+V | নোটিফিকেসন সিলেক্ট অপসন উল্টো দিক থেকে |
+X | কুইক লিংক মেনু খোলা |
+Z | ফুল স্ক্রীন মোডে একটি অ্যাপ্লিকেশন মধ্যে উপলব্ধ কমান্ড দেখায় |
+comma (,) | সাময়িকভাবে ডেস্কটপ এ নির্দেশ দেয় |
+Pause | সিস্টেম প্রোপারটিস ডায়ালগ বক্স খোলা |
+Ctrl+F | পিসি জন্য অনুসন্ধান করে (যদি আপনি একটি নেটওয়ার্ক এ থাকেন) |
+Shift+M | ডেস্কটপে থাকা উইন্ডোগুলো রিস্টোর করে |
+number | টাস্কবারে থাকা অ্যাপ্লিকেশন গুলি চালু করে সংখ্যা বা অবস্থান অনুসারে, যদি অ্যাপ্লিকেশন চালু থাকে তাহলে অ্যাপ্লিকেশন সুইচ করে |
+Shift+number | টাস্কবারে থাকা অ্যাপ্লিকেশন গুলি চালু করে সংখ্যা বা অবস্থান অনুসারে,যদি অ্যাপ্লিকেশন চালু থাকে তাহলে অ্যাপ্লিকেশন পুনরায় বা নতুন করে চালু করে |
+Ctrl+number | টাস্কবারে থাকা অ্যাপ্লিকেশন গুলি চালু করে সংখ্যা বা অবস্থান অনুসারে |
+Alt+number | টাস্কবারে থাকা অ্যাপ্লিকেশন গুলি সংখ্যা বা অবস্থান অনুসারে অ্যাপ্লিকেশনটির সর্বশেষ সক্রিয় উইন্ডোর ইনফরমেশন শো করে |
+Ctrl+Shift+number | টাস্কবারে থাকা অ্যাপ্লিকেশন গুলি সংখ্যা বা অবস্থান অনুসারে অ্যাপ্লিকেশনটি অ্যাডমিন হিসাবে নতুন করে ওপেন করে |
+Tab | ওপেন টাস্ক খোলা |
+Ctrl+B | নোটিফিকেসন এলাকায় প্রাপ্ত ম্যাসেজ এপ্লিকেশনে সুইচ করে |
+Up arrow | ডেস্কটপ উইন্ডো ম্যাক্সিমাইজ |
+Down arrow | ডেস্কটপ উইন্ডো মিনিমাইজ |
+Left arrow | ওপেন এপ্লিকেশন ম্যাক্সিমাইজ, বা বাম পাশ থেকে ডেস্কটপ উইন্ডো খোলে |
+Right arrow | ওপেন এপ্লিকেশন ম্যাক্সিমাইজ, বা ডান পাশ থেকে ডেস্কটপ উইন্ডো খোলে |
+Home | সকল ওপেন এপ্লিকেশন মিনিমাইজ হয় খালি একটিভ উইন্ডো খোলা বা চালু থাকে |
+Shift+Up arrow | ওপেন এপ্লিকেশন রিসাইজ করে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে |
+Shift+Down arrow | ওপেন এপ্লিকেশন রিসাইজ করে উল্লম্বভাবে এবং মিনিমাইজ করে পুনরায় বা এপলাই ব্যবহার করলে |
+Shift+Left arrow or Right arrow | অন্য এক মনিটর থেকে ডেস্কটপে একটি অ্যাপ্লিকেশন বা উইন্ডো সরায় [ভার্চুয়াল ডেস্কটপের ক্ষেত্র] |
+Spacebar | ইনপুট ভাষা এবং কীবোর্ড লেআউট চেঞ্জ অপসন খোলে, যদি আপনার দুই বা তার বেশি লাঙ্গুএইজ ইনস্টল থাকে তবে কাজ করবে |
+Ctrl+Spacebar | পূর্বে নির্বাচিত ইনপুট পরিবর্তন করে |
+Enter | ন্যরেটর খোলা |
+forward slash (/) | আইএমই reconversion আরম্ভ করে |
+plus (+) or minus (-) | ম্যাগনিফায়ার ব্যবহার করে প্রসারিত বা সংকুচিত করে |
+Esc | ম্যাগনিফায়ার বন্ধ করে |
এই পরিবারের সবার কাছে আমার একটি অনুরোধ অনুসরন করুন কিন্তু অনুকরণ করবেন না।
আমি আমার চিত্রগুলাতে কপিরাইট সিম্বল দিলাম কারণ কিছু
শিক্ষিত বা অশিক্ষিত এই টেকটিউনের ছবি গুলা কে নিজের চিত্র বলে,নিজের Blog /Site টে ব্যবহার করছে।
তাই সকল টিউনার ভাই এর কাছে আমার একটাই অনুরোধ,
নিজের টিউনে ব্যবহৃত চিত্র গুলিতে © টেকটিউন এই সিম্বল ব্যবহার করুন।
এতে ওই শিক্ষিত বা অশিক্ষিত ব্যাটারা সায়েস্তা হবে।
আর যারা টিউনমেন্টে তাদের অসুবিধার কথা বলেন তারা যেন পরে আর একবার টিউনমেন্ট করেন, সাহায্য পেলে বা উপকৃত হলে।
কারণ তাহলে জানা সম্ভব হয় যে সাহায্য করতে পারলাম কিনা।
আমার এই টিউন যদি কারোর খারাপ লেগে থাকে তবে আমি একান্তই দুঃখিত।
আমার কাউকে দুখিত করার কোনো প্রকার উদ্দেশা নেই।
ভালো থাকবেন,ভালো রাখবেন,আর প্রবেলম হলে আমিতো টেকটিউনে আছি।
আজ তবে থাক এইখানেতে এবার আমি আসি,
ফিরতে হবে আবার আমায় কারণ আপনাদের যে ভালোবাসি ।।।।।
আমি অভিষেক হাজরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি অভিষেক , মাইক্রোসফট টেক প্রসেস এ কর্মরত ; ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।
hello brother is there any short cart for taking screen shot of current window ?