বাংলা ভাষায় প্রথমবার উইন্ডোস ১০ কীবোর্ড শর্টকাটের ফলাফল শুধুমাত্র টেকটিউনের পেজে

সুপ্রিয় টেকটিউনস পরিবারের
সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন বাংলা ভাষায় প্রথমবার উইন্ডোস ১০ কীবোর্ড শর্টকাটের ফলাফল, সত্যি কথা বলতে আমরা অনেকেই কীবোর্ড সব শর্টকাট জানিনা, আর তার উপর নতুন নতুন উইন্ডোস আর নতুন নতুন শর্টকাট, কিন্তু কোন শর্টকাট কি কাজ করে যদি না জানি তাহলে কি করে ব্যবহার করবেন।
তাই আমি অভিষেক হাজরা নিয়া এলাম এই প্রথমবার বাংলা ভাষায় উইন্ডোস ১০ কীবোর্ড শর্টকাটের ফলাফল শুধুমাত্র আমার টেকটিউন পরিবারের জন্য, দেখুন, সেভ করে রাখুন কাজে লাগতে বাধ্য।।
ভালো লাগলে প্রিয়তে রাখবেন, শেয়ার করবেন।

অনুসরণ করুন কিন্তু অনুকরণ করবেন না।

Windows logo key বলতে উইন্ডোস লোগো কী বলা হয়েছে

 

যে কী প্রেস করবেন   তার ফলাফল বা কি কাজ করবে
Windows logo key

 স্টার্ট মেনু খোলা বা বন্ধ

Windows logo key+A

 অ্যাকশন সেন্টার খোলা

Windows logo key+B

ফোকাস সিলেক্ট করে নোটিফিকেশন এরিয়াতে

Windows logo key+C
হিয়ারিং মোডে Cortana খোলা
Windows logo key+D

ডেস্কটপএর ডিসপ্লে হাইড বা ওপেন করে

Windows logo key+E

ফাইল এক্সপ্লোরার খোলা

Windows logo key+G
গেমবার খোলা,যখন গেম খেলা হয় XBOX এ বা কোনো ব্রাউসার এ
Windows logo key+H

শেয়ার চারম পেজ খোলা

Windows logo key+I

উইন্ডোস সেটিংস খোলা

Windows logo key+K

কানেক্ট কুইক অ্যাকশন খোলা

Windows logo key+L

আপনার পিসি অ্যাকাউন্ট লক বা সুইচ করে 

Windows logo key+M

সব উইন্ডোজ ছোট করে

Windows logo key+O

লক ডিভাইস ওরিয়েন্টেশন চালু করে

Windows logo key+P

উপস্থাপনা বা বর্ণনা প্রদর্শন মোড নির্বাচন করে

Windows logo key+R

রান ডায়ালগ বক্স খোলা

Windows logo key+S

সার্চ অপসন চালু করে

Windows logo key+T

টাস্কবারে Apps সিলেক্ট অপসন

Windows logo key+U

এক্সেস সেন্টার খোলা

Windows logo key+V

নোটিফিকেসন সিলেক্ট অপসন

Windows logo key+Shift+V
নোটিফিকেসন সিলেক্ট অপসন উল্টো দিক থেকে
Windows logo key+X

কুইক লিংক মেনু খোলা

Windows logo key+Z

ফুল স্ক্রীন মোডে একটি অ্যাপ্লিকেশন মধ্যে উপলব্ধ কমান্ড দেখায়

Windows logo key+comma (,)

সাময়িকভাবে ডেস্কটপ  নির্দেশ দেয়

Windows logo key+Pause

সিস্টেম প্রোপারটিস ডায়ালগ বক্স খোলা

Windows logo key+Ctrl+F

 পিসি জন্য অনুসন্ধান করে (যদি আপনি একটি নেটওয়ার্ক এ থাকেন)

Windows logo key+Shift+M

ডেস্কটপে থাকা উইন্ডোগুলো রিস্টোর করে

Windows logo key+number

টাস্কবারে থাকা অ্যাপ্লিকেশন গুলি চালু করে সংখ্যা বা অবস্থান অনুসারে, যদি অ্যাপ্লিকেশন চালু থাকে  তাহলে অ্যাপ্লিকেশন সুইচ করে

Windows logo key+Shift+number

টাস্কবারে থাকা অ্যাপ্লিকেশন গুলি চালু করে সংখ্যা বা অবস্থান অনুসারে,যদি অ্যাপ্লিকেশন চালু থাকে তাহলে অ্যাপ্লিকেশন পুনরায় বা নতুন করে চালু করে

Windows logo key+Ctrl+number

টাস্কবারে থাকা অ্যাপ্লিকেশন গুলি চালু করে সংখ্যা বা অবস্থান অনুসারে

Windows logo key+Alt+number
টাস্কবারে থাকা অ্যাপ্লিকেশন গুলি সংখ্যা বা অবস্থান অনুসারে অ্যাপ্লিকেশনটির সর্বশেষ সক্রিয় উইন্ডোর ইনফরমেশন শো করে
Windows logo key+Ctrl+Shift+number

টাস্কবারে থাকা অ্যাপ্লিকেশন গুলি সংখ্যা বা অবস্থান অনুসারে অ্যাপ্লিকেশনটি অ্যাডমিন হিসাবে নতুন করে ওপেন করে

Windows logo key+Tab

ওপেন টাস্ক খোলা

Windows logo key+Ctrl+B

নোটিফিকেসন এলাকায় প্রাপ্ত ম্যাসেজ এপ্লিকেশনে সুইচ করে

Windows logo key+Up arrow

ডেস্কটপ উইন্ডো ম্যাক্সিমাইজ

Windows logo key+Down arrow

ডেস্কটপ উইন্ডো মিনিমাইজ

Windows logo key+Left arrow

ওপেন এপ্লিকেশন ম্যাক্সিমাইজ, বা বাম পাশ থেকে ডেস্কটপ উইন্ডো খোলে

Windows logo key+Right arrow

ওপেন এপ্লিকেশন ম্যাক্সিমাইজ, বা ডান পাশ থেকে ডেস্কটপ উইন্ডো খোলে

Windows logo key+Home

সকল ওপেন এপ্লিকেশন মিনিমাইজ হয় খালি একটিভ উইন্ডো খোলা বা চালু থাকে

Windows logo key+Shift+Up arrow

ওপেন এপ্লিকেশন রিসাইজ করে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে

Windows logo key+Shift+Down arrow

ওপেন এপ্লিকেশন রিসাইজ করে উল্লম্বভাবে এবং মিনিমাইজ করে পুনরায় বা এপলাই ব্যবহার করলে

Windows logo key+Shift+Left arrow or Right arrow
 অন্য এক মনিটর থেকে ডেস্কটপে একটি অ্যাপ্লিকেশন বা উইন্ডো সরায়
[ভার্চুয়াল ডেস্কটপের ক্ষেত্র]
Windows logo key+Spacebar
ইনপুট ভাষা এবং কীবোর্ড লেআউট চেঞ্জ অপসন খোলে,
যদি আপনার দুই বা তার বেশি লাঙ্গুএইজ ইনস্টল থাকে তবে কাজ করবে
Windows logo key+Ctrl+Spacebar
পূর্বে নির্বাচিত ইনপুট পরিবর্তন করে
Windows logo key+Enter

ন্যরেটর খোলা

Windows logo key+forward slash (/)

আইএমই reconversion আরম্ভ করে

Windows logo key+plus (+) or minus (-)

ম্যাগনিফায়ার ব্যবহার করে প্রসারিত বা সংকুচিত করে

Windows logo key+Esc

ম্যাগনিফায়ার বন্ধ করে

 

 

এই পরিবারের সবার কাছে আমার একটি অনুরোধ অনুসরন করুন কিন্তু অনুকরণ করবেন না
আমি আমার চিত্রগুলাতে কপিরাইট সিম্বল দিলাম কারণ কিছু
শিক্ষিত বা অশিক্ষিত এই টেকটিউনের ছবি গুলা কে নিজের চিত্র বলে,নিজের Blog /Site টে ব্যবহার করছে।
তাই সকল টিউনার ভাই এর কাছে আমার একটাই অনুরোধ,
নিজের টিউনে ব্যবহৃত চিত্র গুলিতে © টেকটিউন এই সিম্বল ব্যবহার করুন।
এতে ওই শিক্ষিত বা অশিক্ষিত ব্যাটারা সায়েস্তা হবে।
আর যারা টিউনমেন্টে তাদের অসুবিধার কথা বলেন তারা যেন পরে আর একবার টিউনমেন্ট করেন, সাহায্য পেলে বা উপকৃত হলে।
কারণ তাহলে জানা সম্ভব হয় যে সাহায্য করতে পারলাম কিনা।
আমার এই টিউন যদি কারোর খারাপ লেগে থাকে তবে আমি একান্তই দুঃখিত।
আমার কাউকে দুখিত করার কোনো প্রকার উদ্দেশা নেই।
ভালো থাকবেন,ভালো রাখবেন,আর প্রবেলম হলে আমিতো টেকটিউনে আছি।

 

 

আজ তবে থাক এইখানেতে এবার আমি আসি,
ফিরতে হবে আবার আমায় কারণ আপনাদের যে ভালোবাসি ।।।।।

 

 

 

 

Level 2

আমি অভিষেক হাজরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি অভিষেক , মাইক্রোসফট টেক প্রসেস এ কর্মরত ; ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

hello brother is there any short cart for taking screen shot of current window ?

    Windows logo key + print screen button is the best way to take a screen in windows 8, and windows 10, cause it save the image in Screenshots folder, [a sub Folder under picture folder]
    আশা করি উত্তর দিতে পারলাম ,
    ধন্যবাদ আপনার টিউনমেন্টের এর জন্য।

ধন্যবাদ শেয়ার করার জন্য

    ধন্যবাদ আপনার টিউনমেন্টের এর জন্য।
    প্রবলেম হলে বলবেন কিন্তু;
    ধন্যবাদ টেকটিউনের সাথে থাকার জন্য।

বেশ কাজের জিনসি…

    ধন্যবাদ আপনার টিউনমেন্টের এর জন্য।
    প্রবলেম হলে বলবেন কিন্তু;
    ধন্যবাদ টেকটিউনের সাথে থাকার জন্য।

Level 2

থ্যাংকস, প্রিয়তে রাখলাম 🙂