Windows Server থেকে সরাসরি Windows 10 (.iso) হাই স্পিড ডাউনলড

সবাই কে শুভ সকাল।

আমরা যারা Windows Server থেকে সরাসরি Windows 10 ডাউনলড করতে চাই তাদের কে https://www.microsoft.com/en-us/software-download/windows10 থেকে প্রথমে Media Creation Tool.exe ডাউনলড করতে হয় এবং পরে এর মাধ্যমে Windows 10 ডাউনলড হয়।

 

আজ আমি আপনাদের বলব এত ঝামেলা না করে কিভাবে Windows Server থেকে সরাসরি Windows 10 ডাউনলড করা যায়।

কনো Windows PC থেকে Web Browser এর মাধ্যমে Desktop site হিসেবে উপরের লিংক এ গেলে আসলে সেটা Redirect হয়ে Media Creation Tool.exe ডাউনলড করতে বলেএবং পরে এর মাধ্যমে Windows 10 ডাউনলড করতে বলে।

কিন্তু Android/Mac দিয়ে উপরের লিংক এ গেলে সরাসরি ডাউনলড Page এ চলে যায়। বিশ্বাস না হলে আপনার Android Phone থেকে চেষ্টা করে দেখুন।

 

এখন আমরা Windows PC থেকে Web Browser এর মাধ্যমে কিভাবে ডাউনলড করতে তা জানবঃ

আমি Google Chrome ব্যবহার করেছি তাই এটা নিয়া বলছি। প্রথমে Chrome থেকে উপরের লিংক এ জেতে হবে, তারপর F12 চেপে Developer tool এ আসতে হবে।

(অভ্র থাকলে তা Exit করে নিন, তা না হলে F12 চাপলে কাজ হবে না)

তারপর নিচের ছবির মতো ডান পাশে উপরে সার্চ আইকন এর পাশে মোবাইল symbol এ ক্লিক করে Mobile view তে আসেন এবং ডান পাশে Device এর ঘরে Google nexus 6 দেন (আমি দিয়েছিলাম তাই বললাম)।

এর পর ডিসপ্লেক্রিত Web page এ reload করলেই আপনি Direct Download link পাবেন।

তারপর জাস্ট

Select edition:

Windows 10 > confirm

Language: English International > confirm

64/32-bit Download

হাই স্পিড ডাউনলড শুরু হবে।

আমার মতে Direct Windows Server থেকে OS করাই ভাল, Malware এর আশঙ্কা থাকে না।

টেকটিউন এটাই আমার প্রথম টিউন। কারু উপকার হলে ভাল লাগবে।

Level 0

আমি rainbow71। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

konta download korbo 32bit naki 64bit

Level 0

আসিফ ভাই, আপনার PC 64-bit support করলে ওটাই ডাউনলড করেন

Level 0

Windows 10 ডাউনলড হবে .ISO ফাইল আকারে

product key jokhon chabe tokhon ki korbo?

    Level 0

    আমি শুধু ডাইরেক্ট কিভাবে ডাউনলোড করা যায় তাই বললাম।

    আর install করা বা activation সম্পর্কিত বেপারে জানতে এই পোস্ট গুলো পরতে পারেনঃ

    ক্রেডিটঃ সানিম মাহবীর ফাহাদ
    https://www.techtunes.io/windows/tune-id/376689

    ক্রেডিটঃ অভিষেক হাজরা
    https://www.techtunes.io/windows/tune-id/376002

      আপনার [ rainbow71] প্রথম টিউন জন্য প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

      কিন্তু একটা ভুল হলো যে ——-

      ক্রেডিটঃ অভিষেক হাজরা
      https://www.techtunes.io/windows/tune-id/376689

      ক্রেডিটঃ সানিম মাহবীর ফাহাদ
      https://www.techtunes.io/windows/tune-id/376002

      এই লেখাটা হতো।

      ধন্যবাদ টিউনমেন্ট আমদের টিউন রেফের করার জন্য ,
      কোনো অসুবিধা হলে বলবেন ,
      টেকটিউনের পাশে থাকার জন্য ধন্যবাদ।
      আরো ভালো টিউন আশা করছি ।।।

        Level 0

        হায় হায়, ভুল হয়ে গেছে!!!

        correction এর জন্য ধন্যবাদ…

vai ekhane windows 10,KN,N ei option gulo ache..amar prosno holo windows 10 pro ami kivabe download korbo???

Level 0

N version for the European users, K version for the Korean users & those editions do not feature Window Media Player, Music, Video, Sound Recorder and Skype.

Simply download Windows 10 and it contains both Home & Pro edition.

Thanks for commends.

    Level 0

    এটা windows server এ থাকা clean & clear উইন্ডোজ ১০ ।
    আপনার বর্তমান PC যদি জেনুইন Win 7 /8/8.1 হয় তাহলে আপনি এই iso file দিয়েই free তে windows 10 এ update করতে পারবেন।

    আর যদি তা না হয় তাহলে install করার পর সেটা কে জেনুইন করে নিতে হবে।

ami to vai already download korsi. tai ekhon jodi windows 7/8.1 e windows dei tahole ki genuine hobe?

ধন্যবাদ শেয়ার করার জন্য। আমি কিছু দিন আগে উইন্ডোজ ১০(৬৪ বিট) SETUP দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হল আমি কোন ড্রাইভার বিশেষ করে ইন্টেল গ্রাফিক্স ড্রাইভার + অন্যান্য আরও অনেক প্রয়োজনীয় ড্রাইভার SETUP দিতেই পারি নি (setup যে ২ একটা নিয়েছিল কাজ করে নি), যে ড্রাইভার গুলা উইন্ডোজ SETUP এর পর সাধারণত SETUP দিতে হয়। আপনার কি এর কোন সমাধান জানা আছে? জানলে জানাবেন please! আমি HP Pro-Book 450 G1 ল্যাপটপ ব্যবহার করি। আমার CPU : 4702MQ.

আমাকে ইমেইল করতে পারেন (যদি চান) : [email protected]

Level 0

আশ্চর্য ব্যাপার, আমিও HP Pro-Book 450 G1 ল্যাপটপ ব্যবহার করি।
আমার তো ড্রাইভার গুলা SETUP এ কনো সমস্যা হয়নি।
আপনি HP এর Official site থেকে Windows 10 এর জন্য ড্রাইভার গুলা ডাউনলোড করে নিন। আশা করি সমস্যা হবেনা।
লিঙ্কঃ
http://h20564.www2.hp.com/hpsc/swd/public/readIndex?sp4ts.oid=5405166&swLangOid=8&swEnvOid=4192

Audio ও আরও কোনো ড্রাইভার যদি Windows 10 এ না পান তাহলে, Windows 8.1 জন্য জেটা আছে সেটা দিয়ে দেখতে পারেন।
HP এখনো Audio এর জন্য Windows 10 এর ড্রাইভার বের করেনি। আমি Windows 8.1 এর টা দিয়ে চালাচ্ছি , কোনও প্রবলেম হচ্ছে না।
আমার AMD এর 2gb dedicated graphics ড্রাইভার এ সমস্যা করসিল। তাই ওটা Uninstall করেছি। পরে অবশ্য উইন্ডোজ ওটার জন্য আপডেট রিলিজ করে।

আর ড্রাইভার সেটআপ এর আগে উইন্ডোজ এর রিলিজ হওয়া আপডেট গুলা install করে নিবেন।
আশা করি আপনার সমস্যা দূর হবে।

ধন্যবাদ,
এটা কি রিজিউম সাপোর্ট করে?

ভাই, কাল কত কষ্টে নামালাম কিন্তু আজ ইন্সটল করতে গেলে iso ফাইল মিসিং দেখায়, কি করি? 🙁