সবাই কে শুভ সকাল।
আমরা যারা Windows Server থেকে সরাসরি Windows 10 ডাউনলড করতে চাই তাদের কে https://www.microsoft.com/en-us/software-download/windows10 থেকে প্রথমে Media Creation Tool.exe ডাউনলড করতে হয় এবং পরে এর মাধ্যমে Windows 10 ডাউনলড হয়।
আজ আমি আপনাদের বলব এত ঝামেলা না করে কিভাবে Windows Server থেকে সরাসরি Windows 10 ডাউনলড করা যায়।
কনো Windows PC থেকে Web Browser এর মাধ্যমে Desktop site হিসেবে উপরের লিংক এ গেলে আসলে সেটা Redirect হয়ে Media Creation Tool.exe ডাউনলড করতে বলেএবং পরে এর মাধ্যমে Windows 10 ডাউনলড করতে বলে।
কিন্তু Android/Mac দিয়ে উপরের লিংক এ গেলে সরাসরি ডাউনলড Page এ চলে যায়। বিশ্বাস না হলে আপনার Android Phone থেকে চেষ্টা করে দেখুন।
এখন আমরা Windows PC থেকে Web Browser এর মাধ্যমে কিভাবে ডাউনলড করতে তা জানবঃ
আমি Google Chrome ব্যবহার করেছি তাই এটা নিয়া বলছি। প্রথমে Chrome থেকে উপরের লিংক এ জেতে হবে, তারপর F12 চেপে Developer tool এ আসতে হবে।
(অভ্র থাকলে তা Exit করে নিন, তা না হলে F12 চাপলে কাজ হবে না)
তারপর নিচের ছবির মতো ডান পাশে উপরে সার্চ আইকন এর পাশে মোবাইল symbol এ ক্লিক করে Mobile view তে আসেন এবং ডান পাশে Device এর ঘরে Google nexus 6 দেন (আমি দিয়েছিলাম তাই বললাম)।
এর পর ডিসপ্লেক্রিত Web page এ reload করলেই আপনি Direct Download link পাবেন।
তারপর জাস্ট
Select edition:
Windows 10 > confirm
Language: English International > confirm
64/32-bit Download
হাই স্পিড ডাউনলড শুরু হবে।
আমার মতে Direct Windows Server থেকে OS করাই ভাল, Malware এর আশঙ্কা থাকে না।
টেকটিউন এটাই আমার প্রথম টিউন। কারু উপকার হলে ভাল লাগবে।
আমি rainbow71। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
konta download korbo 32bit naki 64bit