কেমন আছে বন্ধুরা?আশা করি সবাই ভালো আছেন।টেকটিউনে এটা আমার ষষ্ঠ টিউন।ভুল হলে মাফ করে দিবেন।আমাদের অনেকেরই গ্রাফিক্স ড্রাইভার ইন্টেল কোম্পানির।এই গ্রাফিক্স ড্রাইভার উইন্ডোজ ৮ বা ৮.১ এ ইন্সটল নেয়না। সাধারণত ৩০০০,৪০০০ এবং ৪৫০০ সিরিজের মাদারবোর্ডে।কিন্তু উইন্ডোজ ১০ রিলিজ হওয়ার পর এই উইন্ডোজেরও একই সমস্যা।গ্রাফিক্স ড্রাইভার ইন্সটল না দিলে উইন্ডোজের ভালো ইন্টারফেস পাওয়া যায়না,গ্রাফিক্স কন্টেন্টও ঠিকমতো কাজ করে না আর গেম তো দূরের কথা।তাই ভালো উইন্ডোজ ইন্টারফেস পেতে হলে আমাদের অবশ্যই গ্রাফিক্স ড্রাইভার ইন্সটল করতে হবে।
১.প্রথমে মাদারবোর্ডের ডিস্ক ডিভিডি রুমে প্রবেশ করান।
২.তারপর SVGA ফোল্ডার হার্ডডিস্কে কপি করে রাখুন।
৩. এবার SVGA ফোল্ডার থেকে Grapichs নামের ফোল্ডার ওপেন করুন
৪.এবার সেখানথেকে igdlh.inf নামের ফাইলটি ওপেন করুন(৬৪ বিট হলে নাম থাকবে igdlh64.inf)
৫.ছবিটিতে [IntelGfx.NTx86.6.0] এর নিচের যে অংশ আছে সেটা কপি করুন
এবার [IntelGfx.NTx86.6.2] এটার নিচে ; no install on win 8 এটা কেটে দিয়ে পেস্ট করুন।
৬.এবার সেভ করুন।
৭.এবার সেটাপ ফাইল ইন্সটল দেন কিন্তু সেটাও দেওয়ার সময় কোন INTEGRITY চেকার এলে
“Install this driver software anyway”সিলেক্ট করুন।
ব্যাস কাজ শেষ।এবার উইন্ডোজ ১০ এ ইন্টেল গ্রাফিক্স এর অসাধারণ ইন্টারফেস ব্যবহার করুন। 😛
কোন সমস্যা হলে ফেসবুকে যোগাযোগ করুন।
আমি ফয়সাল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন