মাইক্রোসফট উইন্ডোস এর লোগো পরিবর্তনের চিত্র

সবাই কেমন আছেন।
আশা করি সকলে ভালোই আছেন।
টেকটিউনের সাথে থাকলে খারাপ কি কেউ থাকতে পারে ?
খারাপ ও ভালো হয়ে যায় টেকটিউনে এলে।
আমার আজকের এই টিউন টি কোনো প্রযুক্তি নিয়া নয়,
তবে প্রযুক্তির ইতিহাস নিয়ে তা তো হেডিং দেখে বুঝেই ফেলেছেন আশা করি।।
পরিবর্তন শব্দটার সাথে পরিচয় নেই,এমন লোক খুঁজে পাওয়া। সত্যি দুস্কর।
কোনো পরিবর্তন ভালো হয়,আর কোনো পরিবর্তন কে আমরা ভালো চোখে দেখিনা।
সে যেই হোকনা কেন সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তিত হয়,আর যে পরিবর্তিত হয়না সে হারিয়ে যায় সময়ের চক্রে,
তাকে খুজতে গেলে ঘাঁটতে হবে ইতিহাসের পাতা।
আর সেই ইতিহাসের পাতা থেকে নিয়ে এলাম আজ, মাইক্রোসফট উইন্ডোস এর লোগো পরিবর্তনের সেই চিত্র।।
আশা করি কোনো বাংলা সাইটে এর আগে কেউ এই ভাবে মাইক্রোসফট উইন্ডোস এর লোগো পরিবর্তনের চিত্র তুলে ধরেনি,
আমরা হয়ত অনেকেই জানি মাইক্রোসফট উইন্ডোস কবে সুরু করে পথ চলা;
কিন্তু ইতিহাস এর সেই ছবি গুলো আজও রয়ে গেছে একপাশে কেউ দেখেনা।
চলুন তবে দেখা যাক। কেমন ছিল সেই সময় মাইক্রোসফট উইন্ডোসের লোগো।

আমি কোন সাল থেকে কোন সাল অবধি ওই লোগো গুলি ব্যবহার হয়েছে  মাইক্রোসফট এর দ্বারা সেটাও লিখেছি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আমার এই টিউন যদি কারোর খারাপ লেগে থাকে তবে আমি একান্তই দুঃখিত।  
আমার কাউকে দুখিত করার কোনো প্রকার উদ্দেশা নেই। 
ভালো থাকবেন,ভালো রাখবেন,আর প্রবেলম হলে আমরা সরি টেকটিউন তো আছে।

আপনাদের টিউনমেন্ট খুবই মূল্যবান আমার কাছে,
তাই সবাইকেই অনুরোধ করছি টিউনমেন্ট করার জন্য।
আর হ্যা নিচের ছবিটা টেকটিউনের টিউন থাম্বনেলের logo পরিবর্তন। 
ভুল হলে ক্ষমা করে দেবেন টেকটিউন বিশেষজ্ঞরা।।

 

 

Level 2

আমি অভিষেক হাজরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি অভিষেক , মাইক্রোসফট টেক প্রসেস এ কর্মরত ; ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খারাপ লাগবে কেন? বেশ ভাল হইছে ভাইয়া 🙂

    দ্বীপ্ত সরকার মহাশয়, ধন্যবাদ টিউনমেন্টর জন্য,ভালো থাকবেন।

    ধন্যবাদ টেকটিউনের সাথে থাকার জন্য।

ভালো কিছু দেখলাম ও জানলাম। ধন্যবাদ শেয়ার করার জন্য।

    কামরান পারভেজ ইভান ধন্যবাদ টিউনমেন্টর জন্য,
    ভালো থাকবেন।
    ধন্যবাদ টেকটিউনের সাথে থাকার জন্য।

    ধন্যবাদ কমেন্টের জন্য
    অনেক অনেক ধন্যবাদ আপনার মতামত দেওযার জন্য
    ভালো থাকবেন , ভালো রাখবেন।
    ধন্যবাদ টেকটিউনের সাথে থাকার জন্য।

    ৮ আর ৮.১ একই লোগো ছিল , তাই Windows ৮.১ নাই।

    তানভীর রানা রাব্বি ভাই , আশা করি তোমার প্রশ্নের উত্তর দিতে পারলাম ,
    ভালো থাকবেন , ভালো রাখবেন।
    ধন্যবাদ টেকটিউনের সাথে থাকার জন্য।

অনেক সুন্দর হইসে ভাই