শুরু করছি সবাইকে সালাম জানিয়ে। আসসালামু আলাইকুম।
উইন্ডোজ ৮ নিয়ে মাইক্রোসফট বেশ আশাবাদী ছিলো। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সে আশা পরিণত হয় হতাশায়। তাই মাইক্রোসফট বাজারে আনে উইন্ডোজ ৮.১। কিন্তু তাও নজর কাড়তে পারেনি। যার ফলে মাইক্রোসফট নতুন অপারেটিং সিস্টেমের অপেক্ষায় ছিলো ব্যবহারকারীরা। আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য না আসলেও উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণ হিসেবে উইন্ডোজ ৯ বেশ ভালোই আলোচনায় ছিল। তবে সবাইকে চমকে দিয়ে উইন্ডোজ ৯ এর পরিবর্তে উইন্ডোজ ১০ অবমুক্ত করেছে মাইক্রোসফট কর্পোরেশন। গত ২৯ জুলাই সেটি অবমুক্ত করা হয়। নতুন এই অপারেটিং সিস্টেমটি খুব দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছে। উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮ ইউজাররা বিনামূল্যেই এটির জেনুইন ভার্সন পাচ্ছে।
উল্লেখযোগ্য ১০ টি ফিচার
১. ফিরে এলো স্টার্ট মেনু: স্টার্ট মেনু না থাকা অনেকের দৃষ্টিতেই উইন্ডোজ এইটের ব্যার্থতার কারণ। তাই এবার আর ভুল করেনি মাইক্রোসফট। নতুন স্টার্ট মেনুটি উইন্ডোজ ৭ আর ৮ এর মিলিত রূপ বলা যেতে পারে।
২. সব ডিভাইসেই চলবে: উইন্ডোজ ১০ এমন ভাবেই ডিজাইন করা হয়েছে যে ৫ ইঞ্চি স্মার্টফোন কিম্বা ৪০ ইঞ্চি ডেস্কটপ সবখানেই একই অপারেটিং সিস্টেম আর একই অ্যাপ চালানো যাবে।
৩. উন্নত টাচ ফিচার: উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম দিয়ে টার্চ নির্ভর উইন্ডোজচালিত ডিভাইসের যাত্রা শুরু। আগের টাচ ফিচারের বেশ কিছু বাগ বা ক্রুটি দূর করে একে সম্পূর্ণ গতিশীল এবং উন্নত মানের সুবিধা যুক্ত করা হয়েছে নতুন অপারেটিং সিস্টেমে।
আঙ্গুলের স্পর্শের সাহায্যে জুম আউট, জুম করা, ক্রল ইত্যাদি করা যাবে খুব সহজে।
৪. কি-বোর্ডের চমৎকার ফিচার: কি-বোর্ডের চমৎকার ফিচারটি সারফেস ট্যাবলেট ব্যবহারকারীদের বেশি কাজে লাগবে। এ ফিচারের ফলে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমচালিত ট্যাবে কি-বোর্ড যুক্ত করলে নোটিফিকেশনে দেখা যাবে ব্যবহারকারী কোন মোডে ডিভাইসটি ব্যবহার করতে চান। ট্যাব নাকি ডেক্সটপ মুডে।
অসাধারণ এ ফিচার সারফেস ডিভাইসের ব্যবহারকারীদের জন্য আর্শীবাদ স্বরুপ। এখন ব্যবহারকারীরা সহজে মুড পরিবর্তন করে ডিভাইসটি ব্যবহার করতে পারবে। আগে যে সুবিধা ছিল না।
৫. ভার্চুয়াল ডেস্কটপ: অনেক সময় কাজের প্রয়োজনের একই সঙ্গে কয়েকটি উইন্ডো ওপেন করার প্রয়োজন হয়। লিনাক্স কিংবা ম্যাকে এ কাজের জন্য ভার্চুয়াল ডেক্সটপ ফিচার আছে। যার সাহায্যে একাধিক উইন্ডো খুলে রাখা যায় আলাদা করে।
কাজ করা সময় যেন মনে হয়ে আলাদা আলাদা মনিটরে কাজ করা হচ্ছে, সেই অনুভুতি হয়। এ রকম সুবিধা নিয়ে হাজির হলো উইন্ডেজ ১০।
ভার্চুয়াল ডেস্কটপ সুবিধারটির সাহায্যে একই সঙ্গে চারটি ডেস্কটপ ওপেন করা যাবে। নতুন অপারেটিং সিস্টেমতে রয়েছে ‘task view’ বাটন। এটির সাহায্যে ভার্চুয়ার ডেস্কটপে পরিনত করা যাবে যে কোনো উইন্ডোকে।
৭. কমান্ড প্রম্পটে কাজ করবে কি-বোর্ড শর্টকাট: বর্তমানে কমান্ড প্রম্পটে কি-বোর্ড শর্টকাট করা করে না। ctrl+ v এবং ctrl+c এর মতো শর্টকাটগুলো কাজ করবে উইন্ডোজ ১০ এর কমান্ড প্রম্পটে। ফলে কমান্ড ব্যবহার করা আরও সহজ হবে যে কোন ব্যবহারকারীদের জন্য।
৮. উন্নত উইন্ডোজ ডিফেন্ডার: উইন্ডোজ ডিফেন্ডারকে করা হয়েছে আগের চেয়ে অনেক উন্নত। এটাকে একটি এন্টিভাইরাসের সাথে তুলনা করা যেতে পারে।
৯. কর্টানা: কর্টানা আপনার উইন্ডোজ ১০ এর পার্সোনাল এসিস্ট্যান্ট। যে বিভিন্ন ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে।
১০. স্টোর: উইন্ডোজ ১০ এর স্টোরে পাবেন মজার মজার সব এপ। উইন্ডোজ ফোনের অ্যাপও চলবে আপনার পিসিতে।
ভালো লাগলে টিউমেন্ট করবেন। সময় পেলে ঘুরে আসবেন আমার সাইটে।
আমি তাওসিফ তুরাবি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Windwos 10 er Kono Apps Install Hocche Na …. Help Please…