Cortana হলো বুদ্ধিমান ব্যক্তিগত সহকারী মাইক্রোসফট দ্বারা নির্মিত [ Application program ], উইন্ডোজ ফোন ও পিসি এর জন্য ।
মানে এমন একটি এপ্লিকেশন যা আপনার ডিজিটালি সকল রিমাইন্ডার জানিয়ে দেবে, এছাড়া ইন্টারনেট এ উপল্পধ নতুন নিউস,
আবহাওয়া, রেস্টুরেন্ট, রাস্তার দিক নির্ধারণ বা মুদ্রার রেট সব বিসয় আপনাকে জানিয়া দেবে।
খালি আপনাকে আপনার পছন্দের DATA গুলি নোট এ সেভ করতে হবে। ব্যাস কর্টানা রেডি।
আমায়ে যেমন রোজ মনে করিয়া দেয় চেক করতে হবে টিউনমেন্ট রোজ সকাল ৮:৩০ - ৮:৩৫ অবধি
Notification যেমন Show করে ।
যেমন হবে পরিবর্তন টা, দেখালাম নিচের ছবিতে
আপনার Microsoft অ্যাকাউন্ট সাইন ইন করতে হবে Cortana ব্যবহারের জন্য ;আপনি Cortana সাথে যোগাযোগ করার জন্য বা ইনপুট দেওয়ার জন্য
মাইক্রোফোন এবং কীবোর্ড ব্যবহার করতে পারেন পারেন। Cortana -র উচ্চারণ আরামদায়ক মনে না হলে, আপনি সেটিংস পরিবর্তন করতে পারেন
এই টিউন টি করতে যারা আমাকে রিকোয়েস্ট করে ছিল তাদের কে ধন্যবাদ। এজাজ ইসলাম,মোঃ আহসান হাবীব এবং কামরান পারভেস ইভান ভাইজানকে এবং সাইবার ঘোস্ট,ভারতীয় বাঙ্গালী অনেক ধন্যবাদ এই টিউনটির জন্য ও পাশে থাকার জন্য। আর দয়া করে সবাই টিউমেন্ট করবেন ভালো না লাগলেও। ব্যক্তিগত মতামত দিবেন [সেটাতো আপনার ব্যক্তিগত ব্যপার দিতেই পারেন,] ভালো লাগবে আর আমার এই টিউন যদি কারোর খারাপ লেগে থাকে তবে আমি একান্তই দুঃখিত। আমার কাউকে দুখিত করার কোনো প্রকার উদ্দেশা নেই। ভালো থাকবেন,ভালো রাখবেন,আর প্রবেলম হলে আমি তো আছি।
আমি অভিষেক হাজরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি অভিষেক , মাইক্রোসফট টেক প্রসেস এ কর্মরত ; ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।
চমৎকার লিখেছেন তো ভাই। আপনার টিউনগুলো কিন্তু অস্থির রকম ভালো হচ্ছে। টেকটিউনসে আপনার মতো আরও টিউনার হলে আমাদের কমিউনিটি আরও এগিয়ে যাবে। আমাদের প্রযুক্তির সুরে মাতিয়ে রাখার জন্য অনেক ধন্যবাদ। তবে আপনার মতো টিউনার নিজের শুদ্ধ নামে লিখলে মনে হয় আরেকটু ভালো হতো। কারন আমাদের এই কমিউনিটি একটি পরিবার। একজন আরেকজনকে নাম দিয়ে চিনবো এটাই কি স্বাভাবিক না?