Cortana কি এবং Cortana সুরু করিবার প্রক্রিয়া

কর্টানা কি ?
খায় না মাথায় দেয়।
জানেন না জেনে নিন কি করে এই কর্টানা বেগম।

 

 

Cortana হলো বুদ্ধিমান ব্যক্তিগত সহকারী মাইক্রোসফট দ্বারা নির্মিত [ Application program ], উইন্ডোজ ফোন ও পিসি এর জন্য ।

মানে এমন একটি এপ্লিকেশন যা আপনার ডিজিটালি সকল রিমাইন্ডার জানিয়ে দেবে,  এছাড়া ইন্টারনেট এ উপল্পধ নতুন নিউস,

আবহাওয়া, রেস্টুরেন্ট, রাস্তার দিক নির্ধারণ বা মুদ্রার রেট সব বিসয় আপনাকে জানিয়া দেবে।

খালি আপনাকে আপনার পছন্দের DATA  গুলি নোট এ সেভ করতে হবে। ব্যাস কর্টানা রেডি।

আমায়ে যেমন রোজ মনে করিয়া দেয় চেক করতে হবে টিউনমেন্ট রোজ সকাল ৮:৩০ - ৮:৩৫ অবধি

Notification যেমন Show করে 

   

Cortana চালু করার জন্য যা যা আপনাকে করেতে হবে তা হলো

প্রথমে  CONTROL PANEL  এ যান, নিচের ছবির মতো
CONTROL PANEL  OPEN হলে Clock, Language, and Region সিলেক্ট করুন, And Press Enter           
নিচের ছবির মতো
Region সিলেক্ট করুন,  Press ENTER            
নিচের ছবির মতো
Change Location সিলেক্ট করুন 
নিচের ছবির মতো দেখতে একটা পেজ খুলবে
  আপনাকে যে যে সেটিংস গুলা চেঞ্জ করতে হবে সে গুলা হলো।
  1. Format ট্যাবে, set format as English (United States)
  2. Home Location ট্যাবে Location ট্যাবে as United States
  3. এবং সর্বশেষে  Administrative ট্যাবে, set Current System Local to English (United States)

যেমন হবে পরিবর্তন টা, দেখালাম নিচের ছবিতে

 

এছাড়াও, উপরোক্ত পরিবর্তন সূক্ষ্ম কাজ করার জন্য আপনার প্রাথমিক প্রদর্শন ভাষা [ Default Language ]  হিসেবে ইংরেজি (মার্কিন যুক্তরাষ্ট্র) সেট করতে হবে

এটি ইনস্টল করা না থাকে তবে ডাউনলোড করে নিতে হবে, Click on add a Language থেকে;
তালিকা থেকে নির্বাচন করুন English (United States) এবং তারপর প্রাথমিক [ Default]  হিসাবে সেট করুন। 
 দেখালাম নিচের ছবিতে

এই সব পরিবর্তন সম্পন্ন করার পরে, আপনার পিসি পুনরায় আরম্ভ করুন. সিস্টেম চালু করার পরে,
আপনি Cortana কে প্রস্তুত পাবেন আপনাকে সহায়তা করার জন্য।

আপনার Microsoft অ্যাকাউন্ট সাইন ইন করতে হবে Cortana ব্যবহারের জন্য ;আপনি Cortana সাথে যোগাযোগ করার জন্য বা ইনপুট দেওয়ার জন্য

মাইক্রোফোন এবং কীবোর্ড ব্যবহার করতে পারেন পারেন। Cortana -র উচ্চারণ আরামদায়ক  মনে না হলে, আপনি সেটিংস পরিবর্তন করতে পারেন

সেটিং টি হলো এই প্রকার  Speech Setting>> set Speech language as English (US)>> click the box saying Use speech pattern for non native speakers of this language.
দেখালাম নিচের ছবিতে
ব্যাস কর্টানা বেগম রেডি আপনার জন্য. press windows button + s = To start Cortana

তবে একটি গুরুত্বপূর্ণ কথা  : If you change your region, you might not be able to shop at Store, or use things you've purchased, like memberships and subscriptions, games, movies, TV, and music in store only . MICROSOFT CORPORATION warning 


এই টিউন টি করতে যারা আমাকে রিকোয়েস্ট করে ছিল তাদের কে ধন্যবাদ।
এজাজ ইসলাম,মোঃ আহসান হাবীব এবং কামরান পারভেস ইভান ভাইজানকে এবং 
সাইবার ঘোস্ট,ভারতীয় বাঙ্গালী অনেক ধন্যবাদ এই টিউনটির জন্য ও পাশে থাকার জন্য।
আর দয়া করে সবাই টিউমেন্ট করবেন ভালো না লাগলেও। 
ব্যক্তিগত মতামত দিবেন [সেটাতো আপনার ব্যক্তিগত ব্যপার দিতেই পারেন,] 
ভালো লাগবে আর আমার এই টিউন যদি কারোর খারাপ লেগে থাকে তবে আমি একান্তই দুঃখিত।  
আমার কাউকে দুখিত করার কোনো প্রকার উদ্দেশা নেই। 
ভালো থাকবেন,ভালো রাখবেন,আর প্রবেলম হলে আমি তো আছি।

এখনকার জন্য

Level 2

আমি অভিষেক হাজরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি অভিষেক , মাইক্রোসফট টেক প্রসেস এ কর্মরত ; ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার লিখেছেন তো ভাই। আপনার টিউনগুলো কিন্তু অস্থির রকম ভালো হচ্ছে। টেকটিউনসে আপনার মতো আরও টিউনার হলে আমাদের কমিউনিটি আরও এগিয়ে যাবে। আমাদের প্রযুক্তির সুরে মাতিয়ে রাখার জন্য অনেক ধন্যবাদ। তবে আপনার মতো টিউনার নিজের শুদ্ধ নামে লিখলে মনে হয় আরেকটু ভালো হতো। কারন আমাদের এই কমিউনিটি একটি পরিবার। একজন আরেকজনকে নাম দিয়ে চিনবো এটাই কি স্বাভাবিক না?

    আমি অভিষেক , মাইক্রোসফট টেক প্রসেস এ কর্মরত ; ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে। একসময় বাংলাদেশে ছিল বাসা , আজ নেই , ১৯৪৬ সাল থেকে কোলকাতা তে আমরা থাকি। তাই আজ ও মন টানে বাংলাদেশের কথা শুনলে।[ যদি ও একবারো যাওয়া হয়নি তবে যাব একবার নিশ্চই।] আর তাই টেকটিউন কে খুব নিজের মনে হয় , আর তাই টেকটিউন এর জন্য কিছু করতে পারলে খুব ভালো লাগে , আজ এই প্রথম কেউ আমাকে টেকটিউন এর পরিবার এর মেম্বার বলে ডাকলো তাই খুব ভালো লাগলো।
    আপনার কমেন্ট এর জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ ,
    আশা করি এবার ও পাশেই থাকবেন দুরে আছি বলে আরো দুরে করে দেবেননা।
    আরো নতুন টিউন এর জন্য রেডি থাকুন।

অসাধারন ভাই আমি US সিলেক্ট করেছিলাম কাজ না হওয়াই UK সিলেক্ট করলাম তারপর কাজ হল। তবে একটা সমস্যা মাইক্রোসফট অ্যাকাউন্ট সব সময় লগইন রাখতে হবে। আচ্ছে ভাই এমন হয়না একবার ভেরিফাই করলাম তার পড় লগআউট করেদিলাম ? আর লগইন অবস্থাই রাখলে পিসি চালু করার সময় পাসওয়ার্ড চাই এই সমস্যার সমাধান করবো কিভাবে পাসওয়ার্ড চাই মাইক্রোসফট মেইল এর টা ? ধন্যবাদ ভাই ।

    pin code use koren….alom bai

      পিন কোড সঠিক বুঝলাম না সালাম ভাই

    প্রবলেম তার জন্য দুখিত , তবে সলভ হয়ে যাবে। অপেক্ষা করুন এর পরের টিউন টা আপনার প্রবলেম নিয়া , রেডি থাকুন , কালকের জন্য। আর অবশ্যই বলবেন যদি অন্য কোনো প্রবলেম থাকে।
    আপনার কমেন্ট এর জন্য অনেক ধন্যবাদ, আলম সাইদ ভাই

Level 0

জানানোর জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

Level 2

Thanks but WP e Cortana kivabe chalabo?

চমৎকার। আপনার টিউন যতো পড়ছি ততোই ভালো লাগছে।

    আপনার কমেন্ট এর জন্য অনেক ধন্যবাদ
    আরো নতুন টিউন এর জন্য রেডি থাকুন।

আপনার টিউন এর জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

    আপনার কমেন্ট এর জন্য অনেক ধন্যবাদ … আপনিও ভালো থাকবেন।

সুপ্রিয় অভিষেক হাজরা,

কর্টানা ম্যাডামের সাথে সবাইকে সুন্দরভাবে পরিচয় করিয়ে দেবার জন্য অনেক ধন্যবাদ।

বাংলাদেশ ভ্রমণের দাওয়াত রইল, আসার আগে জানাতে ভুলবেন না কিনতু 🙂

আপনাকে কি উপহার দেয়া যায় বলুন তো! গায়িকা Zara Larsson ও টলিউডের অঙ্কুশ হাজরা আমার খুব ফেভারিট।

এই নিন্ এইটা
https://www.youtube.com/watch?v=U-PXEe-qeK4
https://www.youtube.com/watch?v=X9TGFNoygkQ

    আরে সাইবার ঘোস্ট যে কেমন আছেন আশা করি ভালই আছেন,
    টিউন টি তো আপনাকে ভেবে করা ,
    আপনি রিকোয়েস্ট করলেন ,আর সেটা আমি ফেলতে কি পারি বলুন ,
    আপনার কমেন্ট এর জন্য অনেক ধন্যবাদ
    আরো নতুন টিউন এর জন্য রেডি থাকুন।
    ভালো থাকবেন,ভালো রাখবেন,আর প্রবেলম হলে আমি তো আছি।

ধন্যবাদ প্রয়োজনীয় ও সুন্দর টিউনটির জন্য!! তৃষ্ঞার মাত্রাটা বেড়ে গেল আরেকটু 🙂