পেন্ড্রাইভ নাই? No Problem, ISO থেকে Windows ইন্সটল দিন সরাসরি। তাও আবার বুট করে

সম্প্রতি অনেকেই  সরাসরি ইন্টারনেট থেকে উইন্ডোজ 10 এ আপগ্রেড করছেন।
অনেকে আবার ISO ফাইল ডাউনলোড করেও আপগ্রেড করছেন।

আমি দ্বিতীয় পক্ষের লোক। যেহেতু উইন্ডোজ প্রায়ই সেটাপ দেওয়া লাগে, আর বারবার ইন্টারনেট লাগিয়ে ১০ / ১২ ঘন্টা বসে থাকার সময় নাই, তাই ভাবলাম ISO ডাউনলোড করাই শ্রেয়।
এই পদ্ধতিতে উইন্ডোজ ইন্সটলেশন প্রকৃয়া আমরা সবাই জানি। তবুও বলে দেই

WintoBotic সফটওয়্যার ওপেন করে আপনার পেন্ড্রাইভ আর ISO ফাইলটা সিলেক্ট করে Do It বাটনে ক্লিক করলেই কাজ হয়ে যাবে।


ব্যাস, এবার কম্পিউটার রিস্টার্ট দিয়ে পেন্ড্রাইভ থেকে বুট করলেই উইন্ডোজ ইন্সটল দিতে পারবেন।

এটা তো সবাই জানি।
কিন্তু ধরেন আপনার কাছে কোন কারনে পেন্ড্রাইভ নাই। অথবা এই টাইপের কিছু।
তখন কি করবেন? Bootable Pendrive হয়, Bootable HDD হয়, Bootable Ishraque হয় 😎 চিন্তা কি? নিচের স্টেপগুলা ফলো করুন।

STEP 1

যে কোন একটা ড্রাইভ NTFS এ ফরমেট করে এটাকে EaseUS Partition Master এর সাহায্যে Logical থেকে Primary তে কনভার্ট করুন।আগে থেকে প্রাইমারিতে থাকলে লাগবে না।

STEP 2

সিডি অথবা ISO ফাইল থেকে
- Boot
- Sources
- Bootmgr
এই তিনটা ফাইল কপি করে ওই ড্রাইভে রাখুন।

STEP 3

এখন উইন্ডোজের CMD অথবা কমান্ড প্রমোট এডমিন ওপেন করুন।

সেখানে নিচের কমান্ডটা কপি পেস্ট করুন।

diskpart
list disk
select disk Y
list partition
select partition X
active
exit
Z:\boot\bootsect.exe /nt60 Z:

 

তার আগে সিলেক্ট ডিস্ক - Y এর জায়গায় আপনার ডিস্ক নাম্বার এবং সিলেক্ট পার্টিশন X এর জায়গায় আপনার ড্রাইভ নাম্বার আর Z এর জায়গায় ড্রাইভ লেটারটা বসিয়ে দিবেন।

যেমনঃ
diskpart
list disk
select disk 0
list partition
select partition 4
active
exit
E:\boot\bootsect.exe /nt60 E:

এখন কম্পিউটার রিস্টার্ট করুন, সরাসরি উইন্ডোজ ইন্সটলেশন ওপেন হবে। দেখে প্রচুর ঝামেলা মনে হলেও আসলে তেমন কঠিন কিছু না।

সেটাপ কমপ্লিট হওয়ার পর প্রথমেই Run এ গিয়ে টাইপ করুন msconfig
এখন Boot অপশনে গিয়ে উইন্ডোজ সেটাপটা ডিলেট করে দিন। নয়তো বারবার স্টার্টের সময় উইন্ডোজ ইন্সটল ওপেন হবে।

অনেকের হয়ত ড্রাইভ ভর্তি, তাই ফরমেট দিতে পারবেন না। সেক্ষেত্রে যে কোন একটা ড্রাইভ থেকে ৩ জিবি কেটে নিয়ে সেটাকে একটা নতুন ড্রাইভ বানান। সেখানে ফাইলগুলা রাখলেই হবে। Partition Master নামে যে সফটের লিংক দিছি, সেটা দিয়েই পারবেন।

 

অনেকের ডিভিডি রোম নাই, আবার ISO ফাইলও নাই। কিন্তু উইন্ডোজ ইন্সটল দিতে চান। তারা Anyburn ডাউনলোড করে অন্য একটা কম্পিউটারে বসে সিডি থেকে ISO বানিয়ে নিতে পারবেন।

আজাইরা প্যাচাল পেরে টিউন লম্বা করার ইচ্ছা আমার নাই। তাই সংক্ষেপে ব্যাক্ষা করলাম।

কোথাও না বুঝলে জানান।  অথবা সরাসরি ফেসবুকে ম্যাসেজ করুন।

 

Level New

আমি Bootable Ishraque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 187 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নতুন একটা পদ্ধতি শিখলাম,, পরবর্তীতে কাজে লাগবে হয়তোবা.
ইনশাল্লাহ্ পরে ট্রাই করে দেখবো,, শেয়ার করার জন্য ধন্যাবাদ……..

সিলেক্ট ডিস্ক – Y
এর জায়গায় আপনার ডিস্ক
নাম্বার এবং সিলেক্ট
পার্টিশন X এর জায়গায়
আপনার ড্রাইভ নাম্বার আর Z
এর জায়গায় ড্রাইভ লেটারটা
বসিয়ে দিবেন। দাদা এই জায়গা গুলি একটু সহজ করে দিলে দাদা খুব উপকার হয়

    ডিস্ক নাম্বার হচ্ছে হার্ডিস্ক নাম্বার। অনেকের দুই তিনটা হার্ডিস্ক, তাদের ক্ষেত্রে কোথায় ইন্সটল করবে ভেবে নিতে হবে। আপনার একটা হার্ডিস্ক থাকলে নাম্বার 0 হবে।

    পার্টিশন নাম্বার মানে ড্রাইভটা কত নম্বরে আছে (যেটাতে ফাইলগুলো রাখছেন)

    আর ড্রাইভ লেটারতো বুঝেনই। C Drive, D Drive ইত্যাদি।

    CMD Open করলেই বুঝবেন। সবকিছুর লিস্ট দেওয়া আছে তো, তাই।

    স্ক্রিনশট দিতে চাইছিলাম। কিন্তু লেখার সাথে সাথে অটো পরের স্টেপে চলে যায় তো, তাই সময় পাওয়া যায় না।

Level 0

শুধু অাপনাকে ধন্যবাদ দেয়ার জন্য লগিন করলাম। খুব সুন্দর লিখেছেন শুধু তাই না যথেষ্ট ইজি করেও লিখেছেন স্টেপ বাই স্টেপ আপনাকে আল্লা আরও শিখার সুযোগ করে দিক। তবে একটা কথা বলা দরকার ছিল যারা উইনডোজ ১০ দিবেন আপনার উপায়ে তারা কিন্তু প্রিভিয়াস ওস ফিরে পেতে বেগ পাবেন কারন ওস ১০ ই শো করে বুটের সময়। এই প্রবলেম তাদের হবে যারা দেখবে ১০ ওস দেখতে কেমন অন্য ড্রাইভে বাট বর্তমান ওস ডিলিট না করে। আমি EasyBCD দিয়ে প্রবলেমটা ঠিক করলাম। যাই হোক ভালো হয়েছে অনেক।

🙂

Level 0

thanxxxxxxxxxxxxx.very nice post.

অনেক কাজের। ধন্যবাদ

প্রিয়তে নিলাম, কোন তুলনা হয়না, ধন্যবাদ।

Hey.. Thanks. Notun kicu janlam.

”EaseUS Partition Master”

File Blocked for Violation.

thanx….
New trick.. nice post.

Level 0

Valo laglo

video Ta Dile Kushi hotam…………

প্রিয়তে রাখলাম, ধন্যবাদ।

Level 0

portion master download hoyna……..

Thanks…

সিডি অথবা ISO ফাইল থেকে
– Boot
– Sources
– Bootmgr
ভাই এই তিনটা ফাইল তো পাইলাম না। শুধু ISO ফাইলটা আছে….

    ISO ফাইলটা explorar দিয়ে ওপেন করুন, অথবা Winrar দিয়ে এক্সট্রাক্ট করুন।

xboot er kaj paro?