মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ-১০ ব্যবহারকারীর গোপন ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রযুক্তি সাংবাদিক এবং ব্লগাররা এ অভিযোগ তুলেছেন।
উইন্ডোজ-১০ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ার মাত্র দুই দিনের মাথায় এক কোটি ৪০ লাখ বার ডাউনলোড করা হয়েছে। এ ছাড়া, উইন্ডোজ-১০’কে অনেকেই বিস্ময়কর, অনবদ্য ও দারুণ বলে টিউমেন্ট করতে শুরু করছেন। উইন্ডোজ-১০’কে নিয়ে আরো অনেক প্রশংসাসূচক শব্দ বা বাক্যও শোনা যাচ্ছে। এর আগের যেকোনো সংস্করণের চেয়ে নতুন এই উইন্ডোজ অনেক বেশি গতি সম্পন্ন, আরামদায়ক এবং ব্যবহার বান্ধব বলেও টিউমেন্ট শোনা গেছে।
কিন্তু জনপ্রিয় এ নতুন অপারেটিং সিস্টেমের ডিফল্ট বা অন্তর্নিহিত অপরিহার্য ব্যবস্থা হিসেবে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে উইন্ডোজ-১০। বিজিআর নিউজের জাক এস্টেইন বলেন, যে সব ফিচারকে প্রাইভেসি-বিরোধী বলে মনে করা হচ্ছে তা উইন্ডোজ-১০’-এর ডিফল্ট বা অপরিহার্য হিসেবে সংযুক্ত রয়েছে। মাইক্রোসফটের ইমেইল সেবাদানকারী সংস্থা আউটলুকের একাউন্টের মাধ্যমে উইন্ডোজ ১০ ব্যবহার করতে সাইন ইন করতে হয়। এতে ব্যবহারকারীর ইমেইল, কন্টাক্ট এবং ক্যালেন্ডারের সব ডাটা পড়ার সুযোগ পেয়ে যাচ্ছে মাইক্রোসফট। নিজ ব্লগে এ বিষয়ে লিখেছেন, ওয়েব ডেভপলার জনাথন পোর্টা। উইন্ডোজ ১০-এর প্রাইভেসি-বিরোধী ডিফল্ট তাকে সত্যিই বিস্মিত করেছে। এ ছাড়া তিনি আরো জানান, ব্যবহারকারীরা অবস্থান এবং অবস্থান-বিষয়ক ইতিহাসও হাতিয়ে নিচ্ছে এ অপারের্টিং ব্যবস্থা।
তিনি আরো বলেন, প্রাইভেসি-বিরোধী এ ব্যবস্থাকে ডিজএবল বা অকার্যকর করতে হলে অন্তত ১৩টি আলাদা স্ক্রিন এবং পৃথক ওয়েবসাইটকে অকার্যকর করতে হবে।
সূত্র
সবাইকে আমাদের বাংলা ব্লগ সাইটে লেখার আমন্ত্রন জানাচ্ছি।
ফেসবুক পেইজে লাইক দিতে ভুলবেন না।
আমি আলআমিন রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সবাইকে তথ্য ও প্রযু্ক্তি বিষয়ক YouTube চ্যানেলে স্বাগতম। সবাইকে আমার চ্যানেলে Subscribe করে যুক্ত থাকার আমন্ত্রন জানাচ্ছি। My Channel - youtube.com/erait
‘প্রাইভেসি-বিরোধী এ ব্যবস্থাকে ডিজএবল বা অকার্যকর করতে হলে অন্তত ১৩টি আলাদা স্ক্রিন এবং পৃথক ওয়েবসাইটকে অকার্যকর করতে হবে।’ – প্রযুক্তি জ্ঞানহীন ম্যাংগো পাবলিক মানে আম জনতা কি ভাবে তা পারবে সে বিষয়ে জ্ঞান দিতে এগিয়ে আসুন টেকটিউনস। এটাই কামনা। ভাল কথা খবরটি প্রথমে পড়েছিলাম রেডিও তেহরানের ওয়েবসাইটে।