জানালা ১০ এর জন্য রিজার্ভ করেছেন কিন্তু এখনো আপডেট আসেনি! এখনই করে ফেলুন ঝটপট

গত বছরে  ২০১৪ সালের ১৪-ই সেপ্টেম্বর উন্ডোজের সর্বশেষ সংস্করণ উইন্ডোজ ১০ উন্মোচিত হয় এবং এই বছরের ২৯ শে জুলাই মাইক্রোসফট এর উদ্ভাবিত উন্ডোজের সর্বশেষ সংস্করণ উইন্ডোজ ১০ সবার জন্য উন্মুক্ত করে দেয়। কিন্তু  আমাদের সকলের প্রত্যাশিত উইন্ডোজ ১০ রিলিজ হলেও অনেকে রিসার্ভ করেও এখনো আপডেট এর নোটিফিকেশন পাননি।আমিও নিজেই প্রথমে পাইনি কিন্তু এখন সেই সমস্যার সমাধান পেয়েছি।তাই আপনারাও নিয়ে নিন আপডেট এর সমস্যার সমাধান।

প্রথমেই উইন্ডোজ কি সাথে এক্স বাটন একসাথে চাপুন। যেমনঃ (Windows + X)

তারপরেই Command Prompt (Admin) লিখাটা খুজে বের করুন এবং কিল্ক করুন।

তারপরেই এই লেখাটা কপি করে পেস্ট করুন wuauclt.exe /updatenow 

কিছু সময় অপেক্ষা করুন।এখন উইন্ডোজ আপডেট এ গিয়ে "চেক আপডেট নাউ" দিন।

 তারপর দেখুন কাজ হচ্ছে কিছু ফাইল ডাউনলোড হবে এবং ইন্সটল হবে।

কাজ শেষ।

কোন প্রকার  সমস্যা হলে সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। ভাল থাকবেন।

উইন্ডোজ ১০-এর কথা প্রথম আভাস দেয়া হয় সফটওয়্যার ও ওয়েব ডেভেলপারদের জন্য ২০১৪ সালের এপ্রিলে অনুষ্ঠিত মাইক্রোসফটের বার্ষিক বিল্ড সম্মেলনে। উইন্ডোজ ১০ এর লক্ষ্য মূলত ব্যবহারকারীর নিজস্ব পছন্দনীয় শর্টকামিংগুলি সঠিক ব্যবস্থা করা, যা প্রথম উইন্ডোজ ৮-এর মাধ্যমে পরিচয় করানো হয়েছিলো। এটির সাথে অতিরিক্ত মেশিন যোগ করার মাধ্যমে ডেস্কটপ কম্পিউটার ও ল্যাপটপের মত টাচস্ক্রিন নয় এমন ডিভাইসে ব্যবহারকারী অভিজ্ঞতা উন্নয়ন করা হয়েছে। এতে আরও রয়েছে উইন্ডোজ স্টোরের অ্যাপ রান করার ক্ষমতা।

Level 0

আমি মোঃ রাজিব রজ্জব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

jibonre   
Level 2

https://www.techtunes.io/windows/tune-id/375653 এই টিউন তা একবার দেখো। এক টপিক তাই নয় কি…
আগাম ধন্যবাদ রইলো রিপ্লাই দেবার জন্য।

ভাই আমি দুঃখিত এইরকম পোষ্ট আগে পাবলিশ করা হয়েছে আমার নজরে না আশার জন্য

thanks. তবে এ নিয়ে আগে টিউন হয়েছে

    Level 0

    Vi amr download howyar por jkon install hbe tokon error dcce….problem ta aktu bolte parben !