এত্তদিন অপেক্ষার পর অবশেষে উইন্ডোজ ১০ পিসি তে upgrade করলাম।দারুন সব ফিচার নিএ সাজিয়েছে,আগে থেকেই সুনে আসছিলাম উইন্ডোজ ১০ কে তারা বর্তমান সময়ের সবচেয়ে সেরা OS হিসেবে সবার সামনে আনতে জাচ্ছে... তাই সবাই তাকিয়ে ছিল উইন্ডোজ ১০ এর দিকে এবং Microsoft তার সবকিছু ঢেলে সাজিয়েছে।তো যেদিন উইন্ডোজ ১০ রিলিজ হল ঠিক অইদিন রাতে সেট আপ দেয়ার অরথাত উইন্ডোজ ১০ এ আপগ্রেড দেয়ার চিন্তা করলাম এবং দীর্ঘ প্রায় সারে তিন ঘণ্টা অপেক্ষার পর উইন্ডোজ ১০ আপগ্রেড করলাম.. তো সবকিছু ঠিক ছিল বাট প্রব্লেম হল C drive এর জাইগা। দেখি মাত্র ১০ gb এর মত ফাখা আছে... এবং খেয়াল করলাম পিসি একটু স্লও হয়ে যাচ্ছে তো খুজতে খুজতে C drive এ গিএ দেখি windows.old নামের একটা ফোল্ডার তইরি হয়ে আছে।।তো বুজতে পারলাম এটার কারনে ই সব প্রব্লেম যখন ফোল্ডার টি কাটতে গেলাম দেখি কাটা যাচ্ছে না
তো এরপর খুজে পেলাম কি করতে হবে, তো জারা জারা আমার মত প্রব্লেম এ আছেন আমার টিউন টি সুন্দর মতো অনুসরন করুন
প্রথমে :
ask me anything / অর্থাৎ windows icon এর পাসে যে সার্চ বক্স টি আছে ওইটায় disk cleanup লিখুন এখন ঠিক নিচের ছবির মতো দেখতে পাবেন
এখন এই টাই ক্লিক করে ওপেন করুন এরপর নিচের ছবির মতো দেখতে পাবেন
এইটাই এবার OK ক্লিক করুন একটু অপেক্ষা করার পর নিচের ছবি দেখতে পাবেন
এখন এদিক অদিক না তাকিয়ে OK ক্লিক করুন
একটু অপেক্ষা করার পর প্রথম বারের মতো আবার শুরু হবে
এখন আবার আগের মতো ক্লিক করে অপেক্ষা করুন
কিছুক্ষন পর এবার আগের বক্স টি আবার দেখাবে এখানে একটু খেয়াল করে সব গুলো Mark করতে হবে অর্থাৎ টিক চিনহ দিতে হবে এবং তির চিনহ দেয়া অনুসারে CLEAN UP SYSTEM FILES এ ক্লিক করুণ আশা করি এখন আর windows.old ফোল্ডার টি আর আপনার পিসি এড় C DRIVE এ থাকবে না আর যদি থেকে যায় নরমাল ভাবেই এবার windows.old ফোল্ডার টি কাট তে পারবেন
কোন প্রব্লেম হলে টিউমেন্ট করে জানাবেন ...
প্রজুক্তি বিষয়ে আর জানতে আমার ফেসবুক পেজ টি তে ঘুরে আসতে পারেন
https://www.facebook.com/PcmobileSolutiontips
আমি অপূর্ব দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দিলাম। দেখি ২৫ জিবি ডিলিট হচ্ছে। এবং একটি মেসেজ আসল” পারমানেন্টলি ডিলিট করলে আর পাওয়া যাবে না” ও কে দিলাম।