উইন্ডোজ ১০ ডাউনলোড এবং ইনস্টলেশন শেষে এবার সারা জীবনের জন্য একটিভেট করে নিন। সচিত্র বর্ণনাসহ A-Z মেগাটিউন! সাথে ISO ডাউনলোড লিংক তো আছেই!!

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা
————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সদ্য রিলিজ হওয়া উইন্ডোজ ১০ এর পারমানেন্ট একটিভেশন সম্পর্কিত আমার আজকের টিউন।

উইন্ডোজ ১০ রিলিজ হওয়ার পরেই ডাউনলোড এর ধুম পড়ে গেছে। অনেকেই এর মাঝে ডাউনলোড এবং ইনস্টল করে বসে আছে। কিন্তু বাংলার মানুষ যতো আগেই ডাউনলোড এবং ইনস্টল করুক না কেন এখনো কিন্তু তারা সেই ট্রায়াল ভার্সনেই পড়ে আছে। টেকটিউনসে আজকের উইন্ডোজ ১০ এর ডাউনলোড নিয়ে যতো টিউন করা হয়েছে সেগুলোর টিউমেন্ট সেকশন দেখলে বুঝা যায় ট্রায়াল নিয়েও অনেকে বিভ্রান্ত! উইন্ডোজ চালু হওয়ার পরে একটিভেশন উইন্ডো আসলেও অনেকের পিলে চমকে যায়! যাহোক, সমস্যা যেখানে আছে সমাধান সেখানে থাকবেই। আর টেকটিউনস যে দেশে আছে সেখানে প্রযুক্তি বিষয়ক সমস্যা থাকার তো প্রশ্নই আসে না। আজ টেকটিউনসের এই নগন্য টিউনার আপনারকে বিনামূল্যে সারা জীবনের জন্য উইন্ডোজ ১০ একটিভেশনের প্রক্রিয়া দেখাবে। তবে টিউনার খুব ভালো করেই জানেন যে টেকটিউনসে অভিজ্ঞরা যেমন আছে ঠিক তেমনি অ্যামেচারও অনেকে আছে। সুতরাং আজকের টিউনে উইন্ডোজ ১০ একটিভেশনের দুটি পদ্ধতি দেখানো হবে। যার কাছে যেটা সহজ মনে হবে সে সেটা করবে।

উইন্ডোজ ১০ – পারমানেন্ট একটিভেশন

আমরা উইন্ডোজ ১০ কে আজ দুইভাবে একটিভেট করার প্রক্রিয়া দেখাবো। প্রথম প্রক্রিয়ায় থাকবে কমান্ড প্রম্পট ব্যবহার করে উইন্ডোজ ১০ একটিভেশন এবং দ্বিতীয় প্রক্রিয়ায় থাকবে মাইক্রোসফট KMS (Key Management Server) হ্যাকিং সফটওয়্যার দিয়ে একটিভেশন। আমরা যেহেতু মাইক্রোসফট KMS ব্যবহার করে উইন্ডোজ একটিভেট করবো সেহেতু উইন্ডোজ সিকিউরিটির জন্য এই KMS এর Meaning মজা করে Kill My Self বললেও বলতে পারেন। যাহোক, যে প্রক্রিয়াতেই উইন্ডোজ একটিভেট করেন না কেন আপনার প্রয়োজন হবে উইন্ডোজ ১০ এর অরিজিনাল সিরিয়াল নাম্বার। চিন্তার কিছু নেই, নিচের সারণী হতে আপনার উইন্ডোজ ১০ এর ভার্সন অনুযায়ী যার যে সিরিয়াল প্রয়োজন বেছে নিতে পারেন।

Operating System EditionKMS Client Setup Key
Windows 10 HomeNKJFK-GPHP7-G8C3J-P6JXR-HQRJR
Windows 10 ProfessionalW269N-WFGWX-YVC9B-4J6C9-T83GX
Windows 10 Professional NMH37W-N47XK-V7XM9-C7227-GCQG9
Windows 10 EnterpriseNPPR9-FWDCX-D2C8J-H872K-2YT43
Windows 10 Enterprise NDPH2V-TTNVB-4X9Q3-TJR4H-KHJW4
Windows 10 EducationNW6C2-QMPVW-D7KKK-3GKT6-VCFB2
Windows 10 Education N2WH4N-8QGBV-H22JP-CT43Q-MDWWJ
Windows 10 Enterprise 2015 LTSBWNMTR-4C88C-JK8YV-HQ7T2-76DF9
Windows 10 Enterprise 2015 LTSB N2F77B-TNFGY-69QQF-B8YKP-D69TJ

আপনি যদি উইন্ডোজ ১০ নতুন করে ইনস্টল দেন তাহলে উপরের দেওয়া সিরিয়াল নাম্বারগুলো ব্যবহার করে উইন্ডোজ ইনস্টল করুন। না হলে পরবর্তি একটিভেশনে ঝামেলা হতে পারে। এই সিরিয়ালগুলো দিয়েই আমরা উইন্ডোজ ১০ এর পারমানেন্ট একটিভেশন দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক।

উইন্ডোজ ১০ – কমান্ড প্রম্পট এর সাহায্যে একটিভেশন

এই প্রক্রিয়াটা মূলত অভিজ্ঞদের জন্য কিংবা যারা অজানাকে জানতে উৎসুক তাদের জন্য। এই প্রক্রিয়ায় যেকোন ভার্সনের উইন্ডোজ ১০ একটিভেট করা যাবে। আমি আমার উইন্ডোজ ১০ প্রো ৩২ বিট ইনস্টল করে দেখাচ্ছি। আপনারা আপনাদের মতো করে একটিভেট করবেন। একটিভেশন প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ দেখানো হলো। আশা করি মনযোগ সহকারে দেখবেন এবং নিজে সফলভাবে করবেন।

  • প্রথমে স্টার্ট মেনু হতে কমান্ড প্রম্পটটি এডমিন হিসাবে রান করুন।

  • এবার কমান্ড প্রম্পটি নিচের মতো চিত্র দেখতে পারবেন।

  • এবার টিউন থেকে slmgr /ipk W269N-WFGWX-YVC9B-4J6C9-T83GX লেখাটি কপি করুন। এখানে দেখুন লাল চিহিৃত অংশটি হলো সিরিয়াল নাম্বার। আপনি যে ভার্সনটি একটিভেট করতে চান উপরের সারণী হতে সেই ভার্সনের সিরিয়াল নাম্বার এখানে বসাতে হবে। এবার কপি করা লেখাটি কমান্ড লাইনে পেস্ট করুন এবং এন্টার চাপুন। কিছুক্ষণ অপেক্ষা করুন তাহলে নিচের মতো সাক্সেসফুল উইন্ডো আসবে।

  • এবার টিউন থেকে slmgr /skms kms.xspace.in লেখাটি কপি করুন এবং কমান্ড লাইনে পেস্ট করুন এবং এন্টার চাপুন। কিছুক্ষণ অপেক্ষা করুন তাহলে নিচের মতো সাক্সেসফুল উইন্ডো আসবে।

  • এবার টিউন থেকে slmgr /ato লেখাটি কপি করুন এবং কমান্ড লাইনে পেস্ট করুন এবং এন্টার চাপুন। কিছুক্ষণ অপেক্ষা করুন তাহলে নিচের চিত্রের মতো উইন্ডোজ একটিভেশন সাক্সেসফুল দেখাবে।

  • এতো সহজেই একটিভেশন কমপ্লিট হতে পারে এটা বিশ্বাস না হলে কম্পিউটার এর প্রোপাটিস বের করুন এবং দেখুন উইন্ডোজ একটিভেট হয়েছে। এতো দামী উইন্ডোজ সহজেই একটিভেট করে দিলাম, আমার জন্য তাহলে কী থাকছে?

এই সহজ প্রক্রিয়াটাও যদি আপনাদের বোধগম্য না হয় তাহলে আপনার জন্য রয়েছে আরও এক পদ্ধতি। এটা পানির মতো সহজ কারন এর সাথে রয়েছে বরাবরের মতো আমার দেওয়া মেডিসিন ফাইল। যেটা দিয়ে এমন কোন রোগ নেই যেটা ছাড়েনি। আজও তার ব্যতিক্রম হবে না আশা করি।

উইন্ডোজ ১০ – মেডিসিন ফাইলের সাহায্যে একটিভেশন

এবার উইন্ডোজ ১০ এর জন্য এখানে ক্লিক করে মেডিসিন ফাইলটি ডাউনলোড করে নিন। তারপর সেটাকে এডমিন হিসাবে রান করুন। নিচের চিত্রের মতো উইন্ডো দেখতে পাবেন। এবার জাস্ট একটিভেট উইন্ডোজ বাটনে ক্লিক করুন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন। তাহলেই দেখবেন উইন্ডোজ একটিভেট হয়ে গেছে।

আশা করছি এই টিউন যারা পড়ছেন তারা সবাই উইন্ডোজ ১০ সফলভাবে একটিভেট করতে পেরেছেন। ভবিষ্যতেও কোন প্রকার সমস্যা ছাড়ায় একটিভেট করতে পারবেন বলে আশা রাখি। টিউনটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করার মাধ্যমে সবাইকে বিষয়টা জানার এবং উইন্ডোজ সহজভাবে একটিভেট করার সুযোগ করে দিন।

উইন্ডোজ ১০ - সব ভার্সন ডাউনলোড লিংক

উইন্ডোজ ১০ তো একটিভেশনের সিস্টেম দেখালাম কিন্তু অনেকের কাছে হয়তো উইন্ডোজ ১০ এর ISO ফাইলটাই নাই। টিউনটি পাবলিশড করার পরে ফেইসবুকে কয়েকজন আমার কাছে ডাউনলোড লিংক চেয়েছেন। তাই টিউনে ডাউনলোড লিংক দিয়ে দিলাম। ফাইলগুলো আমার নিজের আপলোড করা না। ওনহেক্স নামের একটা ওয়েব সাইট হতে লিংক গুলো সংগ্রহ করেছি। তাদের দাবি লিংকগুলো মাইক্রোসফট প্রদত্ত। তাই ডাউনলোড নিয়ে আপাততো ভাবতে হবে না।

অফিশিয়াল ডাউনলোড লিংক

উইন্ডোজ ১০ সংস্করণ৩২ বিট এর জন্য৬৪ বিট এর জন্য
Windows 10 Homeঅফিশিয়াল ডাউনলোড টুল / Mirrorঅফিশিয়াল ডাউনলোড টুল / Mirror
Windows 10 Proঅফিশিয়াল ডাউনলোড টুল / Mirrorঅফিশিয়াল ডাউনলোড টুল / Mirror
Windows 10 Enterpriseঅফিশিয়াল ডাউনলোড পেইজ

ডাইরেক্ট ডাউনলোড লিংক

উইন্ডোজ ১০ সংস্করণ৩২ বিট এর জন্য৬৪ বিট এর জন্য
Windows 10 Homeঅফিশিয়াল ডাউনলোড টুল ব্যবহার করুনঅফিশিয়াল ডাউনলোড টুল ব্যবহার করুন
Windows 10 Proঅফিশিয়াল ডাউনলোড টুল ব্যবহার করুনঅফিশিয়াল ডাউনলোড টুল ব্যবহার করুন
Windows 10 EnterpriseDownload (2.72 GB)Download (3.67 GB)

বি.দ্র: ডাউনলোড টুলটি মাইক্রোসফট এর অফিশিয়াল ডাউনলোড টুলস। সুতরাং এটি নিয়ে বেশি দুঃচিন্তা করতে হবে না। তো নিশ্চিন্তে ডাউনলোড করতে থাকুন। যারা টরেন্ট থেকে ডাউনলোড করতে পারবেন তারা নিচের টরেন্ট ডাউনলোড লিংকগুলো ব্যবহার করতে পারেন।

টরেন্ট ডাউনলোড লিংক

উইন্ডোজ ১০ সংস্করণ৩২ বিট এর জন্য৬৪ বিট এর জন্য
Windows 10 HomeDownload (2.93 GB)Download (3.81 GB)
Windows 10 ProDownload (2.94 GB)Download (3.79 GB)
Windows 10 EnterpriseDownload (2.72 GB)Download (3.67 GB)
Windows 10 EducationDownload (2.72 GB)Download (3.67 GB)

উইন্ডোজ ১০ সম্পর্কে আরও এক্সক্লুসিভ সব তথ্য জানতে দেখুন

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর টিউনটিকে মৌলিক মনে হলে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন দিতে ভুলে যাবে না যেন। সর্বশেষ যে কথাটি বলবো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ

➡ ইমেইলে আমার সকল টিউনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুনঃ টেকটিউনস » সানিম মাহবীর ফাহাদ 🙄

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ami gotokal activate koresi win10 home Single Language 64 bit. Tuner jonno dhonnobad.

ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাল লাগল …।

Enterprise ki sarajiboner jonno naki 90 days ?

Enterprise evaluation version কি এই পদ্ধতিতে বা অন্য কোণ kms software দিয়ে active হবে?

আমি Enterprise ব্যবহার করি।

    একটিভ করে দেখুন, হওয়ার সম্ভবনা ৯৯%। আমি যেহেতু এন্টারপ্রাইজ একটিভ করিনি তাই বলতে পারছি না। বেশিক্ষণ তো লাগবে না। কাজ করে কিনা দেখে জানাবেন প্লিজ?

eita one year er jonno activation process..
command prompt(administrator) e “slmgr /xpr” ei code ta die enter dile expiration date dekhte parben.

    বিষয়টা জানতাম না। ধন্যবাদ ইমরান হোসেন রনি ভাই। কিন্তু যে একটিভেটর দিয়েছি সেটা দিয়ে তো সারাজীবন ব্যবহার করা যাবে, তাইনা?

কী যে বলব বুঝতেছিনা! এবারের টিউমেন্টের কথাটা নাহয় আপনি আমার হয়ে লিখে নিন!!!!!

ভাই আমি Windows 10 Home ইনস্টল করেছি আপনার মেডিসিন এবং হাতের প্রক্রিয়া কোনটাই কাজ হচ্ছেনা । এইটার কি solution আছে?

    হোম এর জন্য যে সিরিয়াল সেটাই কি ব্যবহার করছিলেন? নাকি টিউনে দেওয়া প্রো ভার্সনের টা দিছেন? একটিভেট না হওয়ার কোন কারন নেই!

Level 0

windows er 4 ti version eksathe payoa jabe na ???

    টরেন্টে পাওয়া যাবে। খুঁজে দেখতে পারেন।

      Level 0

      torrent e peyechi kintu size 4 gb er besi …… kon version ta valo hobe enterprize naki pro ???? oi 2to version er 32-64 eksathe 4 gb er moddhe kono file ache ???

        টরেন্টে আলাদা আলাদা ভাবে আরও ছোট ফাইল পাবেন। শুধু একটু খুঁজে দেখতে হবে। আর এন্টারপ্রাইজ ভার্সন সবচেয়ে ভালো হবে। তবে আমি আপনাকে প্রো ভার্সন রিকমেন্ড করবো।

          Level 0

          enterprize valo kintu PRO recommend korchen …karon ta bujlam na ….. jodi bolen to valo hoy ……….

            এন্টারপ্রাইজে কিছুটা সমস্যা ফেইস করছি। আমি এন্টারপ্রাইজ চালাচ্ছি। খুব শীঘ্রই প্রো তে চলে যাবো। তাই আপনাকে প্রো সাজেস্ট করছি।

          Level 0

          vai ami x86 er windows 10 er pro and home torrent diye try korsi download er … ….65% er por ar hosche na…. apnr link theke torrent download kore ei obostha…. ektu help korben plz…. ….

        https://www.techtunes.io/windows/tune-id/375870 এই টিউনে জে পিডিএফ ফাইলটা আছে , সেটা ডাউনলোড করে দেখুন , তফাৎ বুঝতে পারবেন । আর অল-ইন-ওয়ান ভার্সন এর সাইজ তো একটু বেশিই হবে ।

এত সুন্দর টিউন করার জন্য আনেক ধন্যবাদ। আসলে আমি একটা বিষয় এখনো বুজতে পারছিনা। সেটা হল সবাই Win 10 upgrade করার জন্য ব্যস্ত। আমার পক্ষে win 10 upgrade করা (Slow net এর কারণে) সম্ভব নয়। এখন আমি যদি আপনার দেয়া Link থেকে ISO file download করে install করি তাহলে কি Win 10 full version পাওয়া যাবে?? অথ্যাৎ আপগ্রেড করলে যে সুবিধা পাওয়া যায় তা সব পাবো কিনা?? নাকি কোন ফাইল missing থাকবে???

    আমার মতে আপগ্রেড এর চাইতে ফ্রেশ ইনস্টল করা অনেক বেশি ভালো। সুতরাং এখান থেকে ডাউনলোড করে ফ্রেশলি ব্যবহার করুন। অবশ্যই নিশ্চিন্তে! ধন্যবাদ 🙂

আজ সকালে ডাউনলোড় করছিলাম 10 Home । activator পাইনি তাই ইনস্টল দেইনি। কালকে ইনস্টল দিবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান।

official download tool dia namaila ke ame iso file pabo na ke auto install hoia jaba . karon ame bothable korta chai pendrive a …

Level 0

খুব কাজে লাগবে। সরাসরি প্রিয়তে। ভালো থাকবেন, ধন্যবাদ।

আগে ধন্যর বস্তা সাথে একটা ফ্রিজ নেন, এখন টিউন টা প্রিয়তে নিয়ে পইড়া লই।

ফাহাদ ভাইকে! অনেক অনেক ধন্যবাদ। ভাইজানের মাধ্যমে অনেক উপকৃত হয়েছি। তবে টেকটিউনসে লগইন হতে বার বার সমস্যায় পড়ি বিধায় ধন্যবাদ জানাতে পারিনা। আশা করি সামনে আর এমন হবেনা।

    আমার টিউনে প্রথম টিউমেন্টের জন্য ধন্যবাদ। আশা করি সামনের দিনগুলোতে টেকটিউনসের সাথেই থাকবেন।

ভাই আমি যদি উইনডোস প্র নামাই অফিশিয়াল টুল থেকে তাহলে আমি কি Iso ফাইল পাবো?
এবং ক্ষমা চেয়ে নিচ্ছি, আশা করি ছোট্ট ভাই হিসেবে ক্ষমা করবেন, গতকাল টিউনের বিষয়বস্তুর বাহিরে ব্যক্তিগত সমস্যা টিউমেন্ট এ বলার কারনে।

    হুম পাবেন। Create Installation Media For Another PC তে দিবেন. ISO ফাইল পাবেন যেটাকে বুটেবল করা যাবে।

Windows 10 Home er Activation Code deven plzzzzzzzz!

    টিউন আপডেট হয়েছে। এবার চেক করে দেখুন। সাময়িক সমস্যার কারনে দুঃখিত 🙁

    সুপ্রিয় সানিম মাহবীর ফাহাদ,
    টিউনটি আপডেট করে দিন…

    Updated Windows 10 keys

    Enterprise: CKFK9-QNGF2-D34FM-99QX2-8XC4K
    Home : NKJFK-GPHP7-G8C3J-P6JXR-HQRJR
    Pro: 8N67H-M3CY9-QT7C4-2TR7M-TXYCV

    Or,

    Windows 10 Enterprise: CKFK9-QNGF2-D34FM-99QX2-8XC4K
    Windows 10 Serial Key: NKJFK-GPHP7-G8C3J-P6JXR-HQRJR
    Windows 10 Serial Key Technical Preview for Consumer: 334NH-RXG76-64THK-C7CKG-D3VPT
    Technical Preview for Enterprise: PBHCJ-Q2NYD-2PX34-T2TD6-233PK
    Windows 10 Home: KTNPV-KTRK4-3RRR8-39X6W-W44T3
    Windows 10 Pro: 8N67H-M3CY9-QT7C4-2TR7M-TXYCV
    If none works then try – VK7JG-NPHTM-C97JM-9MPGT-3V66T

      আপনি এগুলো কোথায় পেয়েছেন। আমি যে প্রোডাক্ট-কী গুলো দিয়েছি সেগুলো মাইক্রোসফট এর অফিশিয়াল সাইট থেকে পাওয়া। সুতরাং এগুলো ভেলিড সিরিয়াল নাম্বার এবং শতভাগ কার্যকরী। তবে যদি কারও কাজ না করে তবে আপনার সিরিয়াল গুলো দিয়ে টিউন আপডেট করবো। সিরিয়ালগুলো প্রোভাইড করার জন্য ফ্রিজসহ ধইন্যার বস্তা উপহার দিলাম।

ekono install kori nai , download kortesi, but ogrim THANK,S”””””

ভাইয়া, এন্টারপ্রাইজ, হোম আর প্রো ভার্সন গুলার মধ্যে কি পার্থক্য আছে একটু বলবেন কি?

অসাধারন একটি টিউন। শেয়ার করার জন্য অসংখ্যক ধন্যবাদ, ভাইয়া। একটি বিষয়ে জানতে চাচ্ছি তাহলো: যেহেতু অনলাইন থেকে ফাইল নামাতে বেশ কয়েক জিবি খরচ হবে, এর বদলে বাজার হতে উইন্ডোজ ১০ ক্রয় করে এনে সেটআপেটর সময় আপনার প্রদত্ত সিরিয়াল কী ইনপুট করলে কাজ হবে কি? আরেকটি বিষয় উইন্ডোজ ১০ সিস্টেমের কোন ভার্সনে উইন্ডোজ আপডেট বিষয় ডিজাবল/এনাবল করা যাবে??

    অধিকাংশ মানুষ কিন্তু এই কাজটিই করবে। অর্থাৎ বাজার থেকে ডিস্ক কিনে এনে ব্যবহার করবে। আমাদের দেশের ম্যাক্সিমামের যে নেট এর অবস্থা তাতে ডাটার যে পরিমান দাম তারচেয়ে ৪০ টাকা দিয়ে একটি ডিস্ক কিনা অনেক সহজ। আপনি নিশ্চিন্তে বাজার থেকে কেনা ডিভিডি দিয়ে সেটাপ দিতে পারেন। কোন সমস্যা হবে না। আপনি প্রো এবং এন্টারপ্রাইজ ভার্সনের আপডেট কন্ট্রোল করতে পারবেন। বিস্তারিত প্রোডাক্ট কম্প্যারিজন দেখতে নিচের লিংকটি দেখুন। ধন্যবাদ।

    http://wincom.blob.core.windows.net/documents/Win10EditionsCompareTable_FINAL.pdf

অসাধারণ টিউন Windows 10 সম্পর্কিত সবকিছু তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ ।

ki bole je donnobad dibo apnake…….vai

কারো কাছে Windows-10 ৩২ বিট এর ফাইনাল ভার্সন ISO Highly Compressed ফাইলের লিংক থাকলে দেন।

    এখনি হাইলি কম্প্রেসড উইন্ডোজ ISO ফাইল পাবেন বলে মনে হয় না। বাজার থেকে সিডি কিনতে পারেন।

হ্যা ভাইয়া, আপনাকে অসং্খ্য ধন্যবাদ। আর একটা কথা এইভাবে উইন্ডোজ এক্টিভেট করলে কি সিকিউরিটি নিয়া কোন সমস্যা হইতে পারে? মানে আমি শুনছিলাম পাসওয়ার্ড চুরির ভয় থাকে নাকি…

    না ভাই, সিকিউরিটি নিয়ে কোন সমস্যা হবে না। শতভাগ নিরাপদ। আপনি নিশ্চিন্তে ব্যবহার করুন।

medicine use korlew ki vi sl key lagbe?

kicu post er comment e dekhlam 90 din er jonno kaj korbe,,,,,,,,,,,,,apni j iso gula share korcen seigulao ki 90 din er jonno naki unlimited………….er konta besy valo hobe enterprise naki pro version………apnar kono 1ta tune e porcilam somvoboto j update naki bondho kora jai na…………..kon version e auto update bondho kora jai jodi bolten upokar hoto

    এন্টারপ্রাইজ ৯০ দিনের জন্য হলেও kms এর মাধ্যমে আজীবনের …

    আপনি প্রো এবং এন্টারপ্রাইজ ভার্সনের আপডেট কন্ট্রোল করতে পারবেন। বিস্তারিত প্রোডাক্ট কম্প্যারিজন দেখতে নিচের লিংকটি দেখুন। ধন্যবাদ।

    http://wincom.blob.core.windows.net/documents/Win10EditionsCompareTable_FINAL.pdf

    সবগুলো আনলিমিটেড। এখানে ৯০ দিন বলে কিছু নেই। তবে প্রথম পদ্ধতিতে এক বছর একটিভেশন থাকবে। আর দ্বিতীয়টা সারাজীবনের জন্য। এন্টারপ্রাইজ ভার্সন সব থেকে ভালো। আর প্রো আর এন্টারপ্রাইজে আপডেট কন্ট্রোল করা যায়।

      reply korar jonno many many thnx সানিম মাহবীর ফাহাদ………friez na godam dilam oi khane raikhen besy thnx gula 🙂

vhi apnara ak ta like dilam

Level 0

ডাইরেক্ট ডাউনলোড লিংক থেকে ৩২ বিট এর আইএসও ফাইল ডাউনলোড করলাম, কিন্তু দুঃখের ব্যাপার আইএসও ফাইলের মধ্যে কোন ফাইল মিসিং আছে।

    এই বিষয়টা কখন এবং কীভাবে বুঝলেন? যদি একটু বলতেন তাহলে সবার উপকার হবে।

      Level 0

      আমি ডাইরেক্ট ডাউনলোড লিংক থেকে ৩২ বিট ডাউনলোড করে, বুটেবল ইউএসবি তৈরি করে ইন্সটল করার চেষ্টা করেছি, কিন্তু ১০% হওয়ার পরই File Corrupt or Missing দেখায়। এই টিউনের লিংক থেকে ডাইরেক্ট লিংক এর ৩২ বিট ডাউনলোড করে কেউ ইন্সটল করতে পেরেছে কিনা সেটা জানার প্রয়োজন ছিল। আর একটা কথা জানার ছিল, মাইক্রোসফট এর media creation tool দিয়ে ডাউনলোড করলে কি সেটা resume সাপোর্টেড?

        কিন্তু আমি তো ডাইরেক্ট লিংক থেকেই ডাউনলোড করে ৩২ বিট সেটাপ দিলাম। আমার তো কোন সমস্যা হলো না। আমি এন্টারপ্রাইজ ভার্সন চালাচ্ছি।

        jibonre   
        Level 2

        মাইক্রোসফট এর media creation tool দিয়ে ডাউনলোড করলে সেটা resume সাপোর্টেড নয়।

Fahad bro, Amr Pc er configuration
(Processor : Intel(R) Celeron(R) 2.20 GHz, Ram
: DDR3 2GB , HDD : 1 tera C Drive 48 GB Free)
Amiki Windows 10 32bit Neatly use korte
parbo…?and use korte parle konta amr Pc er
Configuration er jonno valo hobe(Home , Pro ,
Enterprise)….Please vai Reply dien

tjanks

Level 0

@ফাহাদ ভাই…পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে ইন্টারনেট কানেকশন থাকা লাগবে? নাকি অফলাইনে করতে হবে…

    ISO ডাউনলোড করে সেটাপ দিলে কোন ইন্টারনেট কানেকশন লাগবে না। আমি আপগ্রেড না করে ফ্রেশ ইনস্টল করছি।

অবশেষে এন্টারপ্রাইজ ভার্সন ইন্সটল করেছি । সত্যিই সুন্দর করেছে কিন্তু । যাইহোক ৮৯ দিন বাকি থাকায় আপাতত অ্যাক্টিভ করার ইচ্ছা নেই , অন্তত কিছুদিন প্যাচহীন হবার ইচ্ছা আর কি !!!! তবে মনে হয় এই টিউনটি কাজে দেবে এবং প্রথম পদ্ধতিই সবথেকে ভাল হবে । যদি ওই পদ্ধতিতে ১ বছর অ্যাক্টিভ হয় তাহলে তার পর রিপিট করে কি আবারো ১ বছর বাড়ানো যাবে ?
আর ধন্যবাদ সুন্দর ভাবে সবকিছু দেখানোর জন্য ।

    আমিও এন্টারপ্রাইজ ভার্সন ব্যবহার করছি। তবে আবার সেটাপ দিয়ে প্রো তে চলে যাবো। সেটাই ভালো হবে।

download kortechi…………………

windows ইন্সটল দেওয়ার পর অনেক সময় ধরে নেট চালাইছি এবং কি প্রয়োজনীয় সফটওয়্যার ও ইন্সটল করছি, কিন্তু আজ বিকালে যখন ল্যাপটপ ওপেন করলাম তখন ‘ সাইন ইন ‘ দেখচ্চে, কিন্তু সাইন ইন এ ক্লিক করলে কাজ হচ্চে না। এখন কি করে যাই??

    সাইন ইন তো সব সময় দেখায়। তবে আপনি সম্ভবত এন্টারপ্রাইজ ভার্সন ডাউনলোড করেছেন। এটাতে এই সমস্যা হচ্ছে। আপনি প্রো ভার্সনে চলে যান।

windows ইন্সটল দিয়ে প্রতমে কি সাইন আপ করতে হবে????

ISO File এবং Activator দুটোই ডাউনলোড হয়ে গেছে তবুও ভাবছি এখনি দেবো না কিছুদিন পরে দেবো ভেবে পাচ্ছিনা, কি করবো বলেন তো ফাহাদ ভাই

    এতো ভেবে কি হবে। আল্লাহর নামে ইনস্টল করে ফেলুন। আমিও অনেক ভেবে চিন্তে করে ফেলেছি।

Level 0

ফাহাদ ভাই, আমি অ্যাক্টিভেশন প্রক্রিয়াটার কথা বলতে চেয়েছি, অর্থাৎ আক্টিভেশনের প্রথম থেকে শেষ ধাপ অবধি কি ইন্টারনেট কানেকশন লাগবে?

    না, কোন অবস্থাতেই ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই। তবে আমি তো সব সময় কানেক্টেড থাকি তাই আপনাকে শতভাগ নিশ্চিয়তা দিতে পারছি না। কিন্তু কানেকশন ছাড়াও যে একটিভ করা যায় এ ব্যাপারে আমি নিশ্চিত।

Level 0

vai ami x86 er windows 10 er pro and home torrent diye try korsi download er … ….65% er por ar hosche na…. apnr link theke torrent download kore ei obostha…. ektu help korben plz…. ….

    সম্ভবত আপনি যে সময়ে ডাউনলোড করছেন সেই সময়ে সীড কম ছিলো। পরবর্তি সময়ে ঠিক হয়ে যাবে।

Level 0

Dear Br.thx 4 ur charming Tune.. I’m New user 4 techtune.with laptop. I don’t hv exprience about I t.so u can help me? i want install W-10. Now I have W-7.my configer. 2.4 prossor.2gb .ram.5oogb Hd 500 gb.plz send ur cell no.. with best regard .. bye .Masud.Batam Island Indonesia. cell – +6287894131675 {Imo/viber/}.

    আপনার কম্পিউটারে খুব সহজেই উইন্ডোজ ১০ ইনস্টল করতে পারবেন। আমি আপনাকে পরামর্শ দিবো টরেন্ট থেকে ISO ফাইল ডাউনলোড করে ফ্রেশলি ইনস্টল করার জন্য। আর তা না হলে উইন্ডোজ ১০ এ আপগ্রেড করার উপায় নিয়ে টেকটিউনসে অনেক টিউন আছে। আশা করি সেগুলো দেখে উপকৃত হবেন। ধন্যবাদ।

*এন্টারপ্রাই ভার্সন ডাউনলোড করেছেন। এটাতে এই সমস্যা হচ্ছে* এটা কি শুনাইলেন ভাই? আমি তো এন্টারপ্রাই ভার্সন ডাউনলোড করতেছি …1.5 জি বি হয়ে গেছে …এখন তাহলে কি করি???

    কোন সমস্যা নেই। সব সমস্যার সমাধান হয়েছে। আপনি নতুন করে কোন সমস্যায় পড়লে শুধু আমাকে জানান। আর ISO ফাইলটাকে রিবিল্ড করে সেটাপ দিতে পারেন। প্রথমটা সমস্যা হয়েছিলো। ISO ফাইলকে এক্সট্রাক্ট করে পরে আবার নতুন ISO ফাইল তৈরী করেছি। কোন সমস্যা হয়নি পরে আর।

Windows 10 er Auto Update Off Korbo Kivabe? Antivirus cara Windows 10 calano jabe. Ami Torrent use kori.

    প্রো এবং এন্টারপ্রাইজ ভার্সনে অটো আপডেট বন্ধ রাখতে পারবেন। এন্টি ভাইরাস ছাড়া তো আমি উইন্ডোজ ৭ ও চালাইছি টরেন্টও ব্যবহার করেছি। এটা আপনার নিজের ব্যাপার।

Vai apnar kono process e win-10 enterprise active hoy na, Medicine tool dia 90 days trial dey. plz give some solution…………………

    উইন্ডোজ ১০ এন্টারপ্রাইজ ভার্সনটিই অফিশিয়ালি ৯০ দিনের জন্য দিয়েছে। সুতরাং একটিভ হওয়ার পরে ৯০ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এজন্যই তো সব সময় প্রো রিকমেন্ড করি আমি।

limited net so highly compressed windows 10 er iso dorkar…
keu help koro plz 🙁

    অপেক্ষায় থাকুন, কেউ হয়তো কয়েক দিন ধরে কেজিবি দিয়ে হাইলি কম্প্রেসড করে ফেলবে।

Level 0

vai pro ta ki language a ace? ami to purai bash khelam. language to english na. ekhon kivabe setup dibo. ami win 32+64 bit both diye download korecilam. total 5.3gb bash

    সবগুলোরই ইংরেজি ভার্সন আছে। তবে ডাউনলোড এর সময় দেখে ডাউনলোড করতে হয়। যাতে রাশিয়ান বা অন্য ভাষারগুলো না ডাউনলোড হয়।

ভাই আমি Windows 10 Enterprise x64 250 MB এর মত ডাউনলোড করছিলাম । সবাই কি কয়। অ্যাক্টিভ নাকি হয়না ।তাহলে ডাউনলোড কইরা লাভ কি । শুধু ৯০ দিন চালানোর জন্য । ধুর!!!!
Windows 10 Pro টাই ডাউনলোড করব।
আচ্ছা Windows 10 Professional আর Windows 10 Professional N এর মধ্যে পার্থক্য কি ?
আর Windows 10 Professional এবং Windows 10 Enterprise এর মধ্যে কি কি পার্থক্য আছে ?
Windows 10 Pro x86 & x64 Bit এর ডাইরেক্ট লিঙ্ক দেন । টরেন্ট দিয়া ঝামেলা লাগে

    এন হইলো আপগ্রেডেশনের মাধ্যমে যেগুলো আসে। আমি এতোটুকুই জানি। আমার কাছে ডাইরেক্ট লিংক নাই। আর এন্টারপ্রাইজ ৯০ দিনের বেশি আমি নিজেও একটিভ করতে পারিনি। উইন্ডোজ ১০ এর এডিশন গুলোর মাঝে পার্থক্য দেখতে নিচের লিংকটি দেখুন। তাহলে সব স্পষ্ট বুঝতে পারবেন।

    http://wincom.blob.core.windows.net/documents/Win10EditionsCompareTable_FINAL.pdf

Windows 10 Enterprise কি কোন ভাবেই ৯০ দিন থেকে বের করা যাবেনা ? মানে আনলিমিটেড কি চালানো যাবে ?

    আমি একটিভ করার পরে ৯০ দিনের জন্য একটিভেট হয়ছে। কিন্তু এর বেশি পারলাম না। তবে ISO পরিবর্তন করলে হয়তো সমস্যার সমাধান হতে পারে।

ভাইয়া… অসাধারন এই মহা টিউনটির জন্য অসংখ্য ধন্যবাদ :)!! আরও কিছু অনুরাগ প্রকাশের ছিল… তবে আজ সময় সংক্ষেপের হেতু বলা হয়ে উঠল না 🙁
যাইহোক ভাইয়া দয়া করে টরেন্ট লিঙ্ক – প্রো ভার্সন ৬৪বিট টা একটু চেক করে দেখবেন?? মনে হয় প্রব্লেম আছে… ঐ লিঙ্কে অনেক গুলো ফাইল শো করছে, যার টোটাল সাইজ ২৪জিবি প্রায়… যে ফাইল গুলা দেখাচ্ছে তার ভিতর থেকেও প্রো ভার্সন-৬৪ খুজে পেলাম না ! ভাইয়া দয়াকরে লিঙ্কটা ঠিক করে বা আমার বোঝার ভুল থাকলে বুঝিয়ে দিন

    যতো ভার্সন ডাউনলোড করার প্রয়োজন হবে শুধু নিচের টরেন্ট সাইটে গিয়ে সার্চ করবেন। আপনার প্রয়োজনীয় ফাইল হাজির হয়ে যাবে।

    http://kat.cr/

প্রো ভার্সন-৩২বিটের টরেন্ট লিঙ্কটি ফলো করে নিচের দিকে ৬৪বিটের জন্য এই লিঙ্কটি পেলাম… https://kat.cr/windows-10-multiple-editions-x64-dvd-english-msdn-t11015716.html
একটু দেখে বলবেন কি এটা ডাউনলোড করলেই হচ্ছে কিনা…
আর হ্যা মাল্টিপল এডিশনই কি প্রো ভার্সন??

    প্রো ভার্সন আলাদা করে দেওয়া আছে। সুতরাং যেটাতে প্রো ভার্সন লেখা সেটাই ডাউনলোড করবেন। তাছাড়া এই সাইটে সার্চ করলে আরও অনেক লিংক পাবেন। আশা করি আর সমস্যা হবে না।

      কিন্ত ভাই… আপনি যে ৩২বিটের প্রো ভার্সন লিঙ্কটা দিয়েছেন সেটাও তো multiple editions লেখা… তো ঐটাও তবে ঠিক নাই??

        প্রো লেখা দেখে একটা ডাউনলোড করে ফেলেন। কোন সমস্যা হবে না। তাছাড়া আমি যে লিংক দিয়েছি সেটা থেকেই ডাউনলোড করতে হবে এমন কথা নেই। আপনি টরেন্টে অনেকগুলো পাবেন। সিড এবং ইউজারদের কমেন্ট দেখে যেটা ভালো লাগবে সেটা ডাউনলোড করুন।

Windows 10 Professional এবং Windows 10 Professional N এর মধ্য পার্থক্য কি? আমি প্রথমে Windows 10 Professional ৩২ আর ৬৪ বিট একসাথে ডাউনলোড করেছিলাম, পরে ডিভিডি তে বার্ন করতে গিয়ে দেখি সাইজ প্রায় ৬ জিবি। আমার কাছে এতো বড় ডিক্স ছিলো না। তাই পরে Windows 10 Professional N ৩২ বিট ডাউনলোড করে বার্ন করে নিছি (সাইজ ২.৫ জিবি)। এবং এটাই ইন্সটল দিছি। এবং এক্টিভেট করেছি। আমার প্রশ্ন হচ্ছে Windows 10 Professional N এর ছেয়ে কি Windows 10 Professional বেশি সুযোগ-সুবিধা সম্পন্ন কি না?

    আপনার যাবতীয় প্রশ্নের উত্তর পাবেন নিচের লিংকে গেলে। সুতরাং একবার দেখে নিন। ধন্যবাদ 🙂

    http://wincom.blob.core.windows.net/documents/Win10EditionsCompareTable_FINAL.pdf

      ওটা আমি দেখেছি। ওখানে Windows 10 Professional N কোন স্পেসেফিক ভার্শন নাই। আছে Windows 10 Pro। আমি জানতে চাচ্ছি Windows 10 Professional N এবং Windows 10 Professional এর মধ্যে পার্থক্য কি? সহজ করে বললে এখানে N দ্বারা কি বুঝানো হয়েছে?

        N and KN Editions

        Additional Windows 10 editions specially destined for the EU, Switzerland, and South Korea (though South Korean editions have “KN”) have the letter “N” (for Not with Media Player) suffixed to their names (e.g. Windows 10 Enterprise N) and do not have media-related technologies like Windows Media Player or Camera. There are N editions for all Windows 10 versions except Mobile, Mobile Enterprise and IoT Core. Microsoft was required to create the “N” editions of Windows after the European Commission ruled in 2004 that it needed to provide a copy of Windows without Windows Media Player tied in. The cost of the N Editions are the same as the full versions, as the “Media Feature Pack” can be downloaded without charge from Microsoft.[3]

        Those editions lack at least the following functionality:

        Play or create:
        Audio CDs
        Digital media files
        Video DVDs
        Organize content in a media library
        Create playlists
        Convert audio CDs to digital media files
        View artist and title information of digital media files
        View album art of music files
        Transfer music to personal music players
        Record and play back TV broadcasts after
        Internet Explorer does not include playback for:
        Adaptive streaming
        Digital Rights Management (DRM)

        It is possible to add the missing functionality with third party software or with the Media Feature Pack, Groove Music and Xbox Video from Microsoft.

cmd দিয়ে অ্যাক্টিভ করতে গেলে আমার error আসে আর মেডিসিন ফাইল দিয়ে করতে গেলে ১ বছরের জন্য অ্যাক্টিভ হয় এখুন কি করতে পারি আমি উইন্ডোজ ১০ PRO ব্যবহার করছি । ধন্যবাদ ।

    আগে একবছর ব্যবহার করুন। তারপরে দেখা যাবে। আসলে ওরা এক বছরের জন্যই একটিভ করে মনে হয়।

      তাহলে ঠিক আছে 🙂 আমি ভাবছিলাম মনে হয় ১ বছর পর আর ব্যবহার করতে পারবো না 🙂 তবে অনেকেই দেখছি সারাজীবন ব্যবহার করছে এমন স্ক্রীনশর্ট দিছি 🙂 অনেক ধন্যবাদ উত্তর দিয়ে সাহায্য করার জন্য 🙂

কিন্ত ভাই… আপনি যে ৩২বিটের প্রো ভার্সন লিঙ্কটা দিয়েছেন সেটাও তো multiple editions লেখা… তো ঐটাও তবে ঠিক নাই??

    প্রো লেখা দেখে একটা ডাউনলোড করে ফেলেন। কোন সমস্যা হবে না। তাছাড়া আমি যে লিংক দিয়েছি সেটা থেকেই ডাউনলোড করতে হবে এমন কথা নেই। আপনি টরেন্টে অনেকগুলো পাবেন। সিড এবং ইউজারদের কমেন্ট দেখে যেটা ভালো লাগবে সেটা ডাউনলোড করুন।

Vai.. apni Pro kivabe download …. mane kon link theke korechen/korben plz ektu janaben..
ami 64-bit setup dite chai.. so pls pls vai amk kosto kore ektu pro-64 er jonno link suggest korun… or apnar way ta abr ektu boilen..

    আমি তো ভাই টরেন্ট থেকে ডাউনলোড করেছি। কোনটা করেছি সেটা মনে নেই। সেটার সিড বেশি পাইছিলাম সেটাই ডাউনলোড করেছি।

      ভাই, আমি অনেক চেষ্টা করলাম একটিভ করতে পারলাম না। 🙁 আপনি কি সাহায্য করতে পারবেন???

        open command prompt as Admin and type slmgr/upk
        then kms start kore active korte chesta korun .

        আমি কীভাবে সাহায্য করতে পারি বলুন? প্রথম এবং দ্বিতীয় পদ্ধতি দুটোই একসাথে ট্রাই করেন। কাজ না হয়ে যাবার পথ থাকবে না।

      ধন্যবাদ ভাই !!
      সর্বশেষ একটি জিজ্ঞাসা আমি 8·1Pro(32bit) এ আছি, আমি নামাতে চাই 10প্রো(64বিট) !! তো মিডিয়া ক্রিয়েশন টুল কোনটা নামাবো ?? 32/64 ??

      [আমি আগে 7(64বিট) এ থাকাবস্থায় 10Pro(64bit) নামানোর উদ্দেশ্যে মিডিয়া ক্রিয়েশন টুল 64বিট নামাই ! কিন্তু ইনস্টল এ ক্লিক করতেই কিছুক্ষণ পর ছোট্ট একটা ডায়ালগ বক্সে “error:কিছু নম্বর ” লেখা আসত৷ তাই বিকেলেই আবার 8·1প্রো(32বিট) এ শিফট করি ! কিন্তু আগে ডাউনলোড করা সেই মিডিয়া ক্রিয়েশন টুলতো ইনস্টল হয় না ৷ তো আবার নতুন করে ডাউনলোড করলে কি ঠিক হবে ?? যদি হয় , তো বলেন 10প্রো(64বিট) নামাতে কি মিডিয়া টুল 64বিটই নামাবো ?? আমি যে ভার্সনেই থাকি সেটা সমস্যা নয় ??

        মিডিয়া ক্রিয়েশন টুলস দিয়ে আমি নামাইনি। সুতরাং এ ব্যাপারে না জেনে আপনাকে পরামর্শ দিতে পারছি না। আমি মুলত টরেন্ট থেকে এন্টারপ্রাইজ এবং প্রো ভার্সন ৩২ বিট ডাউনলোড করছিলাম। এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না। অপারগতার জন্য অনেক দুঃখ প্রকাশ করছি 🙁

ফাহাদ…vai..sound asteche na. audio driver install korechi tobuo sound asteche na…healp koren pls.

    sound search করুন , sound panel e playback speaker select করুন by default , দেখবেন sound স্টার্ট হয়ে যাবে .

      অভিষেক হাজরা দাদা একটি জিজ্ঞাসা আমি 8·1Pro(32bit) এ আছি, আমি নামাতে চাই 10প্রো(64বিট) !! তো মিডিয়া ক্রিয়েশন টুল কোনটা নামাবো ?? 32/64 ??

      [আমি আগে 7(64বিট) এ থাকাবস্থায় 10Pro(64bit) নামানোর উদ্দেশ্যে মিডিয়া ক্রিয়েশন টুল 64বিট নামাই ! কিন্তু ইনস্টল এ ক্লিক করতেই কিছুক্ষণ পর ছোট্ট একটা ডায়ালগ বক্সে “error:কিছু নম্বর ” লেখা আসত৷ তাই বিকেলেই আবার 8·1প্রো(32বিট) এ শিফট করি ! কিন্তু আগে ডাউনলোড করা সেই মিডিয়া ক্রিয়েশন টুলতো ইনস্টল হয় না ৷ তো আবার নতুন করে ডাউনলোড করলে কি ঠিক হবে ?? যদি হয় , তো বলেন 10প্রো(64বিট) নামাতে কি মিডিয়া টুল 64বিটই নামাবো ?? আমি যে ভার্সনেই থাকি সেটা সমস্যা নয় ??
      (সানিম ভাই দুঃখিত !! নিরুপায় হয়ে এখানে এই টিউমেন্টটি করলাম )

    আপনি কি ডেস্কটপ ব্যবহার করেন? যেটাতে সমস্যা হবে সেটার জন্য ডিভাইস ম্যানেজারে গিয়ে ড্রাইভার আপডেট দিবেন। সমস্যার সমাধান হয়ে যাবে।

ফাহাদ ভাই activator দিয়ে উইন্ডোজ ১০ প্রো ৬৪ বিট active করলাম কিন্তু কিছুক্ষন পর আবার deactive দেখায় …।।কি করব????? hostfile edit korte hole bolen ………………….link soho.

সানিম ভাই, ধন্যবাদ সুন্দর টিউনের জন্য।
আমার পিসির কনফিগারেশন, Processor: Pentium Dual Core E5400 @ 2.70 GHz, Ram: 2 GB DDR2, Mother Board: Gigabyte G41 Combo. আলাদা কোন গ্রাফিক্স কার্ড কিনে মাদার বোর্ড এ সংযুক্ত করিনি। আমি কি Windows 10 ইন্সটল করতে পারবো, মাদারবোর্ড কি সাপোর্ট করবে? ড্রাইভার সমস্যা করবে নাতো? যদি সাপোর্ট করে তাহলে কি Windows 10 64 bit ইন্সটল করে চালানো যাবে কিনা? সমাধান দিলে খুশি হবো।

    গ্রাফিক্স ড্রাইভারের কারনে সমস্যায় পড়তে পারেন। তবে একবার চেক করেও দেখতে পারেন কাজ করে কিনা। কারন অনেক ভালো কনফিগারেশনের পিসিতেও উইন্ডোজ ১০ ভালো চলছে না। আবার খারাপ পিসিতেও সেই রকম চলছে।

      সানিম মাহবীর ফাহাদ ভাইয়ের লিঙ্ক থেকে Windows 10 Enterprise 32 Bit iso ডাউনলোড করলাম। আমি vmware workstation 9 এ ইন্সটল করতে গেলে 21% পর্যন্ত হয়। তারপর এরর মারে ।আর হয়না ।সাহায্য চাই

🙂 ধন্যবাদ ভাই !! আপনি যে প্রতি টিউমেন্টেই প্রতিউত্তর দিয়েছেন সেটাই অনেক ৷
দেখি অন্যকেউ ঐ টিউমেন্টর রিপ্লাই দেন কি না ৷:-)

vai ami DVD te iso file niye kivabe bootable disk banabo? sha somporke ekta tune diben ki?

Level 0

ফাহাদ ভাই Windows 10 Pro ৬৪ বিট টরেন্ট ফাইল কিভাবে Download করব?Download speed কেমন?

    utorrent ব্যবহার করে ডাউনলোড করবেন। স্পীড কেমন পাবেন সেটা সীডের উপর নির্ভর করবে। তবে একেবারে খারাপ না। ৩০০-৬০০ কেবি/সে করে তো পাবেনই।

skype dia active kora jabe?

অনেক অনেক ধন্যবাদ ভাই এটাই খুজসিলাম

সানিম মাহবীর ফাহাদ ভাই এখানে আপনি এখানে যে Torrent Link দিয়েছেন Windows 10 Pro এর জন্য তা হল Multiple Edition মানে Home & Pro একসাথে। আর Media Creation Tool দিয়ে যদি অফিসিয়াল ভাবে আমি Windows 10 Pro নামাই তাহলে কি একই নামবে মানে Home & Pro একসাথে?

আমি বলতে চাচ্ছি Media Creation Tool দিয়ে যদি আমি Pro নামাই বা Torrent Site থেকে Multiple Edition নামাই তাহলে এর মধ্যে কোন পার্থক্য থাকবে কিনা ?

    মিডিয়া ক্রিয়েশন দিয়ে নামালে আলাদা আলাদা ভাবে নামবে। সুতরাং দুশ্চিন্তা করার কিছু নেই।

আমার Windows 7 x64 তে Media Creation Tool চালু হচ্ছেনা । নেট স্পীড কম এই কারনে নাকি বুঝলামনা। এই লেখা আসে Setup couldn’t start properly.Please rebbot your PC and try running Windows 10 Setup again

    আমি Media Creation Tool ব্যবহার করিনি। সরাসরি টরেন্ট থেকে নামাইছি। তাই আপনাকে সমাধান দিতে পারলাম না 🙁

অনেক পেরেশানিতে ছিলাম আপনার কারনে শান্তি পেলাম ধন্যবাদ, অনেক অনেক হাজার বস্তা ধন্যবাদ।

Intel (R) hd graphics problem………………windows 10 pro 64 bit………….ki korbo?????tachara kono system ei windows active thakche na………….Fahad vai .Net framework problem.

    গ্রাফিক্স ড্রাইভার সমস্যা হলে ডিভাইস ম্যানাজার দিয়ে গ্রাফিক্স ড্রাইভার আপডেট করেন।
    একটিভেশন এর জন্য প্রথম এবং দ্বিতীয় পদ্ধতি দুটোই এপ্ল্যাই করেন। কোন সমস্যা হওয়ার কথা না।

    .Net Framework Problem এর জন্য নিচের পদ্ধতি দেখুন

    প্রথমে নিচের কোডগুলো নোটপ্যাডে কপি করুন এবং যেকোন নাম এর সাথে .bat এক্সটেনশন দিয়ে সেইভ করুন।
    @echo off
    echo.
    Dism.exe /online /enable-feature /featurename:NetFX3 /All /Source:D:\sources\sxs /LimitAccess

    এখানে Source:D হচ্ছে সিডি রুম বা USB এর ড্রাইভ লেটার। আপনার সিডি রুম বা USB এর ড্রাইভ লেটার যেটা হবে আপনি সেইটা বসাবেন।
    এবার বুটেবল USB বা সিডি রুম পিসিতে লাগিয়ে আপনার তৈরী করা ফাইলটি এডমিন হিসাবে রান করুন। কিছুক্ষণ অপেক্ষা করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।

      Vaiya apnake dhonjobad deyar vasha amar jana nei ………..tai dilam na!!!!!!!!!!!! pore vasha fire pele janabo………..windows activation somosja kore…tao medicine file to acchei………bar bar active korte hoy…..

ভাইয়া মেডিসিন ফাইল টা কি ভাইরাস মুক্ত???

    অবশ্যই ভাইরাস মুক্ত। তবে কোন এন্টিভাইরাস ভাইরাস হিসাবে এটাকে দেখলে যাস্ট ইগনোর করুন।

আপনার জন্য কিছু আছে………এক বস্তা ধন্যবাদ

৩২বিট এবং ৬৪বিট এর পার্থক্য কি?

Level 0

@সানিম মাহবীর ফাহাদ , ভাল লাগে আপনার টিউনগুলো । আপনার মেডিসিন ফাইলটি আসলেই জানালা ১০ এর রোগ ভাল হয় । লিখুন আমাদের জন্য যারা আপনাদের লেখা দেখে করবার চেষ্টা করি ভাল থাকুন ।

    অনেক ধন্যবাদ মোস্তফা ভাই, আপনার টিউমেন্ট দেখে ভালো লাগলো। টেকটিউনসের সাথেই থাকবেন আশা করি।

ভাই, আমি খুব বিপদে সাহায্য করুন। আমি w7 ultimate ব্যবহার করতাম। enterprise (2.72) ডাউনলোড করে blank disc এ burn করলাম। এখন enterprise সেটাপ দিতে গেলে পোডাক্ট কি চায়। আপনার দেয়া পোডাক্ট কি টা কাজ করেনা আর ইনস্টল নেয় না কি করবো ভাই প্লিজ বলেন। নাইলে আমার 3gb পুরাই জলে যাবে। প্লিজ হেল্প

    সেটাপ দেওয়ার সময় যখন প্রোডাক্ট-কি চাইবে তখন নিচের দিকে খেয়াল করলে দেখবেন স্কিপ একটা অপশন আছে। সেটাপ শেষ হওয়ার আগে পর্যন্ত স্কিপ অপশন চেপে সেটাপ কম্প্লিট করুন। তারপর সেটাপ শেষ হলে টিউনে দেখানো পদ্ধতি অনুসারে প্রোডাক্ট কি দিলেই কাজ হবে।

ভাই আমার laptop hp, model-probook 4445s, processor- AMD A8-4500M APU with radeon(tm) HD Graphics, 1900 Mhz ,4 core(s) ,4 logical processor(s) আমার laptop এ windows 10 দিয়েছিলাম কিন্তু আমার laptop তাড়াতাড়ি খুবই গরম হয়ে যাচ্ছে ।আমার laptop কি windows 10 ব্যবহারের অনুপযোগী নাকি .net frmework 3.5 এর সমস্যা ।আমার laptop এর বয়স ২ বছর তবে মোটেই ব্যাটারির ব্যাকআপ নেই এজন্য কি সমস্যাটি হচ্ছে জানালে উপকৃত হব।আর একটি কথা ব্যাটারির ব্যাকআপ থাকার পরেও windows 8 এ .net frmework 3.5 এর সমস্যা এবং তাড়াতাড়ি গরম হয়ে যাবার সমস্যা ছিল ।সবশেষে আপনার এই বিশেষ মাস্টার টিউনের জন্য মারহাবা আলহামদুলিল্লাহ্

মাশাআল্লাহ, খুবই চমৎকার হয়েছে !
আল্লাহ আপনাকে সুস্থ রাখুন যাতে আমরা আরও এমন টিউন পেতে পারি সব সময়,আমিন।

আমার হচ্ছেনা কেন ভাই ? ইনেক্টিভ উইন্ডোজ করছি অনেকদিন। সবার হচ্ছে, শুধু আমার হচ্ছেনা।

ভাই আমার পিসিতে 10 enterprise ta direct link theke download korse এখন তো কমান্ড প্রোমোট থেকে লেখা ওঠে setup.exe is not compatible with the version of windows you are running. Check your computer system information and then contact the publisher.

দামি ও তথ্য বহুল পোস্ট, ভিতর থেকে ধন্যবাদ।