WINDOWS ১০ ফ্রীতে মাইক্রোসফট ডাউনলোড লিংক

টিউন বিভাগ উইন্ডোস
প্রকাশিত
জোসস করেছেন

আশা করি সবাই ভালই আছেন।

গতকালের টিউনটি করার পর বুঝতে পারি যে অনেকের উইণ্ডোস ১০ ইনস্টল করতে গিয়া, হাজারো অসুবিধার সমুখীন হতে হযেছে।
যেমন কারো ডাউনলোড সুরু হছিলো না।কারো বা ERROR ম্যাসেজ। কেউ প্রিভিউ ভার্সন, কেউ এন্টারপ্রাইস ভার্সন। আপগ্রেড আইকন টা টাস্কবার এ নেই। কারো কারো তো মনে হলো নাইবা করলাম উইণ্ডোস ১০ ইনস্টল।

ইনস্টল নাইবা করলেন windows10 অরিজিনাল ISO সেভ করতে ক্ষতি কি ? তাও যদি ফ্রি এবং জেনুইন ভাবে পাওয়া তো কোনো ক্ষতি তো নেই।
কাল কথা দিয়া ছিলাম আজ টিউন টা করে দেবো; সব প্রবলেম সলভ না হলেও সিংহ ভাগ যে সলভ হবে তা হলফ করে বলতে পারি  কিভাবে।

নিয়া নিন WINDOWS ১০ ফ্রীতে মাইক্রোসফট ডাউনলোড লিংক

WINDOWS ১০ কিভাবে ডাউনলোড এবং ডাউনলোড টা কে  কিভাবে সেভ করে রাখবেন দেখালাম ছবিতে স্টেপ বাই স্টেপ

প্রথমে লিংক টা ওপেন করুন।  নিচের ছবির মতো ওয়েব পেজ  টা খুলবে

Select 64 bit or 32 bit

আমি ৬৪ বিট সিলেক্ট করে ছি।  আপনি ৩২ বিট ও সিলেক্ট করতে পারেন

MediaCreationToolx64 নামক একটি ফাইল ডাউনলোড হবে

 

 

ওপেন করুন ডাউনলোড করা ফাইল টি As Admin নিচের ছবির মতো

windows 10 Setup এ  একটি পেজ খুলবে নিচের ছবির মতো

Upgrade this PC Now  And  Create installation media for another PC

Create installation media for another PC সিলেক্ট করুন .ISO or .ESD ফাইল টি ডাউনলোড করার জন্য

সিলেক্ট করুন NEXT

 

windows 10 Setup এ  একটি পেজ খুলবে নিচের ছবির মতো

যেখানে আপনি পছন্দ করতে পারেন আপনার ভার্সন, বিট ভার্সন, ও ভাষা।

সরি বাংলা ভাষা নেই।

architecture এ ৩ টি অপসন x32,x64 এবং Both আছে

তাই সুবিধার জন্য বাই ডিফল্ট ভাষা English(US), EDITION WINDOWS  PRO and Bit Version x64 or x32 সিলেক্ট করুন

windows 10 Setup এ  একটি পেজ খুলবে নিচের ছবির মতো

Choose Which Media to Use

আমি .ISO ফাইল সিলেক্ট করলাম ; আপনি USB অপসন চাইলে সিলেক্ট করতে পারেন

press NEXT Download শুরু করার জন্য

আপনার কাছে সেভ কোথায়ে করা হবে তার একটি কনফার্ম-এসন আসবে।
আপনি রিনেম করতেও পারেন।  ডিফল্ট ভাবে ডাউনলোড DOCUMENTS সেভ হয়

 

 

ডাউনলোড শেষ হলে ISO File টি ডিভিডি তে সেভ করে রাখুন আর তৈরী হয়ে গেল উইণ্ডোস ১০ ফাইনাল বিল্ড তাও ওরিজিনাল মাইক্রোসফট সার্ভার থেকে।

 

 

এই টিউন টি করতে যারা আমাকে রিকোয়েস্ট করে ছিল তাদের কে ধন্যবাদ। এজাজ ইসলাম এবং কামরান পারভেস ইভান  ভাইজানকে অনেক ধন্যবাদ এই টিউনটির জন্য ও পাশে থাকার জন্য 

যদি আপনি ফ্রি উইণ্ডোস ১০ রিসার্ভ করে থাকেন তাহলে .ISO ফাইল দিয়া আপগ্রেড করুন এবং অনলাইন এক্টিভ করে নিন ফ্রি তে আর সেভ করুন আপনার স্টোর ফাইল টি, স্টোর ফাইল সেভ করার জন্য এই টিউনটি দেখুন। তাহলে পরবর্তী কালে এক্টিভ করতে আর প্রবলেম হবেনা।

যদি আপনি ক্লিন ইনস্টল করেন তখন এক্টিভেটর লাগবে।  যদি লাগে ওটা (Activator) তাইত, আমি নতুন করে দিলাম না

যদি লাগে তো শাহেদ ভাইজান এর টিউন এর লিঙ্ক টা দেখুন কাজে আসতে পারে।

শাহেদ ভাই আপনার টিউন থেকে সাহায্য নিলাম কিছু মনে করবেন না কিন্তু।।।।।।।

 

ধন্যবাদ পাশে থাকার জন্য, টিউনমেন্ট করবেন, আর অসুবিধা হলে বলবেন নিশ্চই হেল্প করব।

 

 

 

Level 2

আমি অভিষেক হাজরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি অভিষেক , মাইক্রোসফট টেক প্রসেস এ কর্মরত ; ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    jibonre   
    Level 2

    ধন্যবাদ পাশে থাকার জন্য..

ami amar outlook email windows 10 enterprize requst pathaye download korsi.. but install korar pore pc restart nie windows er logo ta kisu khon theke black screen ase.. r kisu ase na … ki korbo ekhon?

    jibonre   
    Level 2

    aage conform hon je PC te je windows ta install korchen seta complete kina. jodi complete na hoy to wait korun .. install hoye jabe.
    If problem still unsolved.. tahole clean install try korte paren . ar hain enterprise install na karai bhalo karon . enterprise 90 day trial aache serial kMS kaaj korleo max 180 Days extend korbe. Tai Home Ba Pro Install Korun.. Kaaje Asbe

oh install hoise 🙂 kms diye full active kora jabe na? 🙁

    jibonre   
    Level 2

    আর একটি কথা windows 10 Enterprise Kms dia Full Activate kara jabe kina jani na. tabe Active kore dekhun ..
    Active Hole
    open Command As Admin
    type
    Slmgr/Xpr

    Eta korle Apnar Expiry Date Show Korbe. seta jodi lekha thake parmanent ly Activ Tahole Bhalo NA hole
    https://www.techtunes.io/windows/tune-id/374172
    Ei tune e answer ta paye jaben

windows 10 enterprise evalution full version korbo kivabe?

assa ami to windows 10 enterprise evulation download korsi… ekhon evulation bad deoya jabe na… naki alada ekta download korte hobe?

    jibonre   
    Level 2

    না সেটা সম্ভব নয় ..আর একবার ডাউনলোড করে নিন..ভালো হবে

Cortana is not avaiable for this windows Version :'(

    jibonre   
    Level 2

    Contana is not available.. Contana বিশ্ব এর কিছু লিমিটেড জায়গাতে ব্যবহারজগ্য় তাই নট এভেলেবেল বলবে ..

apnar contact number ta ki ektu deoya jabe?

আমি বতমানে windows 7 (32 bit) ব্যবহার করি । আমার পিসির Ram 4 gb , hard disk 1024 gb , processor core i3 । আমি কি ” Download Tool Now (64-bit version) ” টা ডাউনলোড করতে পারব ?

ভাই, ডাইনলোড করার পর কিভাবে ব্যবহার করব ?

jibonre   
Level 2

প্রিয় মিরাজ ভাই , ইটা রেসুমে সাপোর্টেড নয় ..

Level 0

thanks

thanks vai,

Iso ফাইল টা সিডি তে Burn না করে, pendrive এর মাধ্যমে ব্যবহার করা যাবে না ????

    jibonre   
    Level 2

    করা যাবে .ISO ফাইল টু উসবি বুট কনভার্টার ডাউনলোড করুন .. ধন্যবাদ কমেন্ট এর জন্য , হেল্প লাগলে বলবেন

সুপ্রিয় jibonre, pre installed OEM laptop এর ক্ষেত্রে https://www.microsoft.com/en-us/software-download/windows10 এই iso টির ক্লিন ইনস্টলের সময় reg key দিতে হবে কি?
Cortana বেগমরে win7 এ ব্যবহারের বুদ্ধি কি?

    jibonre   
    Level 2

    Dear সাইবার ঘোস্ট pre installed OEM laptop এর ক্ষেত্রে https://www.microsoft.com/en-us/software-download/windows10 ——কেন আপনি ISO ফাইল টি মোবাইল থেকেও ডাউনলোড করতে পারেন, আপনি তো খালি .ISO ফাইল টি ডাউনলোড করবেন পরবর্তী কাল এ ব্যবহার করার জন্য।.. আর ক্লিন ইনস্টল এর সময় রেজ/REG কি লাগবে। Cortana আর বেগম খুব লাজুক তাই সবার কাছে যায় না , তবে সত্যি কথা বলতে এই সার্ভিস এখন বিশ্ব এর কিছু লিমিটেড জায়গাতে পাওয়া যায় , আর তাই টাইম লোকেসণ চেঞ্জ করলেও আপনি এই Cortana বেগম রে পাবেন না।
    পাওয়া গেলে অবস্যই বলব আপনাকে …

    টিউনমেন্ট এর জন্য অনেক ধন্যবাদ ….

ami windows download korte paresi… just link e click koratei amake processing korea nilo… porer option gulo r dekhar proyojon e porlo na. thanks a lot.

vai , ami to amar time zone and date change kore usa korlam. tobuo cortana er dekha pelam na..
eta ki ip er sathe somporko? jotoi change kori na kano hobe na amon kisu ?
kono way thakle janaben plz

    jibonre   
    Level 2

    তবে সত্যি কথা বলতে এই সার্ভিস এখন বিশ্ব এর কিছু লিমিটেড জায়গাতে পাওয়া যায় , আর তাই টাইম লোকেসণ চেঞ্জ করলেও আপনি এই Cortana ইউস করতে পাবেন না। windows 10 e ডিফল্ট লোকেসন ট্র্যাক অপসন আছে যা আপনার লোকাল ISP থেকে WINDOW ( cortana ) সেভ করে তাই চেঞ্জ IP option is not applicable if you change your location , but your ISP remain the Same if you Change Your ISP WITH A US based ISP On That Time you can start Cortana..

    কোনো পথ থাকলে বা পাওয়া গেলে অবস্যই বলব আপনাকে এজাজ ভাইজান….
    টিউনমেন্ট এর জন্য…ধন্যবাদ…
    ধন্যবাদ পাশে থাকার জন্য…..

অভিষেক হাজরা দাদা একটি জিজ্ঞাসা আমি 8·1Pro(32bit) এ আছি, আমি নামাতে চাই 10প্রো(64বিট) !! তো মিডিয়া ক্রিয়েশন টুল কোনটা নামাবো ?? 32/64 ??

[আমি আগে 7(64বিট) এ থাকাবস্থায় 10Pro(64bit) নামানোর উদ্দেশ্যে মিডিয়া ক্রিয়েশন টুল 64বিট নামাই ! কিন্তু ইনস্টল এ ক্লিক করতেই কিছুক্ষণ পর ছোট্ট একটা ডায়ালগ বক্সে “error:কিছু নম্বর ” লেখা আসত৷ তাই বিকেলেই আবার 8·1প্রো(32বিট) এ শিফট করি ! কিন্তু আগে ডাউনলোড করা সেই মিডিয়া ক্রিয়েশন টুলতো ইনস্টল হয় না ৷ তো আবার নতুন করে ডাউনলোড করলে কি ঠিক হবে ?? যদি হয় , তো বলেন 10প্রো(64বিট) নামাতে কি মিডিয়া টুল 64বিটই নামাবো ?? আমি যে ভার্সনেই থাকি সেটা সমস্যা নয় ??
(সানিম ভাই দুঃখিত !! নিরুপায় হয়ে এখানে এই টিউমেন্টটি করলাম )

    মিডিয়া ক্রিয়েশন টুল 64 64 bit windows 10 এর জন্য ,মিডিয়া ক্রিয়েশন টুল 32 32 bit windows 10 এর জন্য ,
    For best result download from torrent easily. it is fast process , main thing is in মিডিয়া ক্রিয়েশন টুল e কোনো পজ অপসন নেই তাই নেট স্লো বা বন্ধ হয়ে গেলে .ISO প্রবলেম আসতে পারে, তাই ভালো হবে যদি তর্রেন্ট থেকে ডাউনলোড করে নিলে ,
    https://kat.cr/microsoft-windows-10-home-and-pro-x64-clean-iso-t11021685.html

    টিউনমেন্ট এর জন্য…ধন্যবাদ…
    ধন্যবাদ পাশে থাকার জন্য….

      আপনাকেও অসংখ্য ধন্যবাদ 🙂 আর লিংকটা শেয়ার করায় আরো বেশি খুশি হলাম !!

@অভিষেক হাজরা দুঃখিত উপরিউক্ত টিউমেন্টের শেষে সানিম ভাইকে উদ্দেশ্য করে ব্রাকেটে কথাটি লেখার জন্য ৷ আসলে প্রথমে সানিম ভাইয়ের টিউনেই আপনাকে উদ্দেশ্য করেই ঐ পুরো টিউমেন্টটি করেছিলাম ৷ অতপর আপনার প্রোফাইল ঘুরে এই টিউনটিতে কপি-পেস্ট টিউমেন্ট করে ফেলেছি (ফোন থেকে টিউমেন্ট করছি লে টাইপ করতে প্রবলেম হয়, তবুও দুঃখ প্রকাশ করে আবার টিউমেন্ট করলাম )৷
সবশেষে অসংখ্য শুভেচ্ছা সুন্দর টিউনের জন্য ৷ সামনের দিনগুলো তেও এরকমই ও আরও প্রয়োজনীয় ও কার্যকরী টিউন পাবো বলে রাখি 🙂

    টিউনমেন্ট এর জন্য…ধন্যবাদ… ধন্যবাদ পাশে থাকার জন্য….

      ঈশ্বর ভরসা!!

        কেন কি হলো আবার ? কোনো নতুন প্রবলেম ?
        হেল্প লাগলে বলবেন। পাশেই আছি। @ বি কে সেন

          নতুন কোন সমস্যায় এখনও পড়িনি 🙂 অবশ্যই জানাব!!

vai plz help koren..ami az w10 disi but pc off hosse na.r off korle mouse on hoye thakse.pore mouse a click korle e pc on hoya zasse….plz need help

    press alt + f4 shut down select > make force shut Down .

    টিউনমেন্ট এর জন্য…ধন্যবাদ… ধন্যবাদ পাশে থাকার জন্য….

All I want to do is save the Windows 10 installation media to my external HDD; I downloaded the media tool, opened the file and I get the message, “Something Happened” with a code 0x80070002-0x20016. Anyone know what this means? I tried both versions, 32bit and 64bit but I get the same results. I don’t know If I did something wrong or if this is Microsoft’s problem, please help.

If this matters any, I’m still running Windows 8.1 64pro

    1. First, click on start and type the following command to open the Windows Registry Editor

    Regedit

    2. Now, on the left pane, navigate to this path

    Computer\HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\WindowsUpdate\OSUpgrade

    3. Right click on the pane on the right hand side, and create a New -> DWORD (32-bit) value.

    4. Assign the following name to it. It is case sensitive, so copy and paste it as given below.

    AllowOSUpgrade

    5. Double click on the entry you created, and change the value to 1 in hexadecimal base. (Hexadecimal is chosen by default)
    7. Navigate to Start > All programs > Windows Update. Wait for it to finish checking for updates, and enjoy!

    আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে।
    আমি আমার বিলম্বিত উত্তর দেওয়ার জন্য সত্যিই দুঃখিত ।।।
    ধন্যবাদ কমেন্টের জন্য।
    প্রবলেম হলে বলবেন কিন্তু
    ধন্যবাদ পাশে থাকার জন্য।

Ami Bazar Theke windows 10 er Enterprise 64 bit er akta disk kine Instoll Kori. Kintu Active korar jonno Key input korle active hoy na. Pls kew ki help korben.

    উইন্ডোজ 10 এন্টারপ্রাইজ এখনও released না হওয়ার জন্য ,
    Enterprise অ্যাক্টিভেশন, এই মুহূর্তে সম্ভব নয় .
    আপনি বাজারে পাওয়া কোন ক্র্যাক বা প্যাচ ব্যবহার করতে পারেন,
    Released না হওয়া পর্যন্ত তাই,
    চূড়ান্ত মুক্তির জন্য অপেক্ষা করুন
    আমি আমার বিলম্বিত উত্তর দেওয়ার জন্য সত্যিই দুঃখিত ।।।
    ধন্যবাদ কমেন্টের জন্য।

ভাইয়া আমি windows10 pro টা ইন্সটল করতে চাচ্ছিলাম।কিন্তু মিডিয়া ক্রিয়েশন টুল ডাউনলোড করে windows10 pro এডিশনটা দেখতে পাচ্ছিনা।শুধু windows 10,windows10 home,windows10 N এই তিনটা দেখতে পাচ্ছি।কোনটা ডাউনলোড করব??

ভাইয়া আমি windows10 pro টা ইন্সটল করতে চাচ্ছিলাম।কিন্তু মিডিয়া ক্রিয়েশন টুল ডাউনলোড করে windows10 pro এডিশনটা দেখতে পাচ্ছিনা।শুধু windows 10,windows10 home,windows10 N এই তিনটা দেখতে পাচ্ছি।কোনটা ডাউনলোড করব?? ei problem ta amaro vaiya..plz help

    অজয় দেব ভাই মিডিয়া ক্রিয়েশন টুল দিয়া কি করে উইন্ডোজ ডাউনলোড দিবেন তা জানতে হলে আমার এই টিউনটি দেখুন।
    আশা করি আপনি বুঝতে পারবেন ।
    টিউমেন্ট করার জন্য ধন্যবাদ ।

    ভালো থাকবেন, ভালো রাখবেন। আর টেকটিউনের সাথে থাকার জন্য ধন্যবাদ।

আমার Windows 10 অনেক আগে আমি স্কাইপ ব্যবহার করে একটিভ করেছিলাম। তারপর থেকে উইন্ডোজ ১০ ইনস্টল দিলেই ইনটারনেট পেলেই নিজে থেকে একটিভ হয়ে যায়। কিন্তু মনে হয় এটা আমার পিসি রেজিষ্টার করে রেখেছে। এটা তো অরিজিনালই বলা যায় তাই না? আর একটা কথা, যে কোন পিসিতেই ইনস্টল দিলে একটিভ করতে হবে না এমন কোন উপায় আছে?

আমার একটি সফটওয়্যার এর প্রোডাক্ট কী প্রোয়োজন MS Office 2019 অথবা, 2016। আমি ক্র্যাক ব্যবহার করতে চাইনা। এমন যদি হয় আমি নিজে DLL ফাইল অথবা অন্য কোন ফাইল কপি করে প্রোগ্রাম ফাইলে গিয়ে পেস্ট করে দেবো আর একটিভেট হয়ে যাবে তাহলেও হবে। এন্টিভাইরাস ডিজেবল রেখে কোন কিছু করতে চাই না আমি তাই এখানে এইভাবে টিউমেন্ট করলাম।