আশা করি সবাই ভালই আছেন।
গতকালের টিউনটি করার পর বুঝতে পারি যে অনেকের উইণ্ডোস ১০ ইনস্টল করতে গিয়া, হাজারো অসুবিধার সমুখীন হতে হযেছে।
যেমন কারো ডাউনলোড সুরু হছিলো না।কারো বা ERROR ম্যাসেজ। কেউ প্রিভিউ ভার্সন, কেউ এন্টারপ্রাইস ভার্সন। আপগ্রেড আইকন টা টাস্কবার এ নেই। কারো কারো তো মনে হলো নাইবা করলাম উইণ্ডোস ১০ ইনস্টল।
ইনস্টল নাইবা করলেন windows10 অরিজিনাল ISO সেভ করতে ক্ষতি কি ? তাও যদি ফ্রি এবং জেনুইন ভাবে পাওয়া তো কোনো ক্ষতি তো নেই।
কাল কথা দিয়া ছিলাম আজ টিউন টা করে দেবো; সব প্রবলেম সলভ না হলেও সিংহ ভাগ যে সলভ হবে তা হলফ করে বলতে পারি কিভাবে।
নিয়া নিন WINDOWS ১০ ফ্রীতে মাইক্রোসফট ডাউনলোড লিংক
WINDOWS ১০ কিভাবে ডাউনলোড এবং ডাউনলোড টা কে কিভাবে সেভ করে রাখবেন দেখালাম ছবিতে স্টেপ বাই স্টেপ
প্রথমে লিংক টা ওপেন করুন। নিচের ছবির মতো ওয়েব পেজ টা খুলবে
Select 64 bit or 32 bit
আমি ৬৪ বিট সিলেক্ট করে ছি। আপনি ৩২ বিট ও সিলেক্ট করতে পারেন
MediaCreationToolx64 নামক একটি ফাইল ডাউনলোড হবে
ওপেন করুন ডাউনলোড করা ফাইল টি As Admin নিচের ছবির মতো
windows 10 Setup এ একটি পেজ খুলবে নিচের ছবির মতো
Upgrade this PC Now And Create installation media for another PC
Create installation media for another PC সিলেক্ট করুন .ISO or .ESD ফাইল টি ডাউনলোড করার জন্য
সিলেক্ট করুন NEXT
windows 10 Setup এ একটি পেজ খুলবে নিচের ছবির মতো
যেখানে আপনি পছন্দ করতে পারেন আপনার ভার্সন, বিট ভার্সন, ও ভাষা।
সরি বাংলা ভাষা নেই।
architecture এ ৩ টি অপসন x32,x64 এবং Both আছে
তাই সুবিধার জন্য বাই ডিফল্ট ভাষা English(US), EDITION WINDOWS PRO and Bit Version x64 or x32 সিলেক্ট করুন
windows 10 Setup এ একটি পেজ খুলবে নিচের ছবির মতো
Choose Which Media to Use
আমি .ISO ফাইল সিলেক্ট করলাম ; আপনি USB অপসন চাইলে সিলেক্ট করতে পারেন
press NEXT Download শুরু করার জন্য
আপনার কাছে সেভ কোথায়ে করা হবে তার একটি কনফার্ম-এসন আসবে।
আপনি রিনেম করতেও পারেন। ডিফল্ট ভাবে ডাউনলোড DOCUMENTS সেভ হয়
ডাউনলোড শেষ হলে ISO File টি ডিভিডি তে সেভ করে রাখুন আর তৈরী হয়ে গেল উইণ্ডোস ১০ ফাইনাল বিল্ড তাও ওরিজিনাল মাইক্রোসফট সার্ভার থেকে।
এই টিউন টি করতে যারা আমাকে রিকোয়েস্ট করে ছিল তাদের কে ধন্যবাদ। এজাজ ইসলাম এবং কামরান পারভেস ইভান ভাইজানকে অনেক ধন্যবাদ এই টিউনটির জন্য ও পাশে থাকার জন্য
যদি আপনি ফ্রি উইণ্ডোস ১০ রিসার্ভ করে থাকেন তাহলে .ISO ফাইল দিয়া আপগ্রেড করুন এবং অনলাইন এক্টিভ করে নিন ফ্রি তে আর সেভ করুন আপনার স্টোর ফাইল টি, স্টোর ফাইল সেভ করার জন্য এই টিউনটি দেখুন। তাহলে পরবর্তী কালে এক্টিভ করতে আর প্রবলেম হবেনা।
যদি আপনি ক্লিন ইনস্টল করেন তখন এক্টিভেটর লাগবে। যদি লাগে ওটা (Activator) তাইত, আমি নতুন করে দিলাম না
যদি লাগে তো শাহেদ ভাইজান এর টিউন এর লিঙ্ক টা দেখুন কাজে আসতে পারে।
শাহেদ ভাই আপনার টিউন থেকে সাহায্য নিলাম কিছু মনে করবেন না কিন্তু।।।।।।।
ধন্যবাদ পাশে থাকার জন্য, টিউনমেন্ট করবেন, আর অসুবিধা হলে বলবেন নিশ্চই হেল্প করব।
আমি অভিষেক হাজরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি অভিষেক , মাইক্রোসফট টেক প্রসেস এ কর্মরত ; ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।
ধন্যবাদ।