সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সদ্য রিলিজ হওয়া উইন্ডোজ ১০ আমাদের প্রযুক্তিময় জীবনের সাথে কতোটা সামঞ্জস্যপূর্ণ সে সম্পর্কিত আমার আজকের টিউন।
২৯ জুলাই, বহুপ্রতিক্ষিত উইন্ডোজ ১০ এর রিলিজ হওয়ার দিন। নতুনকে উপভোগ করার, নতুন কে স্বাগত জানানোর মাহেন্দ্রক্ষণ। এই দিনের জন্য অপেক্ষা যেন শেষ হতেই চায়নি। অবশেষে সেই দিন আসলো, পিসি ব্যবহারকারীদের জীবনে এলো ঈদের মতো আনন্দ। উইন্ডোজ আপগ্রেড করার ধুম পড়ে যাওয়ার কথা। বুঝে কিংবা না বুঝে সবাই এখন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে মাইগ্রেট করবে। কিন্তু যে উৎসাহ এবং উদ্দিপনার কারনে আপনি উইন্ডোজ ১০ এ মাইগ্রেট করতে যাচ্ছেন সেই উইন্ডোজ ১০ আপনার সাথে কতোটা সামঞ্জস্যপূর্ণ যেটা একবার ভেবে দেখেছেন? আপনি কম্পিউটারে যে ধরনের কাজ করেন উইন্ডোজ ১০ সেই কাজের জন্য কতোটা সহায়ক হবে সেটা জানেন? উইন্ডোজের নতুন ভার্সনে পুরোপুরি মাইগ্রেট করার আগে আপনাকে এই বিষয়গুলো জানাতেই আমার আজকের আয়োজন। যদিও উইন্ডোজ ১০ নিত্যনতুন সুবিধা সম্বলিত উইন্ডোজ এর সর্বশেষ সংস্করণ কিন্তু এই সংস্করণ থেকে বাদ পড়েছে উইন্ডোজ এর জনপ্রিয় কিছু ফিচারস। আপনি যদি উইন্ডোজ ১০ এ মাইগ্রেট করেন তাহলে নতুন কিছু পাবেন ঠিকই কিন্তু সেই সাথে পরিচিত অনেক কিছুই হারাতে পারেন। তো চলুন জেনে নেওয়া যাক পাওয়া না পাওয়ার তালিকায় কী কী থাকছে।
যদিও মাইক্রোসফটের উইন্ডোজ ভার্সন আপগ্রেড এর ব্যাপারে ব্যবহার কারীদের আস্থা এতোটা ভালো না তবুও উইন্ডোজ এর এই সংস্করনের প্রতি মানুষের একটু অতিরিক্ত আস্থা তৈরী হয়েছে। এর আগে রিলিজ হওয়া উইন্ডোজ ৮/৮.১ গ্রাহকদের কাছে ফ্লপ হিসাবেই প্রমাণিত হয়েছে বলা যায়। নতুন অনেক ইউজার হয়তো রঙ ঢং এবং বাহ্যিক চাকচিক্য দেখে উইন্ডোজ ৮ কিংবা ৮.১ ব্যবহার করেছে কিন্তু অনেক পুরাতন কম্পিউটার ব্যবহারকারী কিন্তু সেই সেভেন কিংবা এক্সপিতেই পড়ে রয়েছে। এদেরকে কিন্তু ব্যাকডেটেড বলা যাবে না। কারন নতুন অপারেটিং সিস্টেম যদি চাহিদার সাথে না যায় তাহলে তো পুরাতনকে ব্যবহার করতেই হবে। তবে উইন্ডোজ ১০ এ নতুন করে যা কিছু আসছে সেটাকে কিন্তু খারাপ বলা যাবে না। বরং এটাকে কম্পিউটার অপারেটিং সিস্টেম ইতিহাসে এক বিপ্লব বলা যেতে পারে। যাহোক, চলুন একটু দেখে নেই কোন ফিচারগুলোর কারনে আমরা উইন্ডোজ ১০ ব্যবহার করবো।
এসব সুবিধা ছাড়াও নতুন ব্রাউজার স্পার্টান, দ্রুতগতির ইন্টারফেইস সবগুলো মিলিয়ে অন্ধের মতো উইন্ডোজ ১০ এ মাইগ্রেট করা যেতে পারে। তবে চোখ কান খোলা রাখলে মাইগ্রেশন প্রক্রিয়াটা এতোটা সুন্দর নাও হতে পারে। কারন যা কিছু নতুন পেলেন তার সাথে হয়তো হারিয়ে ফেললেন আরও অনেক কিছু। কারন উইন্ডোজ এর নতুন এই সংস্করণ অনেক জনপ্রিয় ফিচারকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। তো চলুন জেনে নেই কী কী ফিচার আমরা উইন্ডোজ ১০ এ মিস করবো।
বাতির নিচেই থাকে অন্ধকার। তাই উইন্ডোজ ১০ এর এতো এতো সুবিধার ভীড়ে কিছু অসুবিধাও লুকিয়ে আছে। তাই উইন্ডোজ ১০ এ পুরোপুরি চলে যাওয়ার আগে অসুবিধাগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। কারন ভাবিয়া করিও কাজ করিয়ে ভাবিওনা। চলুন তাহলে উইন্ডোজ ১০ থেকে বাদ দেওয়া ফিচারগুলো সম্পর্কে একটু জেনে নেই।
উইন্ডোজ ১০ কেবল একটি নতুন সংস্করণের উইন্ডোজই নয় বরং এটা উইন্ডোজ ফাংশনালিটির একটি মৌলিক পরিবর্তন। অন্যন্য কোম্পানির মতো ছোটখাট কোন পরিবর্তন না করে বরং আপনার উইন্ডোজ এক্সপেরিয়েন্সকেই পুরোটা বদলে দিবে এই নতুন সংস্করণের উইন্ডোজ। সুতরাং এখনই সিদ্ধান্ত নিতে হবে এই পরিবর্তন আপনার পিসির জন্য কতোটা উপকার বয়ে আনবে? নাকি সুবিধার নামে পরিবর্তনগুলো অপকারের পাল্লাকে ভারি করবে। প্রত্যেকটি ভালো মন্দের পক্ষে বিপক্ষে কিছু কথা থাকে। সেই কথাগুলো পর্যালোচনা করলেই মুল সত্যটা বের হয়ে আসে। আজ আমরা সেই মুল সত্যটা উদঘাটনের একটা চেষ্টা করে দেখবো।
উইন্ডোজ ১০ ব্যবহার করার আগে এই বিষয়গুলো সম্পর্কে একটু ভাবুন। আমার টিউনটিকে অনেকে পজিটিভ এবং নেগেটিভ দুই ভাবেই দেখতে পারে। তবে আমি উইন্ডোজ ১০ এর বিপক্ষে কিছু বলছিনা, আমি শুধু বলবো অন্ধ হুজুগ বাদ দিয়ে সচেতন ভাবে কিছু করুন। হয়তো সামনে উইন্ডোজ ১০ এর আরও আপডেট আসবে। তখন হয়তো আপনি মনের মতো উইন্ডোজ পেয়ে যেতে পারেন। তবে রিলিজ হওয়া মাত্রই সেটাকে ব্যবহার করা কতোটা ঠিক সেই প্রশ্ন আপনার কাছে? আপনার উত্তর জানার জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি টিউমেন্ট সেকশনে। উত্তরের স্বপক্ষে আপনার মন কী বলছে?
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর টিউনটিকে মৌলিক মনে হলে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন দিতে ভুলে যাবে না যেন। সর্বশেষ যে কথাটি বলবো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ
➡ ইমেইলে আমার সকল টিউনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুনঃ টেকটিউনস » সানিম মাহবীর ফাহাদ 🙄
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
Windows gadget gula manualy software install kore firiye ana jay. ami nije koresi.