ইনস্টল করবেন উইন্ডোস ১০ ISO ফাইল থেকে কি করে

কি করে ইনস্টল করবেন উইন্ডোস ১০ ISO ফাইল থেকে
সবার প্রথমে ISO ফাইল টি কে সেভ করুন অন্য কোনো ড্রাইভ এ মানে C:\  ছাড়া অন্য কোনো ড্রাইভ এ
যদি উইন্ডোস ৮.১ বা ৮ থাকে তাহলে খালি Right Click করলে আপনি Mount করার অপসন টি পাবেন সবার প্রথমে

নিচের ছবির মতো একটা পেজ আসবে Mount অপসন সিলেক্ট করুন

আর আপনার ISO ফাইলটি খুলে যাবে, সিলেক্ট করুন Setup.exe ফাইলটি, Right Click করলে আপনি Run As Administrator অপসন টি পাবেন

Press ENTER

নিচের ছবির মতো

নিচের ছবির মতো একটা পেজ আসবে

এরপর

একটা পেজ আসবে Get Important Updates

যে কোনো একটা অপসন সিলেক্ট করুন Download And Install Update অথবা Not Right Now

আর NEXT সিলেক্ট করুন

একটা পেজ আসবে Getting Updates আর NEXT সিলেক্ট করুন

একটা পেজ আসবে License Terms

ACCEPT অপসন সিলেক্ট করুন

একটা পেজ আসবে Making Sure you're ready to Install

NEXT অপসন সিলেক্ট করুন

একটা পেজ আসবে Ready to Install

INSTALL অপসন সিলেক্ট করুন

 

ইনস্টলেশন শুরু হবে নিচের ছবির মতো

100% Complete হলে আপনার পিসি রিস্টার্ট হবে

আবার ইনস্টলেশন শুরু হবে নিচের ছবির মতো                                                              অপেক্ষা করুন

আপনার পিসি রিস্টার্ট হবে আরও দুইবার

তারপর

একটা পেজ আসবে Hi There Welcome Back

NEXT অপসন সিলেক্ট করুন

এরপর একটা পেজ আসবে Get Going Fast

Use Express Setting অপসন সিলেক্ট করুন নিচের ছবির মতো

এরপর একটা পেজ আসবে New apps For the New Windows

NEXT অপসন সিলেক্ট করুন নিচের ছবির মতো

এরপর যে যে পেজ-গুলি আসবে তাতে কিছু সিলেক্ট করতে হবে না, খালি আপনাকে অপেক্ষা করতে হবে ইনস্টলেশন কমপ্লিট হবার

পেজ গুলি হলো নিচের ছবির মতো

ব্যাস আপনার ইনস্টলেশন কমপ্লিট।
আপনি Check করতে পারেন, আপনার এক্টিভেশন কমপ্লিট কিনা

ওপেন Command prompt as admin  এবং টাইপ করুন

Slmgr/xpr

windows এক্টিভেশন কমপ্লিট কিনা জানিয়ে দেবে আপনাকে..

 

আর হ্যা WINDOWS ১০ এ অটোমেটিক আপডেট থাকে...

ইন্টারনেট অন করে আপডেট গুলি download করে নিন এতে আপনার সব ড্রাইভার আপডেট হয় যাবে।

যদি Windows 10  ১০২৪০ build number use করে থাকেন ইনস্টলেশন এর সময়, তাহলে আপনি আপডেট ইনস্টল করলে আপনার Windows ১০ ফুল RTM ইনস্টল হয়ে যাবে
আপডেট গুলি ইনস্টল করুন নিচের ছবির মতো

আপডেট গুলি ইনস্টল হয়ে গেলে নিচের ছবির মতো একটা ম্যাসেজ আসবে ....

100% Complete হলে আপনার পিসি রিস্টার্ট করুন ...

আর দয়া করে সবাই টিউমেন্ট করবেন ভালো না লাগলেও।

 

 

 

Level 2

আমি অভিষেক হাজরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি অভিষেক , মাইক্রোসফট টেক প্রসেস এ কর্মরত ; ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো না লাগলে মানে, অসাধারণ, ধন্যবাদ ভাইয়া।
আচ্ছা যারা ৮.১ Crack ইউজ করে তারা কি এটা কোরতে পারবে ?

jibonre   
Level 2

আরে কে অরিজিনাল ইউজ করেছে, বেশির ভাগ লোকেই তো ক্র্যাক ইউজ করেছে
হবে মানে হবেই হবে …

    ১০ ব্যবহার করলাম ১মাস এর মত। বেশ ভাল লেগেছে কিন্তু কিছুুদিন পর Store আর চলেনা। আবার ফ্রি অাপগ্রেড এ লোভে আবার ৭ এ আসলাম আর আপডেট দিয়ে যাচ্ছি কিন্তু এখনও ১০এর নোটিফিকেশন পেলাম না। কিভাবে তাড়াতাড়ি পাব একটু জানা থাকলে জানান

      jibonre   
      Level 2

      http://www.mediafire.com/view/1qr5ybeshgr3ke5/win10fix_full.bat
      এই লিংক থেকে ডাউনলোড করুন ব্যাট ফাইল টি আর KB3000850 আপডেট টি ইনস্টল করবেন অবস্য়ই ..Bat ফাইল রান করান
      আর তাড়াতাড়ি করার দরকার নেই ২৯ জুলাই ২০১৬ অবধি আপগ্রেড করা যাবে

আমি ৮.১ ব্যবহার করছি। এটা কি আপডেট নাকি পুরো ইন্সষ্টল। আমি বলতে চাচ্ছি আবার নতুন করে পিসির সব soft গুলো দেয়া… । 10 এর ভাল লিংক থাকলে শেয়ার করতে পারেন।

    jibonre   
    Level 2

    না আপডেট ; ভালো লিংক শেয়ার করতে পারলাম না আমার account ব্লক করা হয়ছে..তবে খুব তাড়াতাড়ি দিয়া দেব Full And Final Version Windows of 10.. Techtunes-এ অপেক্ষা করুন

১০ ব্যবহার করলাম ১মাস এর মত। বেশ ভাল লেগেছে কিন্তু কিছুুদিন পর Store আর চলেনা। আবার ফ্রি অাপগ্রেড এ লোভে আবার ৭ এ আসলাম আর আপডেট দিয়ে যাচ্ছি কিন্তু এখনও ১০এর নোটিফিকেশন পেলাম না। কিভাবে তাড়াতাড়ি পাব একটু জানা থাকলে জানান

many thanks! thousands thanks,

    jibonre   
    Level 2

    You are most Welcome..

ভাইয়া ইন্সটল দেওয়ার সময় কি ইন্টারনেট কানেকশন থাকতে হবে???
আর C Drive ফোল্ডার টা রাখলে কি সমস্যা হবে???
আর ড্রাইভ পার্টিশন কি আগের মতই থাকবে???

উইন্ডোজ ৭ এ তো কোনো Mount নাই তাহলে ?????????

    jibonre   
    Level 2

    ISO File open করার জন্য Power ISO ডাউনলোড করেন , কাজ করবে

Level 0

আচ্ছা,media creation tool দিয়ে জানালা ১০ এ আপডেট দিলে কি আমার ইন্সটল করা সব সফটওয়্যার আবার নতুন করে ইন্সটল করতে হবে ?

    JOY SIR ,
    সরি অনেক লেট রিপ্লাই হলো তার জন্য , ক্ষমা করে দেবেন।
    হ্যা আবার ইনস্টল করতে হবে.
    ধন্যবাদ টিউনের জন্য ,
    প্রবলেম হলে বলবেন।

Level 2

আমি ১০ সেটাপ দিলাম।

একজনের কাছে থেকে ৬৪ বিট ISO নিয়ে সেটাপ দিয়েছি। এখন একটিভেট করবো কিভাবে।
অনেকদিন আগের আমার লাইভ ID আছে । আমি ওইটা পারসোনালি ইউজ করি। এখন আমি কিভাবে ফ্রি লাইসেন্স পাবো?

নেট কানেক্ট থাকা লাগবে?