Windows ১০ সকল Preview রিমুভ করুন ২৯ জুলাই এর আগে না হলে ফ্রি আপগ্রেড কিন্তু মিস হতে পারে

Windows ১০ সকল Preview রিমুভ করুন ২৯ জুলাই এর আগে না হলে ফ্রি আপগ্রেড কিন্তু মিস হতে পারে হাতে মাত্র আর একটা দিন

উফ সেই এক প্রবলেম কিছুতেই রিমুভ করতে পারছি না।  কি?
আরে বাবা উইন্ডোস আপডেট অপসন। ব্যাটা পুরা নেটটা শেষ করে দিল পুরা ৩ জিবি আপডেট ৩g তে বোঝার আগেই শেষ।
হ্যা ঠিক তাই উইন্ডোস ১০ এ অটো আপডেট অপসন বন্ধ করা যায়না।


আবার অনেক সময় আপনি দেখতে পারেন যে আপনার সাধের মডেম টি কাজ করছে না ড্রাইভার নট সাপোর্টেড
লেখা দেখাছে। কোনো ড্রাইভার যদি উইন্ডোস থেকে অটো আপডেট না পায় তাহলে সেটা চালাতে বেস সময় লাগতে পারে আপনাকে।
আর আপনার তো মনে হতেই পারে যে আগেরটাই উইন্ডোস টাই ভালো ছিল।।।।।।

আমার যেমন উইন্ডোস ১০ এর নতুন কিছু টার্মস পছন্দ হলনা।।।।।।
নিচের  ছবিতে দিলাম নতুন টার্মস এর একটি অংশ।।।।।।।

 

তাই আমি করে দেখালাম কি করে রিমুভ করবেন আপনার উইন্ডোস ১০ Tech preview OR Insider Preview,OR Final upgrade তবে একটি কথা যদি আপনি ক্লিন Tech preview OR Insider Preview উইন্ডোস ১০ INSTALL করেন তবে আপনি REMOVE করতে পারবেন না ।।

 

রিমুভ করার জন্য

প্রথমে টাইপ করুন WINDOWS UPDATE নিচের সার্চ বারে আর সিলেক্ট করুন WINDOWS UPDATE SETTINGS

নিচের ছবির মতো

 

 

একটা পেজ আসবে UPDATE & SECURITY

Recovery সিলেক্ট করুন এবং পাশের Go Back to WINDOWS 8 .1 এ Get Started সিলেক্ট করুন

নিচের ছবির মতো

নিচের ছবির মতো একটা পেজ আসবে Getting things ready

 

একটা পেজ আসবে Why are you going back ?

যে কোনো একটা অপসন সিলেক্ট করুন আর

NEXT সিলেক্ট করুন

 

একটা পেজ আসবে What you need to know

NEXT সিলেক্ট করুন নিচের ছবির মতো

 

একটা পেজ আসবে Don't get locked out

NEXT সিলেক্ট করুন নিচের ছবির মতো

 

একটা পেজ আসবে Thanks for trying Windows 10

GO BACK TO WINDOWS 8.1 / 7 সিলেক্ট করুন নিচের ছবির মতো

 

 

 

তারপর অপেক্ষা করুন

আপনার পিসি রিস্টার্ট হবে।
আর নিচের ছবির মতো WINDOWতে  একটা লেখা আসবে


আর পৌছে দেবে আপনাকে আগের WINDOWS ভার্সন এ ও হ্যা আর নতুন করে ACTIVATION লাগবেনা

আর উইন্ডো ১০ রিসার্ভ আইকন টি আপনি টাস্কবার এ দেখতে পাবেন আবার। আর নতুন করে ACTIVATION লাগবেনা.

 

 

টিউমেন্ট করবেন কিন্তু অপেক্ষাতে রইলাম, আর কোনো সাহায্য লাগলে টিউমেন্টস এ বলুন।

Level 2

আমি অভিষেক হাজরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি অভিষেক , মাইক্রোসফট টেক প্রসেস এ কর্মরত ; ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

bhai, ami to windows7 e reserve koresi. so amake to mone hoy kisu korte hobe na!

jibonre   
Level 2

না করতে হবে না. যদি না আপনি windows 10 preview ইনস্টল করে থাকেন ..

আসসালামু আলাইকুস ভাই, আমি তো এখনো উইন সেভেন ব্যবহার করি ৭ থেকে আপডেড করা যাবে কি?

vai ami windows 8.1 pro with media center chalai…kintu windows 10 reserve krte pati nai…..
jodio sunchi windows 10 1 year er jonno free hobe….

apni amake e bepare kono sahajjo krte perben??

Thanks.

    jibonre   
    Level 2

    Windows ১০ এক বছর ফ্রি কে বলছে, একবছর ফ্রি আপগ্রেড বুঝলেন আর লাইফটাইম ফ্রি 2023 অবধি
    আপডেট করুন আপনার পিসি আর Upgrade reserve করুন..কোনো প্রবলেম হলে বলবেন..

    @শরীফুল ইসলাম, win10 এ windows media center নাই, so think before you leap.

উইন্ডোজ ১০ কবে থেকে পিসিতে ইন্সটল দেবো ?

jibonre   
Level 2

যদি windows 10 ফ্রি reserve আপগ্রেড করা থাকে তাহলে এখন একবার windows update চেক করুন ..ডাউনলোড সুরু হয়ে গেছে…..দেখতে পাবেন..

    আমি কিছু করিনি, এই মুহূর্তে আমি ৮.১ ইউজ করছি, ক্র্যাক। ১০ ইউজ করতে আমার করনীয় ?

jibonre   
Level 2

অপেক্ষা করুন ফাইনাল ring এর জন্য … যদি কেউ ফাইনাল windows ১০ Pro আপনাকে provide না করে তবে আমি লিংক সেন্ড করব .. Techtunes… আসলে আমি মাইক্রোসফট টেক টীম এর মেম্বার তাই আমি ৩১ জুলাই এর আগে কোনো লিংক Provide করতে পারব না …. Sorry for the Inconvenience….

    ভাইয়া আমি ৭ এ রিজার্ভ করে ১০ নতুন আমার ডাউনলোড করা আইএসও ইন্সটল দেই কিন্তু আমার ফ্রি এ্যাক্টিভেশন কাজ করতেছেনা। এখনও এ্যাক্টিভ করতে বলছে