Windows এ কম ডাটা খরচ করে ম্যাক্সিমাম স্পিডে Faster Internet ব্যবহার করুন।

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউনটি। আমরা যারা উইন্ডোজ পিসিতে নেট ব্যবহার করি তারা অনেকেই একটি সমস্যার সম্মুখীন হন। তাহলো ৩জি হাই স্পিডে নেট ব্যবহার করার পরও দেখা যায় ওয়েবপেজ লোড হতে অনেক সময় লাগে এবং অনেক ডাটাও অবচয় হয়। এর কারণ হচ্ছে উইন্ডোজে ডিফোল্টভাবে ব্যান্ডউইথ লিমিট করা থাকে, তাই ব্যান্ডউইথ লিমিট বাড়িয়ে দিলে উইন্ডোজে ম্যাক্সিমাম স্পিডে নেট ব্যবহার যায়। তো চলুন দেখা যাক কিভাবে আপনি আপনার উইন্ডোজে ইন্টারনেটের সর্ব্বোচ্চ গতি পেতে পারেন। কোনো সমস্যা হলে টিউমেন্টে জিজ্ঞাস করতে পারেন। তাহলে কথা না বাড়িয়ে টিউনটা শুরু করি।

১) প্রথমে Run এ গিয়ে “gpedit.msc” লিখে Enter প্রেস করুন।

run-gpedit-msc

২) এখন নতুন একটি উইন্ডো ওপেন হবে। এখানে ‘Local Computer Policy’ থেকে ‘Computer Configuration’ এ ডাবল ক্লিক করুন।

Local Computer Policy-Computer Configuration

৩) ‘Administrative Templates’ এ ডাবল ক্লিক করুন।

Administrative Templates

৪) ‘Network’ এ ডাবল ক্লিক করুন।

Network

৫) ‘QoS Packet Scheduler’ এ ডাবল ক্লিক করুন, settings অপশন এক্সপেন্ড হবে।

QoS Packet Scheduler

৬) এখন settings হতে ‘Limit Reservable bandwidth’ এ ডাবল ক্লিক করুন, Limit Reservable bandwidth এর নতুন একটি উইন্ডো প্রদর্শিত হবে।

Limit Reservable bandwidth settings

৭) Limit Reservable bandwidth: অপশন Enable করুন। bandwidth limit: ভ্যালু “0” প্রদান করে OK প্রেস করতে হবে।

Limit Reservable bandwidth settings

৮) আবার Run এ গিয়ে “gpupdate” লিখে Enter প্রেস করুন।

Run-gpupdate

৯) সবশেষে উইন্ডোজ রিস্টার্ট করুন। এখন দেখুন আগে থেকে অনেক গতি বৃদ্ধি পেয়েছে এবং আগে থেকে কম ডাটা খরচেই পেজগুলো লোড হচ্ছে।

টিউনটা পূর্বে এখানে প্রকাশিত হয়েছিল। আমার পূর্বের টিউনটি পড়ুন "আপনার Firefox কে করুন গতিময়"। চাইলে আমার ব্লগে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে ধর্য্য সহকারে টিউনা পড়ার জন্য। আমি ফেইসবুকেটুইটারে

আমি বিপ্লব কর্মকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

notun kichu hakle den…ai sob old

    ধন্যবাদ গোপাল ভাই, পরবর্তীতে আরও এ নিয়ে আরও নতুন নতুন টিউন করব ।

valo post ami jantam na thanks.

আমার নেট স্পীড 30 kbps, এটা করলে কত হতে পারে বলে আপনি মনে করছেন বিপ্লব কর্মকার ভাই

    ধন্যবাদ বাঙ্গালী ভাই, আমি আসলে ২জি স্পিডে নেট ইউজ করি, প্রথমে আমার স্পিড 40kbps থেকে 50kbps ছিল কিন্তু ব্রান্ডউইথ লিমিট বাড়ানোর পর এখন প্রায় 70kbps থেকে 90kbps থাকে আর নেটওয়ার্ক ভাল থাকলে এর থেকেও বেশি স্পিড পাওয়া যায় ।

যা যাক আল্লাহ ভাই, কাজটা তো করলাম কিন্তু স্পিড বেড়েছে তো বলে মনে হয় না।

প্রিয়তেন নিয়েছিলাম আজ পিসি তে ট্রায় করলাম …… সুন্দর কাজের ট্রিক্স ধন্যবাদ