আসসালামু আলাইকুম !! কেমন আছেন সবাই ? আমি Emran আছি আপনাদের সাথে !!
আজকের টপিক খুব গুরুত্বপূর্ণ এবং আপনারা যারা নিজেরা কিছু শিখতে চান তাদের জন্য !!
আমি অনেক বিস্তারিত লিখি না কারন মানুষ অনেক বেশি লিখা দেখলে ভয় পেয়ে যান ! তাই আমি শুধু কাজের ধারা বর্ণনা করবো !!
আপনারা আমার টিউন সম্পূর্ণ ফলো করলে বিনা বাধায় পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটআপ দিতে পারবেন !!
১। যেসকল কম্পিউটারে সিডি ড্রাইভ নেই সেই সকল কম্পিউটারে অনায়াসে পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটআপ দেয়া যায় ! বিশেষ করে নোটবুকে সিডি ড্রাইভ থাকে না !
২। সিডি দিয়ে উইন্ডোজ সেটআপ দিলে মাত্র কয়েকবার দেয়া যায় ! এর পর সিডি নষ্ট হয়ে যায় ! কিন্তু পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটআপ পেনড্রাইভ ফরমেট করা আগ-পর্যন্ত দেয়া যায় !
৩। পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটআপ সিডি দিয়ে উইন্ডোজ সেটআপ এর চেয়ে অনেক দ্রুত !
৪। এছাড়া এখন সিডির যুগ শেষ ! 😀
এই সবগুলু ভার্সন একসাথে আপলোড করা নাই তাই সরাসরি ডাউনলোড লিঙ্ক দিতে পারলাম না !! আপনি যে ভার্সন চালাতে চান তার ISO ফাইল গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন অথবা আমাকে নির্দিষ্ট ফাইল চেয়ে রিকুয়েস্ট করতে পারেন 🙂 Emran
** এর জন্য আমাদের রুফুস নামের একটা সফটওয়্যার লাগবে : Rufus-2.2
** 8GB পেনড্রাইভ পিসিতে লাগাতে হবে !
এরপর Rufus কে Open as Administrator দিয়ে ওপেন করতে হবে !
ওপেন করার পর উপরের মত দেখতে পাবেন ! তারপর নিচের মত লাল চিহ্ন দেয়া সিডি তে ক্লিক করতে হবে !
তারপর নিচের মত Windows এর ISO ফাইলটা সিলেক্ট করে Open ক্লিক করতে হবে !
তারপর নিচের মত Start ক্লিক করতে হবে ! এবং এর পর পারমিশন চাইবে OK দিতে হবে !
কিছুক্ষন পর নিচের মত দেখাবে ( ১০-১৫ মিনিট লাগতে পারে)
আমরা যারা আপনাদের জন্য এত কষ্ট করে লিখি তাদের টিউন পরে যদি উপকৃত হন তাহলে অবশ্যই আপনার টিউমেন্ট জানাবেন আর আমাদের উৎসাহিত করবেন 🙂
আমাকে ফেসবুকে ফলো করতে পারেন : Emran !! সবাইকে ধন্যবাদ !
Do Not Copy ! Copying Don't Make You Writer ! 😉
কেমন লাগলো জানাবেন !! ধন্যবাদ !
আমি ইমরান হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আসসালামু-আলাইকুম ! আমি মোঃ ইমরান হোসাইন । আমি University Of Asia Pacific এ CSE তে পড়ি ! হ্যাকিং - ক্র্যাকিং নিয়ে আমার খুব আগ্রহ সেই থেকে আপনাদের জন্য আমার লিখা (আমি হ্যাকার না ) ! শুধুই একজন শিক্ষার্থী ! যাদের এসব আমার মতো ভালো লাগে তারা আমার পোষ্ট নিয়মিত পড়বেন...
NTFS এ পেনড্রাইভ ফরম্যাট দিলেই তো বুটেবল হয়ে যায়।