উইন্ডোজ ১০ নিয়ে যত জল্পনা কল্পনা এবং আপগ্রেড রিজার্ভ সঙ্ক্রান্ত সমস্যার সমাধান নিন একবারেই (ফিচারড টিউন)

রমজান মুবারক। কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি।  আজ নিয়ে এলাম উইন্ডোজ ১০ এর একদম সব খবর আপনাদের মাঝে /

 

উইন্ডোজ ৯ কই ?

হ্যা !!! অনেকেরই এই প্রশ্ন হতে পারে যে উইন্ডোজ ৮ আসলো,৮.১ আসলো কিন্তু উইন্ডোজ ৯ এর আগেই উইন্ডোজ ১০ কেনো ? আবার আমাদের না বলে কি মাইক্রোসফট রিলিজ ও করে দিলো ? 😀

না !!! মাইক্রোসফট উইন্ডোজ ৭ এ যেভাবে রেস্পন্স পেয়েছে সেরকম রেস্পন্স তারা উইন্ডোজ ৮ এর মধ্য দিয়ে পায় নি। তাই তারা শুরু করতে চাচ্ছিলো ফ্রেশ ও নতুন করে কিছু করতে। তারা ভাবল নতুন করে বানাবে উইন্ডোজ এবং নাম হবে উইন্ডোজ ০১। তাদের অনলাইন ক্লাউড স্টোরেজ ফিচার এর নাম ও অয়ান্ড্রাইভ। কিন্তু উইন্ডোজ ১ ত সেই ১৯৯৮ সালে প্রকাশ পেয়ে গেছে। ফলে তারা এক এর পরে একটি ০ লাগিয়ে বানিয়ে ফেললেন উইন্ডোজ ১০।

এ হলো উইন্ডোজ ১০ নামকরণ এর কাহিনি (মাইক্রোসফট এর ইউটিউব চ্যানেল থেকে জেনেছি 😛 বিসমিল্লাহ্‌ বলে আষাঢ় এর গল্প আমি বলি না)

উইন্ডোজ ১০ এ কি এমন আছে?

প্রথমেই বলছি কি নাই। উইন্ডোজ ৮ এর মত স্টার্ট স্ক্রিন নেই উইন্ডোজ ৮ এ। কিন্তু মেট্রো অ্যাাপ লাভার রা দুঃখিত হবেন না। মেট্রো অ্যাপ ঠিকই চলবে তবে এক্তু নতুন ধাঁচে। উইন্ডোজ ১০ এর সবার আগে যেই ফিচার টি চোখে পরে

১। নতুন ইন্টারফেস

 

প্রথমেই চোখে পরে নতুন স্টার্ট মেনু যা কিনা অনেক আধুনিক এবং উইন্ডোজ ৮ ও ৭ এর স্টার্ট স্ক্রিন থেকে অনুপ্রানিত। আপনার মেট্রো অ্যাাপ গুলো  এখনো চলবে। নিচের ছবি তে দখুন। আপনার মেট্রো অ্যাাপ গুলো এখন আরো গোছানো এবং সব কন্ট্রোল আপনার হাতে।  আপনার অ্যাাপ গুলো এখন থাকবে টাস্কবার এবং টাস্কবার গুম হয়ে যাবে না। নিচে দেখুন

দেখলেন তো। খুব সহজে রিসাইজ করা যাচ্ছে

নতুন কন্ট্রোল প্যানেল

এছারাও আছে নতুন কন্ট্রোল প্যানেল যা সত্যিই আকর্শনীও। এটি মাইক্রোসফট অনেকটা মেট্রো ডিজাইন এই  করেছে। নিচে দেখুন নতুন ডিজাইন

 

নতুন টাস্কবার

এবার আসি টাস্কবার এ  । টাস্কবার এ ৩ টি পরিবর্তন পেলাম। সবচেয়ে বড় পরিবর্তন হলো কর্টানা এর উপস্থিতি। কোর্টানা হলো আপনার পার্সনাল ডিজিটাল অ্যাাসিস্টেন্ট। আপনারা যারা উইন্ডোজ মোবাইল চালান তাদের এর সাথে সুপরিচিত। এটি হলো আইফোন এর সিরি এর মতো একটি অ্যাাসিস্টেন্ট যা কিনা আপনার কথা অনুযায়ী কাজ করবে। আপনি এর সাথে আড্ডা দিতে পারবেন। এটিকে শুধু বলুন " Set an alarm for 9 oclock tomorrow morning "  এবং এটি একটি অ্যাালার্ম সেট করতে পারবে। নিচে দেখুন করটানা কে

 

এর পরের ফিচার টি খুবই কাজের এবং আমার খুব পছন্দ হয়েছে। আপনার কি লেগেছে যে আপনার অনেক গুলো প্রোগ্রাম খোলা এবং টাস্কবার পুরো ভরে গেছে ??উইন্ডোজ ১০ এ থাকলে বানিয়ে নিন নতুন ডেস্কটপ !!না মজা করছি না 😛 আপনি সব প্রোগ্রাম এক ডেস্কটপ এ রাখবেন আরেকটি নতুন ডেস্কটপ খুলবে একদম ফ্রেশ। নিচের পিক দেখলে আরো বুঝবেন

 

এর পরে যেই চেঞ্জ টি পেলাম তা হলো একটি ছোট অ্যাাকশান প্যানেল যেখানে সব কন্ট্রল থাকবে। নিচের পিক টি দেখুন

 

এখানে আপনি আপনার কম্পিউটার এর সব কন্ট্রল পাবেন এবং নোটিফিকেশান পাবেন আপনার ফেসবুক বা মেইল এর। সবকিছুই  এক জাগায়।

মাইক্রোসফট এজ

মাইক্রোসফট এর ইন্টারনেট এক্সপ্লোরার কে শেষ পর্যন্ত ছেড়ে দিয়ে বানালো নতুন এক ব্রাউজারঃ মাইক্রোসফট এজ। এই ব্রাউজার টি একদম আধুনিক এবং খুবই দ্রুতগতির।

এছাড়া আরো অনেক ছোট ছোট আপডেট এসেছে। আইকন চেঞ্জ করা হয়েছে। এক্সপ্লরার কে স্মুথ করা হয়েছে।

উইন্ডোজ ১০ এর ফাইনাল ফ্রী পাবো ? :/

 

অনেকের এই প্রশ্ন।  উত্তর হলো হ্যা !!! কিন্তু এর জন্য বাজার থেকে কিনে আনা ওই মোডিফাইড আইএসো গুলো কাজ করবে না :P। আপনার হয়ত ফাইনাল আন্টাচ ভার্সন বা আরটিএম ভার্সন লাগবে এবং এটি স্কাইপি এক্টিভেট থাকতে হবে।  যদি প্রথম দুটো শর্ত ঠিক থাকে এবং উইন্ডোজ আপডেটেড থাকে তাহলে টাস্কবার এ একটি আইকন দেখবেন নিচের মত

Windows 10, get, reserve, upgrade, free, app, notification

এবার নিচের ধাপ গুলো অনুসরণ করুন

Windows 10, get, reserve, upgrade, free, app, notification

Windows 10, get, reserve, upgrade, free, app, notification

Windows 10, get, reserve, upgrade, free, app, notification

Windows 10, get, reserve, upgrade, free, app, notification

 

এখন উইন্ডোজ ১০ রিলিজ হলেই আপনি ডাউনলোড করে চালাতে পারবেন উইন্ডোজ ১০ ফ্রী। এখন কথা হলো আপনার যদি আবার উইন্ডোজ এক্টিভেট করতে হয় তখন কি করবেন। আপনি সহজেই আপনার এক্টিভেশান ব্যাকাপ রাখুন এবং পরে অন্য আইএসো দিয়ে সেটাপ দিয়ে এক্টিভেশান রিস্টোর করুন

ব্যাস শেষ। উইন্ডোজ ১০ এর ফাইনাল আরটিএম কিন্তু আজকেই রিলিজ হতে পারে ;)। এটির সাথে ফাইনাল বিল্ড এর কোন পার্থক্য নেই

 

ধন্যবাদ

Level 0

আমি sugata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 233 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ISO+Activator link টা দিবেন কেউ ?

    Level 0

    আগে বের তো হোক 😛

আপনি বললেন”বাজার থেকে কিনে আনা ওই মোডিফাইড আইএসো গুলো কাজ করবে না “- বাজার থেকে কিনে আনা সব ভার্সনই প্রায় KMS অ্যাক্টিভেটেড। আমারটাও তো KMS activated. আমি তো ঠিক-ই টাস্কবারে উইন্ডোজ টেন আইকন পাইলাম, মাইক্রসফট কি এইগুলা ডিটেক্ট করার ক্ষমতা রাখে না?? নাকি হুদায় টাস্কবারে উইন্ডোজ টেন এর লোভ দেখাচ্ছে?

ব্যাপারটা জটীল, কি হবে ২৯ তারিখে বুঝা যাবে যাই হোক, আমাদের জন্য এক্টাই আশে”আজ হোক কাল হোক টেন তো ক্র্যাক হবেই”। 😛

এর আগে প্রিভিউ সেটআপ দিছিলাম, ফাইনালর বের হবে ২৯ তারিখ।
তাহলে আজ যেটা বের হবে সেটাতে ফাইনালের পার্থক্য নাই ! কেমনে সম্ভব

KMS activated. দিয়ে তো আমি ও টাস্কবারে উইন্ডোজ টেন আইকন পাইলাম ইনসাআল্লাহ আসা করি মাইক্রসফট আমাদের সাতে প্রতারণা করবে না ।