আসসালামুআলাইকুম।কেমন আছেন বন্ধুরা?টেকটিউনে এটা আমার তৃতীয় টিউন।কোন ভুল-ত্রুটি হলে মাফ করে দিবেন।
আমরা অনেকেই নেট থেকে উইন্ডোজ ডাওনলোড দেই।এই উইন্ডোজ গুলো থাকে ISO ফাইল হিসেবে।এগুলো রাইট করার জন্য আমাদের সিডি প্রয়োজন হয়।এই সিডি কিনতে অনেক অর্থ খরচ হয় এবং রাইট করতে সময় লাগে যা আমরা সঞ্চয় করতে পারি।তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে সহজে এবং কম সময়ে আপনি আপনার পারসোনাল পেন্ড্রাইভ কে উইন্ডোজের সিডি হিসেবে ব্যবহার করবেন।তো চলুন বন্ধুরা শুরু করা যাকঃ
আমারা যে সফটওয়্যার এর মাধ্যমে আমাদের পেন্ড্রাইভ বুটেবল করব তা Microsoft এর Official সফটওয়্যার।প্রথমে নিচ থেকে সফটওয়্যার টি ডাওনলোড করে নিন।
ডাওনলোড লিঙ্কঃ Windows7-USB-DVD-Download-Tool by Faisal
(বিঃদ্রঃ১.সফটওয়্যারটি উইন্ডোজ ৮ বা উইন্ডোজ ৮.১ এ রান বা ইন্সটল করতে গেলে Microsoft Framework 3.5 বা তার চেয়ে Higher ভারসন ইন্সটল করা থাকতে হবে
২.পেন্ড্রাইভে কিছু রাখবেন না তাহলে Format হয়ে যাবে)
dism.exe /online /enable-feature /featurename:NetFX3 /Source:C:\sxs /LimitAccess
আমি ফয়সাল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Universal Installer software টা use করে দেখেন।এটা আরও সহজ। যেকোন windows + লিনাক্স ডিস্ট্রো বুটেবল করা যায়