আসসালামু আলাইকুম, সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি। আশা করি সবাই ভাল আছেন। সবাই কে পবিত্র মাহে রমযানের শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি। আমাদের মাঝে মধ্যেই লোগো ডিজাইন করতে হয়। হয়ত সেটা পাড়ার ক্লাব নয়ত স্কুল এর ফুটবল টিম বা Outsourcing এর জন্য। আর লোগো ডিজাইন করতে হলে বসে যেতে হবে Adobe Illustrator/Adobe Photoshop নিয়ে। আমরা অনেকে এর ব্যবহার পারি আবার অনেকে পারি না। তাই বলে লোগো তৈরি করব না? অবশ্যয় করব। কিন্তু সেটা Adobe Illustrator/Adobe Photoshop বাদ দিয়ে। ছোট্ট একটা কাজের জন্য Adobe Illustrator/Adobe Photoshop এর অত ঝামেলা পোহাতে ভালো লাগে না। এখন কথা হল কিভাবে করব? আপনারা হয়ত লোগো ডিজাইনের অনেক সফটওয়্যার এর না শুনেছেন। সে সকল সফটওয়্যার এর মধ্যে অন্যতম Laughingbird Logo Designer. এই সফটওয়্যার এর মাধ্যমে খুব সহজে আপনি যে কোন ধরনের লোগো ডিজাইন করতে পারবেন। দাম মাত্র $৬৭। এর সুবিধা অনেক যা বলে শেষ করা যাবে না। আপনি চাইলে ঘুরে আসতে পারেন অফিশিয়াল ওয়েবসাইট থেকে।
অফিশিয়াল ওয়েবসাইট এখানে
আমি সংক্ষেপে আপনাদের কে কিছু ধারনা দিচ্ছি,
১।৪০০+ টেম্পলেট পাবেন
২।সাথে বিজনেস কার্ড টেম্পলেট (এটা বোনাস)
৩।১০০+ আভাটার ফটো
৪। ফেসবুক টাইম লাইন গ্রাফিক্স
৫। যেকোনো ধরনের ফরম্যাট এ লোগো সেভ করার সুবিধা।
৬। ইউটিউব ভিডিও ব্যানার তৈরি করতে পারবেন খুব সহজে।
এবার কিছু স্ক্রীন শট দেখে নেওয়া যাকঃ
সাইজ মাত্র ২৭৪ এম বি
প্রথমে সফটওয়্যার টা ইন্সটল দিবেন। খেয়াল রাখবেন যেন সফটওয়্যার টি রান না হয়। যদি রান করে ফেলেন তাহলে Exit দিবেন। তারপর আপডেট ভার্সন টা ইন্সটল দিবেন, ইন্সটল দেবার পর দুইটা Shortcut পাবেন Desktop এ কিন্তু আপনি শুধু আপডেটেড সফটওয়্যার টা রান করবেন। অথবা এই শর্টকাট টি রান করবেন সব সময় The Logo Creator v6.8। ব্যাস হয়ে গেল সফটওয়্যার টি আপনার।
আজকের মত এখানেই শেষ আবার নতুন কিছু নিয়ে হাজির হবো। ধন্যবাদ
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই।।
চাইলে আমার ব্লগ সাইট থেকে ঘুরে আসতে পারেন
ফেইসবুক এ আমি
টুইটার এ আমি
আমি হুমায়ূন কবীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thank u so much