ওইন্ডোজ  ৮ এর মত স্টার্ট ম্যানু এখন ওইন্ডোজ ৭/xp মাত্র সাত এমবির সফ্ট।

কেমন আছেন সবাই। আশা করি ভালই আছেন। আমি বেশ ভাল আছি।

আমি আগে সবসময় ওইন্ডোজ ৮ চালাতাম। তবে বর্তমানে আমি ওইন্ডোজ 7 চলাচ্ছি। যেহেতু অনেক দিন ওইন্ডোজ ৮ চালিয়েছি তাই এখন ওইন্ডোজ ৭ বেশ  কিছু সমস্যায় সামনে পড়তে হচ্ছে। এর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে ওইন্ডোজ ৭ এর স্টার্ট ম্যনু। এই দুই অপারেটিং সিস্টেম এর স্টার্ট ম্যনু কোন মিল নেই। ওইন্ডোজ ৮ অনেক দিন ধরে চালাতে চালাতে ওইন্ডোজ ৭ এর স্টার্ট ম্যনুর সাথে কোন রকমে তাল মিলাতে পারছিলাম না। ওইন্ডোজ ৮ এর স্টার্ট ম্যনুর সাথে আর কিছুর তুলনা হয় না। তাই আমি আজ আপনাদের সাথে আমার কাজে লেগেছে এমন একটি সফ্টওয়্যার শেয়ার করলাম। আশা করি আপনাদের ও কাজে আসবে।  আর কথা না বাড়িয়ে প্রথমে নিচের লিঙ্ক এ প্রবেশ করে ৭ এমবি সাইজের সফ্ট টি ডাউনলোড করে নিন।

<a href="http://download.cnet.com/Start-Menu-8/3000-2072_4-75852660.html?part=dl-&subj=dl&tag=button" target="blank" > এই লিঙ্ক এ প্রবেশ করুন।  </a>

তারপর নিচের মত ক্লিক করে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। নিজে নিজেই ডাউনলোড হওয়া শুরু হবে। ছবির মত::

এবার ডাউনলোড শেষ হলে সফ্টওয়্যার টি আপনার কম্পিউটারে ইনস্টল করে নিন। এবার ওইন্ডোজ ৭ এ ওইন্ডোজ ৮ এর মজা নিন। এই সফ্ট টি windows vist/ windows xp তেও কাজ করবে। এটি একটি IObit এর সফ্টওয়্যার, তাই আশা করি কোন সমস্যা হবে না।

সবাইকে ধন্যবাদ।

সবাই আমার জন্য দোয়া করবেন।

টুইটরে আমি।

ফেসবুকে আমি।

Level 0

আমি মিজানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

© সাইকেল চালাইতে ভালবাসি © rubik's কিউবার:) © সেরাম চা খোর © বিরিয়ানি খোর © বিদ্রোহী © পাগল © হিটলার ভক্ত © চেতনাবাদী মুসলমান © অন্নেক বড় দুইটা স্বপ্ন আছে!! © এটুকুই আমার বায়োগ্রাফী, খুব সাধারণ একজন মানুষ, সবার দোয়াই চলছে কোন রকম :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস