আসসালামু আলাইকুম, সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি। আশা করি সবাই ভাল আছেন। অনেক দিন পর আসলাম আপনাদের মাঝে নতুন একটা টিউন নিয়ে, আশা করি আপনাদের কাজে লাগবে টিউনটি।
আমাদের বাসায় কম বেশি সবারই কম্পিউটার আছে। আর ইন্টারনেট সংযোগ তো আছেই। পাশা পাশি ছোট ভাই বোন তো আছেই। এখন হয়ত তারা আপনার ইন্টারনেট ব্যবহার করা দেখে উৎসাহিত হয়ে নিজেরাও সময় পেলে পিসিতে বসে ইন্টারনেট ব্যবহার করে। কিন্তু এটা কোন সমস্যা না। সমস্যা হল অন্য জায়গায়। সেদিন ফেইসবুক নিউজ ফিডে একটা নিউজ দেখে মাথা খারাপ হয়ে গেল, শিরোনাম টা ঠিক এরকম "ওরা ইন্টারনেট এ কি দেখে" নিউজটা পড়ার পর একটু চিন্তা করলাম তারপর খুজতে থাকলাম এমন একটা সফটওয়্যার যা দিয়ে আপনার পিসি থেকে ইন্টারনেট এর উপর নজর রাখা যায়। এটার মূল্য ৪৯.৯৫ ডলার। এটা দিয়ে যে শুধু বাজে সাইট ব্লক রাখা যায় তা না আপনি আরো অনেক গুরুত্ব পূর্ণ কাজ করতে পারবেন।
আমি সংক্ষেপে কিছু বলছি,
১। যেকোনো ধরনের বাজে সাইট ব্লক করে রাখতে পারবেন
২।কম্পিউটারের স্ক্রীন শট থাকবে যাতে আপনি বুঝতে পারেন আসলে কি করা হয়ে ছিল পিসিতে
৩।গেম খেলার লিমিট করে দিতে পারবেন যেন নিদিষ্ট সময়ের বাইরে গেম খেলতে না পারে।
৪।কতক্ষণ ইন্টারনেট এ থাকতে পারবে তার সময় নিদিষ্ট করে দিতে পারবেন।
৫।চাইলেই সফটওয়্যার টি বন্ধ করে রাখা যাবে না। এছাড়া আপনি দুইটা মুড এ ব্যবহার করতে পারবেন। চাইল্ড এবং Parent মুড
এ ছাড়া আরও অনেক ফিচার পাবেন। তাহলে দেরি না করে ডাউন লোড করে নিন দরকারি এই সফটওয়্যার টি
ডাউন লোড লিঙ্কঃ এখানে
দেখে নিন কিছু স্ক্রীন শট
প্রথমে ট্রায়াল ভার্সন টা ইন্সটল দিবেন। খেয়াল রাখবেন যেন সফটওয়্যার টি রান না হয়। যদি রান করে ফেলেন তাহলে Exit দিবেন। তারপর মেডিসিন ফাইল টা কপি করে মুল ডিরেক্টরি ফোল্ডারে পেস্ট করবেন। ব্যাস হয়ে গেল সফটওয়্যার টি আপনার।
আজকের মত এখানেই শেষ আবার নতুন কিছু নিয়ে হাজির হবো। ধন্যবাদ
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই।।
যেকোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করতে পারেন।
আমার ফেইসবুক আইডি
আমি হুমায়ূন কবীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
eta diye ki kaj hobe? Free version na paid version?