টিটিতে এটা আমার দ্বিতীয় টিউন। আমার দ্বিতীয় টিউনে আমি দেখাব কিভাবে ভার্চুয়াল র্যাম বাড়াতে হয়, কোন সফ্টওয়্যার ছাড়াই, আর কোন ইন্টার্নেট কানেকশন ও লাগবে না।
১. প্রথমে My computer এ রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করবো।
২. তার পর Properties থেকে Advanced system setting এ ক্লিক করবো।
৩. এর পর একটা ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্স এর Advanced ট্যাব এ গিয়ে SETTING এ ক্লিক করবো।
প্রথম তিনটি কাজ নিচের ছবির মতো::
৪. এবার যেই নতুন ডায়লগ বক্স আসবে সেখানে Advance ট্যাব এ গিয়ে Change এ ক্লিক করবো।
৫. এবার ভার্চুয়াল মেমোরি নামে নতুন ডায়লগ বক্স আসবে। এখান থেকে “automatically manage paging file” বক্স টা un mark করবো।
এবার custom size এ ক্লিক করে দুইটা বক্স এ আপনার র্যাম এর সাইজ নির্ধারণ করুন।
আপনার প্রধান র্যাম যদি 4 জিবি হয় তাহলে দিবেন 6144 এমবি।
যদি 2 জিবি হয় তাহলে দিবেন 3072 এমবি।
মানে আপনার আসল র্যামের সাইজ × ১.৫।
৫. এবার OK চেপে পিসি রিস্টার্ট দিন।
নিচের ছবির মত:
:
কাজ শেষ। তবে এটা যেহেতু আপনার ভুর্চুয়াল র্যাম তাই এটি show করবে না।
আপনার আসল র্যাম টা ই show করবে। সাধারণত যাদের পিসির র্যামের সাইজ 1 জিবি’র চেয়ে কম, তাদের বেশি কাজে আসে, এবং তারাই এটার মজা পায়।
ব্যাস, কাজ শেষ। ধন্যবাদ।
টুইটরে আমি
আমি মিজানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
© সাইকেল চালাইতে ভালবাসি © rubik's কিউবার:) © সেরাম চা খোর © বিরিয়ানি খোর © বিদ্রোহী © পাগল © হিটলার ভক্ত © চেতনাবাদী মুসলমান © অন্নেক বড় দুইটা স্বপ্ন আছে!! © এটুকুই আমার বায়োগ্রাফী, খুব সাধারণ একজন মানুষ, সবার দোয়াই চলছে কোন রকম :)
জাণা আছে , তবুও দেয়ার জন্য ধন্যবাদ