ওইন্ডোজ পিসিতে ভার্চুয়াল র‌্যাম বাড়ান কোন সফ্ট ছাড়াই্। কোন ইন্টার্নেট কানেকশনেরও দরকার নেই।

টিটিতে এটা আমার দ্বিতীয় টিউন। আমার দ্বিতীয় টিউনে আমি দেখাব কিভাবে ভার্চুয়াল র‌্যাম বাড়াতে হয়, কোন সফ্টওয়্যার ছাড়াই, আর কোন ইন্টার্নেট কানেকশন ও লাগবে না।

১. প্রথমে My computer এ রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করবো।

২. তার পর Properties থেকে Advanced system setting এ ক্লিক করবো।

৩. এর পর একটা ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্স এর Advanced ট্যাব এ গিয়ে SETTING এ ক্লিক করবো।

প্রথম তিনটি কাজ নিচের ছবির মতো::

৪. এবার যেই নতুন ডায়লগ বক্স আসবে সেখানে Advance ট্যাব এ গিয়ে Change এ ক্লিক করবো।

৫. এবার ভার্চুয়াল মেমোরি নামে নতুন ডায়লগ বক্স আসবে।  এখান থেকে “automatically manage paging file” বক্স টা un mark করবো।

এবার custom size এ ক্লিক করে দুইটা বক্স এ আপনার র‌্যাম এর সাইজ নির্ধারণ করুন।

আপনার প্রধান র‌্যাম যদি 4 জিবি হয় তাহলে দিবেন 6144 এমবি।

যদি 2 জিবি হয় তাহলে দিবেন 3072 এমবি।

মানে আপনার আসল র‌্যামের সাইজ × ১.৫।

৫. এবার OK চেপে পিসি রিস্টার্ট দিন।

নিচের ছবির মত:

:

কাজ শেষ। তবে এটা যেহেতু আপনার ভুর্চুয়াল র‌্যাম তাই এটি show করবে না।

আপনার আসল র‌্যাম টা ই show করবে। সাধারণত যাদের পিসির র‌্যামের সাইজ 1 জিবি’র চেয়ে কম, তাদের বেশি কাজে আসে, এবং তারাই এটার মজা পায়।

ব্যাস, কাজ শেষ। ধন্যবাদ।
টুইটরে আমি

 

Level 0

আমি মিজানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

© সাইকেল চালাইতে ভালবাসি © rubik's কিউবার:) © সেরাম চা খোর © বিরিয়ানি খোর © বিদ্রোহী © পাগল © হিটলার ভক্ত © চেতনাবাদী মুসলমান © অন্নেক বড় দুইটা স্বপ্ন আছে!! © এটুকুই আমার বায়োগ্রাফী, খুব সাধারণ একজন মানুষ, সবার দোয়াই চলছে কোন রকম :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জাণা আছে , তবুও দেয়ার জন্য ধন্যবাদ

আপনাকে স্বাগতম, আমি নতুন, কোন ভুল হলে জানাবেন প্লিজ 🙂

ওকে , সমস্যা নেই ,

help me virtual memory a c and d drive ase akane kon drive a 6144 dibo n 2box a e ki 6144 dibo? coustom er

    @ফয়ছল উদ্দিন: আপনার C: ড্রাইবে যদি যথেষ্ট জায়গা খালি থাকে তাহলে C ড্রাইব ই দেন। আর সি ড্রাইবে জায়গা না থাকলে অন্য একটা ড্রাইব দেন।

ei gula kaj korena. foul post

ai ram ki asolei kaj kore? pls keu janaben

    @তারেক রেজা: হ্যা, কাজ করে। আর এইটা মাইক্রোসফ্ট ওইন্ডোজের ডিফল্ট ফিচার। এট আপনার হার্ডডিস্ক কে র‌্যাম হিসেবে ব্যবহার করবে।