بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ( বিসমিল্লাহির রাহমানির রাহিম )
আসসালামু আলাইকুম । আমার ৭৫ তম টিউনে এবং " নতুন উইন্ডোজ দেবার পর যা করনীয়" সিরিজের ১ম টিউনে সবাইকে স্বাগতম ।
আমরা যারা নতুন উইন্ডোজ বা কম্পিউটার ব্যবহার করে থাকি তাদের অনেকের একটা অভিযোগ থাকে , আর তা হল কম্পিউটার স্লো । মুলত কম্পিউটার এর স্পিড বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে , যার মধ্যে অন্যতম হল কম্পিউটার এর সঠিক রক্ষনাবেক্ষন । সঠিক রক্ষনাবেক্ষন না করলে প্রসেসর স্পিড ভাল হলেও কম্পিউটার এর সঠিক পারফরমেন্স পাওয়া যায় না । তাছাড়া আমরা বিভিন্ন সময়ই নতুন উইন্ডোজ দেই , কিন্তু উইন্ডোজ এর বেসিক বা নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সফটওয়্যার ইন্সটল না করার বা সে সম্পর্কে ধারনা না থাকায় আমাদের কম্পিউটার হয়ে পরে অনেক স্লো ও কাজের অনুপযোগী ।
তো যাইহোক আমি সম্পূর্ণ ও পুর্নাংগ একটি সিরিজ শুরু করছি যেখানে একজন নতুন কম্পিউটার ব্যবহারকারী কিভাবে নতুন উইন্ডোজ দেবার পর কম্পিউটারকে সুপার ফাস্ট করতে পারে তা নিয়ে এবং উইন্ডোজ এর বেসিক বা নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সফটওয়্যার ইন্সটল নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব ।
1. Check Driver (Driver Easy / Driver Scanner)
2. Find EveryThing
3. Setup Any Antivirus (Kaspersky/Avast/Microsoft Essential/Windows Defender Etc.)
4. Advanced System Care / AVG PC Tune Up
5. CCleaner
6. Revo Uninstaller Pro
7. USB Protector ( Smadav )
8. MS Office
9. PDF Reader (Foxit/Adobe/Portable)
10. Media Player ( VLC/KM Etc.)
11. Folder & File Protection
12. Winrar / WinZip / 7Z
13. Bijoy / Avro Keyboard
14. Battery Optimizer
15. Data Recovery
16. Partition Master
17. Converter (FormatFactory Etc.)
18. Internet Browser (Firefox/Chrome/Opera Etc.)
19. IDM
20. Utorrent
21. IP Hide (Hotspot Elite)
22. Picasa Photo Viewer
23. SlideShow Maker
24. Dictionary
25. Install JDK JRE DotNet DirectX
এবং আরো অনেক
আমার ব্যক্তিগত ফেসবুক পেজে লাইক দিয়ে ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আপডেট থাকুন ।
যেকোন প্রয়োজনে ফেসবুকে আমি মোঃ আশিকুর রহমান
সৌজন্যে : Ashiq99Channel
আমি আশিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 257 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আশিকুর রহমান , রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করি , পড়াশুনার পাশাপাশি নতুন ও প্রযুক্তি ভিত্তিক নানা বিষয়ে জানতে ও জানাতে সবসময় চেষ্টা করি
এখানেতো কিছুই আলোচনা করলেন না। এগুলা নিয়ে কি পরে আলোচনা করবেন?