আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন ?
আমরা অনেকেই অনেক সময় আমাদের পিসিতে নতুন একটি ড্রাইভের প্রয়োজনবোধ করি । আমরা অনেকেই নতুন ড্রাইভ তৈরি করতে পারি না । অনেকেই আবার পিসির হার্ড ড্রাইভ নষ্ট করে ফেলি। এখন থেকে আপনাদের এ সমস্যা হবে না । তো চলুন শুরু করা যাকঃ-
কার্য পদ্ধতিঃ
আগেই বলে রাখি নিম্নোক্ত ছবি গুলো আমার ভিডিও টিউটরিয়াল থেকে তোলা তাই ছবি গুলি একটু অস্পষ্ট হতে পারে ।
১। প্রথমে আপনার পিসির ডিরেক্টরিতে যান
২। তারপর Disk Management যান
৩। তারপর যে ড্রাইভটি থেকে নতুন ড্রাইভ বানাবেন তাতে রাইট ক্লিক করুন ( উপরের মত দেখাবে )
৪। এরপর "shrink volume" এ ক্লিক করুন ,নিচের মত দেখাবে ।
৫। এবার ডায়েল বক্সের যে বক্সটা রাইটেবল তাতে আপনার নতুন ড্রাইভে যত টুকু জায়গা চান তা লিখুন, অবশ্যই এম বি তে লিখবেন । আমার ২৫ জিবি দরকার তাই আমি ২৫৬০১ লিখেছি । তারপর Shrink লেখায় ক্লিক করুন । দেখবেন যে নতুন একটা ড্রাইভ তৈরি হয়েছে ।
৬। এবার যে ড্রাইভটি তৈরি হয়েছে তাতে রাইট ক্লিক করুন , নিচের মত দেখাবে ।
৭। এবার New Simple Volume এ ক্লিক করুন , নিচের মত দেখাবে ।
৮। Next এ ক্লিক করুন , আরো একটি ডায়েলবক্স আসবে ।
৯। এভাবে যত গুলি ডায়েলবক্স আসবে সবগুলোতে Next এবং সবশেষে Finish দিন ।
১০। আপনি ইচ্ছা করলে ড্রাইভের নাম দিতেও পারেন আবার নাও দিতে পারেন ।
আপনার কাজ শেষ ।
বুঝতে অসুবিধা হলে ভিডিও টি দেখুন ।
আজকে এ পর্যন্তই । ভুল হলে ক্ষমা করবেন । সবাই ভাল থাকবেন । সামনে আমার এস এস সি পরীক্ষার রেজাল্ট , আমার জন্য দোয়া করবেন । আরেকটা কথা , টিউনটি আমার নিজের লেখা ... তাই প্লিজ কেউ কপি করবেন না , আর করলে ক্রেডিট দিবেন প্লিজ ।
আমি এস এম মাহমুদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার প্রযুক্তির প্রতি আগ্রহ প্রচুর। আমি সব সময় প্রযুক্রি সম্পর্কে নতুন কিছু জানতে চেষ্টা করি। টেকটিউনস এর সাথে অনেক বছর যাবত আছি । শুরু করেছিলাম এই টেকটিউনস দিয়ে, এখন তথ্য প্রযুক্তির এই বিশাল সাগরে "অ, আ, ই" পর্যন্ত শিখেছি ।
thanks 🙂 eta amer khub projon chilo