কিভাবে আপনার কম্পিউটারে একসাথে কয়েকটি WEBCAM টা চালাবেন।

আসসালামু আলাইকুম ।

আশাকরি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

অনেকদিন পর আজকে আবার লিখতে বসলাম।

আসলে আমি বেশি লিখতে পারিনা। কোনো টিউনকে ভালো করে বুঝাতে পারিনা। তারপরেও চেষ্টা করি আপনাদেরকে ভালো করে বুঝাতে।

আমার লেখায় কোনো ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।

তো চলুন শুরু করা যাক।

এ পর্বে আপনাদের জন্য রয়েছে (কিভাবে আপনার কম্পিউটারে একসাথে কয়েকটি WEBCAM টা চালাবেন। )

বেশ আর কম আমরা জানি যে এক কম্পিউটারে একসাথে দুইটি WEBCAM চালানো যায়না। হয়তোবা আমরা কখনো চালানোর চেষ্টা

করেও দেখিনি।

যার কারন আমাদের দুইটি WEBCAM চালানোর প্রয়োজন পড়েনি।

যদি কখনো প্রয়োজন পড়ে তখন আমাদেরকে পড়তে হবে অনেক ঝামেলার মধ্যে।

আর এই ঝামেলা থেকে মুক্তির জন্য আমি আজ আপনাদেরকে খুব সুন্দর একটি Software উপহার দেব।

যার মাধ্যমে আপনারা একসাথে অনেকগুলো WEBCAM চালাতে পারবেন আপনার কম্পিউটারে।

এর জন্য প্রথমে নিচের Download Link থেকে Software টি Download করে নিন।

Download Link

আশাকরি আপনারা এতক্ষনে Software টি Download করেছেন।

অন্যান্য সাধারন Software এর মতে এই Software টি আপনার কম্পিউটারে Install করে নিন।

এবার আপনার কাছে যত ধরনের WEBCAM আছে তা আপনার কম্পিউটারে লাগান।

Software টি এবার ওপেন করুন।

ওপেন করলে নিচের মত দেখতে পাবেন।

 

 

 

 

 

 

 

এখানে আপনি Welcome বক্সের মধ্যে ওকে দিন। তারপরে Software টির উপরে File এর মধ্যে ক্লিক করে New Camera তে ক্লিক করুন তাহলে নিচের মত দেখতে পাবেন।

 

 

 

 

 

 

 

উপরের ছবিতে লাল দাগ দেওয়া জায়গায় ক্লিক করুন। ক্লিক করলে আপনার কম্পিউটারে লাগানো সবগুলো WEBCAM এর নাম লিস্ট

আকারে আপনি দেখতে পাবেন।

(একটি কথা আমার কাছে দুইটি WEBCAM ছিল । কিন্তু তা গতকাল রাত্রে আমার দোকান থেকে ছুরি হয়ে গেছে। কিন্তু আমি আপনাদেরকে যেভাবে এতক্ষন বললাম সেভাবে করলে হবে। আমি নিজে চেক করেছি। ১০০% গ্যরান্টি )

সেখান থেকে আপনি যে কোনো একটি নাম এর উপর ক্লিক করুন। তাহলে আপনার সামনে একটি বক্স ওপেন হবে। সেখানে ওকে দিন

তাহলে আপনার সিলেক্ট করা WEBCAM টি আপনার সামনে ওপেন হবে।

এভাবে লিস্ট এর মধ্যে যতগুলো WEBCAM আছে , একটি একটি করে সবগুলো ওপেন করে ফেলুন।

এইতো কাজ শেষ।

আশাকরি আপনারা কাজটি সফল ভাবে করতে পেরেছেন।

প্রথমে প্রকাশিত এখানে

নতুন নতুন মুভি এন্ড ভিডিও গান ডাউনলোড করতে চাইলে এখানে যেতে পারেন।

Level 0

আমি SAHADAT HOSAIN। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগলো ।

ধন্যবাদ ।

আপনার এই সফটয়্যার কী কথা সহ ভিডিও রেকড করতে পারে..?