উইন্ডোজ আপডেট ইরর 8024402f সমাধান করবেন যেভাবে!

আমরা মাঝে মাঝে উইন্ডোজ আপডেট দেয়ার সময় অনেক সমস্যার সম্মুখীন হই। ইরর কোড 8024402f সমস্যাটি এর মধ্যে অন্যতম। আপনি যখন উইন্ডোজ আপডেট দিতে যাবেন তার কিছুক্ষণের মধ্যেই এই সমস্যাটি দেখা যেতে পারে। নিচের ছবিটি দেখে বুঝে নেন আমি কোন সমস্যাটি সম্পর্কে বলতেছি।

আসা করি বুঝতে পারছেন আমি কোন সমস্যাটির কথা বলতেছি। উইন্ডোজ যখন নতুন আপডেটের জন্য চেক করে তখনি মুলত এটি দেখা দেয়। এর অনেক কারণ থাকতে পারে। এর মধ্যে আপনার স্লো ইন্টারনেট অথবা টাইম ফর্মেট দাই থাকতে পারে। যাইহোক চলুন দেখে নেই কিভাবে উইন্ডোজ আপডেট Error 8024402f সমাধান করবেন।

উইন্ডোজ আপডেট ইরর 8024402f এর সমাধানঃ

এর দুটি সমধান হতে পারে। যেকোন একটি কাজে লাগবেই।

সমাধান ১ঃ

প্রথমে Control Panel>System And Security>Windows Update এখানে যেতে হবে।

তারপর অটোমেটিক উইন্ডোজ আপডেট বন্ধ করতে হবে। অর্থাৎ আপনাকে সিলেক্ট করতে হবে Never Check For Updates।

এর সাথে সাথে Give me recommended updates the same way I receive important updatesGive me updates for other Microsoft products when I update Windows. এই দুটি অপশন আনচেক করুন। বুঝতে সমস্যা হলে নিচের ছবিটি দেখুন।

এখন ম্যানুয়ালি Check For Updates এ ক্লিক করে উইন্ডোজ আপডেট দেন। ভাগ্য ভালো থাকলে এই পদ্ধতিতেই আপনার সমস্যার সমাধান হবে। উইন্ডোজ আপডেট হয়ে গেলে আপডেট সেটিং আগের মতো করে ফেলুন।

সমাধান ২ঃ

১ম মেথড কাজ না করলে আপনাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে।

প্রথমে Control Panel এ গিয়ে Clock, Language and Region এখানে যেতে হবে। তারপর Date and Time এ ক্লিক করুন। এখন Change Time Zone থেকে আপনার টাইম জোন ঠিক করুন। আপনার অবস্থান বাংলাদেশ হলে  Astana, Dhaka এই টাইম জোনটি সিলেক্ট করুন।

এর পর আবার Control Panel এ গিয়ে Clock, Language and Region এখানে যান। তার পর Region এ ক্লিক করুন। এবার আপনার লোকেশন বাংলাদেশ দিন। তার পর আপনার পিসি রিস্টার্ট করুন।

আসা করি এই দুটি পদ্ধতিই উইন্ডোজ আপডেট ইরর 8024402f সমাধান করতে পারবে।

সুত্রঃ XtremeRain

Level 2

আমি হাসিবুল কবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

হাই। আমাকে সবাই হাসিব নামেই ডাকে। বাংলা ব্লগিং খুব একটা না করলেও মাঝে মাঝে আপনাদের জন্য নিয়ে আসব দারুন সব পোস্ট। আর আমার ইংলিশ ব্লগ গুলো পড়তে পারেন https://techclassy.com & https://twinkleviral.com থেকে। Personal Website https://hasibul.pro


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কিছুদিন আগে আমার PC এর Windows 8.1 এ এই সমস্যা হয়েছিল। ইন্টারনেটে অনেক খোজাখুজি করেও কোন কার্যকরী সমাধান পায়নি। বাধ্য হয়ে আবার Windows Reinstall দিতে হয়েছিল। আরও আগে যদি আপনার টিউনটি পেতাম তাহলে ট্রাই করলে হয়ত সমাধান হয়ে যেত। ভবিষ্যতে যদি আবার এই সমস্যা হয় তাহলেে আশাকরি এটি কাজে আসবে।

ধন্যবাদ এমন সমাধানমূলক টিউনের জন্য।

ধন্যবাদ