উইন্ডোস ১০ আসার আগেই উপভুক করুন উইন্ডোস ১০ এর মজা।

আসসালামু আলাইকুম!!! কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন সবাই। আমি জানি আপনি ভাল না থাকলেও এখন একটু হলেও ভাল লাগবে।

আমরা সবাই জানি উইন্ডোস ১০ আসতে এখনো অনেক দেরি। অনেকেরই ইচ্ছা হয় যদি এখনই উইন্ডোস ১০ পেতাম। তাই সেই সব উইন্ডোস ভক্তদের জন্য নিয়ে এলাম উইন্ডোস ১০ এর ট্রান্সফরমেশন পেক। আমরা যারা IBM সিরিজের পিসি ব্যবহার করি তারা প্রায় সবাই Windows ব্যবহার করেন। তাই আজকের ট্রিক্সটা Windows এর জন্য।

যাক আসল কাজে আসিঃ

Windows 10 Transformation Pack

বিশেষ ফিচার:

  1. নতুন সব ডিজাইন স্কিন।
  2. সেইরকম একটি স্টার্ট মেনু (Start Menu)
  3. উইন্ডোস ১০ এর মত UxStyle
  4. উইন্ডোস ১০ এর মত আইকন
  5. উইন্ডোস ১০ এর বোড লোগো
  6. এছারা আরো অনেক কিছু।
Windows 10 Transformation Pack

যে সব অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যাবেঃ Windows XP, Windows 7, Windows 8/8.1, Windows Vista (32 Bit & 64 Bit দুইটাতেই সাপর্ট করবে)  সর্বশেষ ভার্সন আবগ্রেট হয়েছে ২৮ এপ্রিল ২০১৫ ইং তারিখে।

নিচের লিংক থেকে ডাউনলোড করুন। এবং সেটাপ/ইনসট্রল দিন আর উপভুক করুনউইন্ডোস ১০ এর মজা। আপনার কাছে মনে হবে যেন উইন্ডোস ১০ চালাচ্ছেন।

 


(92.00 MB)
Download ButtonFILE SIZE:98.8 MB

যদি কোন সমস্যা হয় প্লীস টিউমেন্ট করবেন।

[এডমিন ভাই এবার সম্পুর্ন টিউন্টি আমি নিজে লীখে করেছি। তবুও যদি টিউন টি নিতিমালার বাহিরে হয়ে থাকে তবে টিঊনটি ডিলেট করে দিয়েনদয়া করে আইডিটি স্থগিত কইরেননা]

এত কষ্ট করে টিউনটি পড়ার জন্য ধন্যবাদ। টিউনটি কেমন হল জানাতে ভুলবেন না। টিউমেন্টের অপেক্ষায় রইলাম।

সৌজন্যে: বিডিটিউনস(bdTunes.com) পূর্বে  প্রকাশিত

 

কিছু স্কিনসর্ট


আজকের মত বিদায় দেখা হবে আগামি টিউনে।

Level 1

আমি তানবির হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যেই অংশ টুকু রোপান্তর করেছিলাম। তা সরিয়ে নিয়েছি। ধন্যবাদ টেকটিউন্স।

থ্যাংকস

ish CORTANA jodi thakto…