Project Spartan নতুন যুগের নতুন ব্রাউসার

আশা করি ভাল আছেন। আমিও ভালই আছি।

আপনারা হইত অনেকেই Project Spartan এর কথা শুনেছেন, দেখেছেন কিন্তু ব্যাবহার করেন নাই।

আজ সকাল এ ঘুম থেকে উথে দেখি আমার পিসি উপগ্রেদ হচ্চে। তাই অপেক্ষা করতে থাকলাম। যখন উপগ্রেদ করা শেষ হল তখন আমি আমার চোখ বড় বড় করে আমার পিসি এর দিকে তাকাই থাকি। এত পরিবরতন।

তারপর স্টার্ট মেনু তে গিয়ে দেখি Recently Added এ Project Spartan লেখা। ওইটা ওপেন করে ব্যাবহার করতে থাকলাম।

 

নতুন ফিচার গুল আপনি নিজেই দেখে নিন। আমার অনেক ভাল লেগেছে। হইত আপনাদের অ ভাল লাগবে।

 

New Start Menu

এই হল Windows 10 এর নতুন স্টার্ট মেনু।

 

Developer Tools

এইতির শম্পরকে এত কিসু বলার নাই। আপনার জানেন।

 

Feedback & Reporting

কোন ওয়েবসাইট যদি কাজ না করে তাহলে আপনি ঐ সাইট এর বিরুদ্ধে রিপোর্ট করতে পারবেন।

 

 

Web Note

এইটি একটি অসাধারণ ফিচার। আপনি ব্রাউসার এ আকা আকি করতে পারবেন।

 

 

Favorites Bar

এইখানে আপনার সব Favorite করা সাইট গুল থাকবে

 

 

এই ব্রাউসার এর স্পিদ অনেক ভাল। Internet Explorer এর মত না।

কোন ভুল হলে ক্ষমা করবেন।

 

 

Level 0

আমি Latin Chakma। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মনে হচ্ছে spartan chrome এর সাথে প্রতিযোগিতায় নামতে পারবে।

১২-১৩ টা লাইনে ৫-৬ টা বানান ভুল!!! কয় মিনিটে লেখছেন

dekhbo check kore