Windows 7 চালু হবার সময় আপনার নাম ছবি এবং এনিমেশন উঠবে (নিয়ে ভাল লাগা একটি সফট)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

Windows 7 এর বুটিং ডিফল্ট সিস্টেম আপনি দেখতে দেখতে আর ভাল লাগছে না তাহলে পরিবর্তন করে নিন আপনার মনের মত করে।

নিচের সফট টি ব্যবহার করে।

তাহলে আর দেরি না করে এখান থেকে সফট টি ডাউনলোড করে নিন।

তারপর চালু করুন।

এবার Booting Option এর কাজ করব এখানে আমরা Starting Windows এর নাম এবং @ Microsoft Corporation এর নাম এবং এনিমেশন ও চেঞ্জ করতে পারব তার সাথে লেখার কালার, লেখার সাইজ ইত্যাদি অতি সহজে মনের মত চেঞ্জ করতে পারব ছোট পোর্টবল সফট টি দিয়ে ।

এবার Message 2 তে ক্লিক করে নিচের মত Edit করে দিন।

এভাবে আপনি এনিমেশন লগো দিতে পারবেন। সবশেষ Play বাটনে ক্লিক করে দেখুন ঠিক আছে কিনা ঠিক থাকলে Apply দিন।

এবার পিসি একবার রিস্টার্ট দিয়ে দেখুন।

আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Nice tune. Windows 8.1 er jonno erokom kisu nai?

ভাই খুবি অসাধারন টিউন । কিন্তু দুক্ষের কথা হলো ডাউনলোড লিঙ্ক খুজে পেলাম না ।

অসাধারণ সফট

হোসাইন ভাই অসাধারণ হয়েছে। ডাউনলোড লিংক না পেয়ে খুজে বের করলাম এবং আপনি মনে কিছু না করলে একটি লিংক দিলাম যাতে সবার উপকার হয়। ধন্যবাদ আপনাকে এই সওফটওয়ার সম্পর্কে আমাদের জানানোর জন্য। http://www.coderforlife.com/projects/win7boot/downloads/Win7BootUpdater2.exe

    @Md. Nur Hossain: ভুলে ডাউনলোড লিংক দেওয়া হয়নি এখন আপডেট করে দিয়েছি @ আর আপনারটা দেখি ৬১০.৫০ কেবি @ এখন ডাউনলোড করে নিন। ধন্যবাদ

Windows 8.1 is not supporting for it

Windows 8.1 dan