আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
তো কাজের কথায় আসা যাক।
অনেক সময় দেখা যায় যে , কম্পিউটারের পাওয়ার বাটন নষ্ট হয়ে যায়। এর ফলে কম্পিউটার open করতে আমাদের কষ্ট হয়ে যায় ।
এ জন্য আজ আমি আপনাদেরকে একটি সুন্দর টিপস দিব ।
যদি আপনাদের কম্পিউটারে পাওয়ার বাটন নষ্ট হয়ে যায়,তাহলে কিভাবে keyboard দিয়ে কম্পিউটার open করবেন।
এবার চলুন কিভাবে এই কাজটি করতে হয় দেখে নিই।
আপনার কম্পিউটার যদি চালু থাকে তাহলে কম্পিউটার বন্ধ করুন।
এবার কম্পিউটার এর পাওয়ার বাটন এ চাপ দেন , এবং চাপ দেওয়ার পর সাথে সাথে del অথবা F2 বাটন চাপুন। (আপনার কম্পিউটারে Bios এ প্রবেশের জন্য যে key চাপা লাগে সেটাই চাপুন)।
Bios ওপেন হলে power Management Setup এ যান ।
এবার এখানে Power On My Keyboard অপশন এ যান,এবং Enter দিন.
এখানে আপনাকে Password দিতে বলবে। (একবার অথবা দুইবার) .
আপনি Password দিয়ে Enter দিন।
এরপরে F10 দিয়ে Enter দিন।
এইতো কাজ শেষ ।
এবার আপনি কম্পিউটার বন্ধ করুন।
এরপরে আপনি কম্পিউটার এর Keyboard এ আপনার দেওয়া Password টিপুন এবং সাথে সাথে Enter টিপুন।
দেখেন কাজ করে কিনা।
আমি এই পদ্ধতিটি গিগাবাইট এ পরিক্ষা করেছি।
অন্যান্য MotherBoard এ এই পদ্ধতি কাজ করবে।
এই রকম ভিডিও টিউটোরিয়াল পেতে চাইলে এই
https://www.youtube.com/channel/UCQv7A1Ldxp9M5ohOCOgfYIA
Channel টি Subscribe করতে পারেন।
একই সাথে এখানে প্রকাশিত।
ইচ্ছে হলে আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন।
আমি SAHADAT HOSAIN। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার পিসি তে আমি কোন কিছুই সেট করি নাই, কিন্তু তারপরও মাউসে ক্লিক করলেই পিসি স্টার্ট হয়।
Asus H81M-E