অনেক দিন যাবত চেষ্টা করছিলাম কিভাবে কম্পিউটার এ android ইন্সটল করা যায় । Bluestacks, virtual box এসব ইন্সটল করলাম কিন্তু আশানুরূপ ফল পাইলাম না। Bluestacks ইন্সটল করলে কম্পিউটার slow হয় , আর virtual box এ আমি ওয়াইফাই টা কাজ করাইতে পারিনাই। শেষে একটা অ্যাপ পাইলাম যেটাতে এমন কোন ঝামেলা নাই।
সফটওয়্যার টা হল Genymotion
Download link : https://www.genymotion.com/?utm_source=dlvr.it&utm_medium=twitter#!/
সফটওয়্যার টা ডাউনলোড করার জন্য অবশ্যই sign up করতে হবে।
এবং ফ্রী ভার্সন ও download with virtual box সিলেক্ট করতে হবে . ( size 117 mb)
কিছু Screenshot --
ডাউনলোড হবার পর ইন্সটল করবেন সাধারন ভাবেই।
ইন্সটল হবে ২ টা ফাইল। তার মদ্ধে ভার্চুয়াল বক্স টা ওপেন করবেন না। শুধু Genymotion টাই ওপেন করবেন।
ওপেন হলে আপনার username আর password চাইলে আপনি আপনার genymotion এর username এবং password দিবেন।
তারপর সুবিধা মত যেকোনো একটা রম সিলেক্ট করবেন। তারপর ডাউনলোড।
কিছু ছবি ---
username আর password দেবার পর
এবার ডাউনলোড শুরু হবে। হবার পর Play তে click করুন
ওপেন হতে ৩ থেকে ৫ মিনিট সময় লাগবে।
রম টা আপনি খুসিমত এডিট করতে পারবেন। সব রকম অ্যাপ চালাতে পারবেন। Ram বারাতে পারবেন স্লও হলে।
কিছু ছবি-----
আমি চালাইতেসি। কন ঝামেলা ছাড়াই চলছে।
কোন সমস্যা হলে জানাবেন । এটি আমার প্রথম টিউন তাই ভূল হলে অবশই ধরিয়ে দিবেন।
আমি রি্ফাত আমিন রিমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
g0od 0ne