কোন রকম সফটওয়্যার ছারাই delete করুন আপনার পিসি এর সব shortcut folder

আমরা মোটামুটি সবাই sortcut virus সম্বন্ধে জানি।

আর এও জানি shortcut ভাইরাস যদি একবার পিসি তে প্রবেশ  করে

তাহলে ...তা সরানো...খুবি ঝামেলার

তো যা হোক আমি একটি পদ্ধতি পেয়েছি জার মাধ্যমে shortcut ভাইরাস কে

ডিলিট করা যাবে

এবার কাজের কথায় আসি কি করতে হবে

প্রথমে আপনার পিসি এর কম্পিউটার এর ভিতর ঢুকুন

এরপর একেবারে ডানদিকে উপরে যে search box টা  পাবেন ওইটায়

টাইপ করুন .lnk এবার enter দিন ...একটু অপেক্ষা করুন যতক্ষণ না

searching সম্পূর্ণ হয়

searching শেষ হওয়ার পর ধিরে ধিরে সব shortcut ফোল্ডার গুলু আসতে থাকবে

এখন কীবোর্ড এর ctrl+A একসাথে চেপে ধরে সবগুলো সিলেক্ট করে

ডিলিট করে ফেলুন

কিছু কিছু ফাইল নাও ডিলিট হতে পারে...এতে কোন সমসসা নেই 🙂

ডিলিট করার পর পর ই ভাল মানের একটি ডিস্ক দিয়ে উইন্ডোজ ৭ অথবা ৮ দিয়ে  নতুন করে সেটআপ  দিন

আশা করি সব কিছু যদি  ঠিক ঠাক  মত করতে পারেন তাহলে ১০০% সফল হবেন

চিত্র...১

চিত্র...২

পরবর্তীতে জাতে shortcut virus আর না আসে এ জন্য ভাল মানের একটা antivirus ব্যবহার করুন

আমার কাছে  kaspersky টা খুব ভাল লেগেছে

note: আপনার যদি কম্পিউটার বিষয়ে  কম জ্ঞান থাকে ,তাহলে আপনি এটা করতে জাবেন না...computer সম্বন্ধে মোটামুটি জানে তাদের কাছে নিয়ে জান...............

আমার ফেসবুক পেজ :  https://www.facebook.com/PcmobileSolutiontips

Level New

আমি অপূর্ব দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

gravity তে রেজিস্টের করে পিক আপলোড দিলাম তো সোও করছে না কেন ?

Level New

আমার তাও হয়েছিল না ………।২ দিন পর হয়ে গেছে …

ভাই আমি এই মাত্র upload করলাম,,,,, কাজ হইতাছে না,,,,,

ধন্যবাদ

কিন্তু .lnk দিয়ে সার্চ করলে অরজিনাল সর্টকাটতো সামনে চলে আসবে..

hummm সব শর্ট কার্ট অইতো ডিলিট হয়ে যাবে

সর্টকাট ভাই ডিলেট করা সম্ভব হয় না।

ভাইজান, এই পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি আছে নাকি সেটা বলেন…..Windows সেটআপ দিলে আর এন্টি ভাইরাস ইউস করলেতো ঠিক হবেই। shortcut এর মূল ভাইরাস এর নাম কি…??? জানেলে বলেন…পারলে সেই ফাইলটা ডিলিট করেন।

Level 0

Good post

Level New

বললাম তো সব ফাইল DELETE নাও হতে পারে, এটা কোন problem না ,আর যদি অরিজিনাল shortcut কেটেও যায় ন প্রব্লেম যে গুলা ডিলিট হয় সেইগুলা করেন ,যেহেতু আপনি নতুন ভাবে উইন্ডোজ সেট আপ দিচ্ছেন so ওইগুলার দরকার নাই। @মোঃ মাসুদ রানা &মো আসিফ হোসেইন