উইন্ডোজ স্টার্ট এ অটো রান করা প্রোগ্রামগুলো বন্ধ করে দিন Cleaner দিয়ে

আমরা যখন উইন্ডোজ স্টার্ট করি , তখন কিছু প্রোগ্রাম অটো রান হয়ে যাই । আসলে কিছু কিছু প্রোগ্রাম ইন্সটল করার সময় এটা ডিফল্টভাবে সেটিংস নিয়ে নেই , যে প্রোগ্রামটা অটোমেটিক ভাবে রান হবে । 

উইন্ডোজ স্টার্ট করার পর এসব প্রোগ্রাম রান করার ফলে পিসি স্লো হয়ে যাই । পিসিকে ফাস্ট রাখতে হলে আপনাকে এসব প্রোগ্রাম নিয়ন্ত্রণ করতে হবে । আপনি খুব সহজেই এসব প্রোগ্রাম অটো রান করা অফ করে দিতে পারেন ।

এর জন্য আপনার পিসি বা ল্যাপটপ এ Cleaner  ইন্সটল থাকতে হবে । আপনি এই সফটটি ব্যবহার করে খুব সহজেই উইন্ডোজ স্টার্ট এ অটো রান করা  প্রোগ্রামগুলো বন্ধ করে দিতে পারেন ।

এজন্য আপনি সিক্লিনার এ - Tools অপশনে যেয়ে - startup অপশন পাবেন । এখান থেকে অটো রান হউয়া প্রোগ্রাম এর লিস্ট দেখতে পাবেন । আপনার ইচ্ছেমত যেকোন প্রোগ্রামকে আপনি ডিসাবল/এনাবল বা ডিলিট করে দিতে পারবেন ।

এর জন্য হাউটেক এর ভিডিওটি দেখতে পারেনঃ এখানে দেখুন

ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুনঃ  হাউটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এই লিঙ্কে 

 

 

 

Level 0

আমি আবির মিলন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রিয় টেকটিউনস পাঠক, আমি এম আবির মিলন , পড়ছি কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে । ভালোবাসি গান শুনতে আর ঘুরে বেড়াতে । আমার টেকটিউনস এ যুক্ত হওয়ার উদ্দেশ্য হল , এই টেকটিউনস এর জ্ঞানের সমুদ্র থেকে নিজে শেখা এবং আমার জ্ঞান নামক ছোট্ট হাড়ি থেকে কিছু বন্টন করা ।ধন্যবাদ


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পুরান জিনিস কেন দেন !

highlights 😀