দেখে নিন কিভাবে ওয়াটসঅ্যাপ ব্যবহার করবেন আপনার ডেক্সটপ/ল্যাপটপে।

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালোই আছেন। আজ আপনাদের দেখাবো কিভাবে ওয়াটসঅ্যাপ ব্যবহার করা যায় ডেক্সটপ/ল্যাপটপে। হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী অ্যাপ ভাইবার পিসির জন্য আলাদা সংস্করণ বের করলেও এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপ সে রকম কোনো উদ্যোগ নেয়নি। সে কারণে স্মাটফোন জগতের তুমুল জনপ্রিয় এই অ্যাপসটির ব্যবহার থেকে বঞ্চিত ডেক্সটপ ও ল্যাপটপ ব্যবহারকারীরা।

তবে একটু কৌশল খাটালেই ডেক্সটপ ও ল্যাপটপে ব্যবহার করা যাবে হোয়াটঅ্যাপ। এ জন্য BlueStacks নামের একটি সফটওয়্যারই যথেষ্ট। এজন্য প্রথমে BlueStacks নামের সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। সফটওয়্যারটি ইন্সটল করা শেষ হলে মেনুর সার্চ অপসনে গিয়ে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দিতে হবে। এ সময় BlueStacks আপনাকে গুগল অ্যাকাউন্টের লগইন করতে বলবে। লগইন করার পরপরই আপনি পিসির জন্য হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে পারবেন এবং ইন্সটল করে ব্যবহার করতে পারবেন। একই কায়দায় আপনি অন্যান্য অ্যান্ড্রয়েড চ্যাটিং অ্যাপসও ব্যবহার করতে পারবেন।

Level 2

আমি আলআমিন সিদ্দিকী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

THnx bro

Level 0

kono kaj hobe na 1000%

Level 0

Use করে দেখি।

BlueStacks খুবি ঝামেলা ওয়ালা সফটওয়্যার… পিসিকে অনেক স্লো করে ফেলে। সফটওয়্যারেটা নতুন তো, তাই এই সমস্যা হচ্ছে। মনে হয় পরের ভার্সন ভালো হবে…তাই এখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে,’এটা চালাবো কিনা?’, আমি বলব,’না।’

ধন্যবাদ ভাই তথ্যটি শেয়ার করার জন্য এবং অনেকের কাজে লাগবে।

কোনো কাজ হয় না উন্ডোজ সেভেন এ আপনি কোন উন্ডোজ এ চালান @আলআমিন সিদ্দিকি

আচ্ছা ফাইল ডাউনলোড এর জন্য আর কোন আপলোড এর জায়গা পাইলেন না। অযথা

সাধারণ গ্যান

আলআমিন সিদ্দিকী ভাই আপনি ম্যাক OS ব্যাবহার করছেন? আমার না ম্যাক ব্যাবহার করার অনেক শখ। আমি ম্যাক কোথায় পাইতে পারি? তাছাড়া আমাদের স্বাভাবিক এই CPU গুলোতে কি ম্যাক চলবে? জানাবেন প্লিজ? আমার ইমেইল: [email protected]

Not Suitable For Windows 7 Home Premium x32….. LOL…….!!!!!!! 😀