স্বাগতম আজকের টিউনে। 🙂 আজ অনেকদিন পর আবার টিউন করছি।
আজ আপনাদের জন্য নিয়ে এলাম windows 7 & windows 8 অ্যাক্টিভেট করার জন্য lodder।
প্রথমেই বলি উইন্ডোজ ৭ এর কথা। হয়ত একটু আগের জিনিস। কিন্ত এখনও বেশ জনপ্রিয় অপারেটিং সিস্টেম এটি।
এটা ২০০৯ সালের ২২শে জুলাই মাইক্রোসফট্ এটা রিলিজ করে।
উইন্ডোজ সেটাপ দেওয়ার পর সবার আগে যা ঝামেলা পোহাতে হয় তা হল, এক্টিভেটর এর অভাব। যদি আপনিও এই ঝামেলার শিকার হয়ে থাকেন। তবে দেরি না করে এক্ষুণি ডাউনলোড করে নিন।
এখান থেকে ডাউনলোড করে নিন। 🙂
এবার আসুন উইন্ডোজ ৮ এ। এটাও বেশ ভালো। উইন্ডোজ ৭ এর পর এটায় বেশ কিছু নতুনত্ব নিয়ে বিল গেটস মামারা ২০১২ সালের ২৬ অক্টোবর এটা রিলিজ করে। টাচ পিসির জন্য এটা অনেক সুবিধাজনক। 🙂
এটারও তো এক্টিভেটর লাগবে, তাই না?? তো দেরি কেন?? এর এক্টিভেটরটিও ডাউনলোড করে নিন।
এখান থেকে ডাউনলোড করে নিন। 😀
সৌজন্যেঃ পাঠক লাইব্রেরী ডট ব্লগস্পট ডট কম
আমার আগের টিউনসমূহ দেখুন।
এখন থেকে হলিউডের ইংরেজী মুভি দেখুন বাংলা সাবটাইটেল এ:-D
২০১০,২০১১,২০১২ সালের এস.এস.সি তে জি.পি.এ ৫ প্রাপ্তদের আগামী সিম দেবে টেলিটক
এখন থেকে কম্পিউটার খুললেই আপনাকে স্বাগতম জানাবে... আপনার পি.সি 😀 (In detail)
আমি সাকিব হাসনাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 119 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Valo Laglo… Tnx Vai…