নিয়ে নিন windows 7 & windows 8 অ্যাক্টিভেট করার জন্য lodder :-)

স্বাগতম আজকের টিউনে।  🙂   আজ অনেকদিন পর আবার টিউন করছি।

আজ আপনাদের জন্য নিয়ে এলাম windows 7 & windows 8 অ্যাক্টিভেট করার জন্য lodder।

Windows 7 activator:

প্রথমেই বলি উইন্ডোজ ৭ এর কথা। হয়ত একটু আগের জিনিস। কিন্ত এখনও বেশ জনপ্রিয় অপারেটিং সিস্টেম এটি।

এটা ২০০৯ সালের ২২শে জুলাই মাইক্রোসফট্‌ এটা রিলিজ করে।

উইন্ডোজ সেটাপ দেওয়ার পর সবার আগে যা ঝামেলা পোহাতে হয় তা হল, এক্টিভেটর এর অভাব। যদি আপনিও এই ঝামেলার শিকার হয়ে থাকেন। তবে দেরি না করে এক্ষুণি ডাউনলোড করে নিন।

এখান থেকে ডাউনলোড করে নিন। 🙂

 

Windows 8 activator:

এবার আসুন উইন্ডোজ ৮ এ। এটাও বেশ ভালো। উইন্ডোজ ৭ এর পর এটায় বেশ কিছু নতুনত্ব নিয়ে বিল গেটস মামারা ২০১২ সালের ২৬ অক্টোবর এটা রিলিজ করে। টাচ পিসির জন্য এটা অনেক সুবিধাজনক। 🙂

এটারও তো এক্টিভেটর লাগবে, তাই না?? তো দেরি কেন?? এর এক্টিভেটরটিও ডাউনলোড করে নিন।

 

এখান থেকে ডাউনলোড করে নিন। 😀

ফেসবুকে আমি

সৌজন্যেঃ পাঠক লাইব্রেরী ডট ব্লগস্পট ডট কম

 

আমার আগের টিউনসমূহ দেখুন।

এখন থেকে হলিউডের ইংরেজী মুভি দেখুন বাংলা সাবটাইটেল এ:-D

২০১০,২০১১,২০১২ সালের এস.এস.সি তে জি.পি.এ ৫ প্রাপ্তদের আগামী সিম দেবে টেলিটক

এখন থেকে কম্পিউটার খুললেই আপনাকে স্বাগতম জানাবে... আপনার পি.সি 😀 (In detail)

IDM এর crack খুঁজছেন?? একটু এদিকে আসেন

Level 0

আমি সাকিব হাসনাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 119 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Valo Laglo… Tnx Vai…

Level 2

mac পেলে ভাল হতো।আর winrar দিয়ে হাইলি কম্প্রেস করতে পারেন।youtube এ How to Highly Compressed with WinRar (900mb to 3mb) ভিডিওটা দেখতে পারেন।

    @RedCard: আমি mac use করি না। তাই সেটা খুঁজি নি। আমি দেখি পাওয়া যায় কিনা…। 🙂 আর ভিডিওটা দেখলাম কিন্তু কাজ হয়নি। 🙁

আপনি এই গুলি নিজে টেস্ট করে দেখেছন নাকি কপি-পেস্ট ।
Windows 7 & 8 are not working , both of them are fake . After extract it size about 4 GB but the .iso contains 6 edition of correpted Windows Xp .

ভাই পারলে অনুগ্রহ করে windows 10 দেন।

mediafire e upload dile valo hoto

    @Blacken_heart: আমি সবগুলো dropbox এ আপলোড করেছি। ড্রপবক্স তো আমার মনে হয় মিডিয়াফায়ার এর চেয়েও ভাল। সহজেই ডাউনলোড করা যায় 🙂

    @ইউশা বিন হাবীব: কি কাজ করছে না? দয়া করে একটু বললে ভাল হয়… 🙂

      @সাকিব হাসনাইন: মামা, তুমার drop box অ্যাকাউন্ট এর brandwith সেশ । এখন কালকের আগে কেও ডাউনলোড করতে পারবে না । পারলে qfs.mobi or datafilehost এ remote file upload এর মাধ্যমে kali linux তা আপ কইরা দাও

        @ওয়ার্ডপ্রেস এক্সপার্ট: আমি টেলিটক এর রাত ২টা থেকে সন্ধ্যা ৬টার প্যাকেজ চালাই। তাই, কালকের আগে মনে হয় দিতে পারব না। 🙁 আর কালকে এমনিতেই ঠিক হয়ে যাবে আশা করি। আপনার সমস্যার জন্য আন্তরিক ভাবে দুঃখিত। 🙁

          @সাকিব হাসনাইন: টেলিটক এর রাত ২টা থেকে সন্ধ্যা ৬টার প্যাকেজ চালাই, এটা কোন প্যাকেজ মানখলি কত টাকা এতে খরচ হয়, কত মেগাবাইট,প্রিপেইড সিমে নাকী পোষ্টপেইড সিমের জন্য এই প্যাকেজটি ইত্যাদি যদি বলতেন..?

            আসলে আমি মূলত আগামী সিম চালাই। ২জিবি ৩০০টাকা। এখন অন্য আরেকটা সিম এ ৯৯ টাকায় ১জিবি নিয়েছিলাম। যেটা রাত ২টা থেকে সকাল ৬টা চলে। মেয়াদ ১ মাস।

Apni Ki 100% sure je win 8 ta kaj korbe?
আমি আগে করেছিলাম কিন্তু কাজ হয়নি

    @SAHEB BISWAS: আমি নিজে সেটআপ দেই নি। কিন্তু যেহেতু, এক্সট্রাক্ট করতে সমস্যা হয় না তাই আশা করি কাজ হবে। 😀

সাকিব হাসনাইন http://iso.esd.microsoft.com/W9TPI/FD54DF81A4CCF4511BA1445C606DDBA2/WindowsTechnicalPreview-x86-EN-US.iso এইটা পারলে একটু highly compress করে দেন।

    @mister_hasan2: ভাই, আমি হাইলি কম্প্রেস করতে পারি না। দেখেন টিউনের নিচে বলেছি। আমার কাছে আরও কয়েকটা ওএস আছে। কিন্তু হাইলি কম্প্রেস পারি না তাই দিতে পারছি না। 🙁

link আপডেট করা হয়েছে। নতুন করে মিডিয়াফায়ার এ আপলোড করলাম। এখন আশা করি আর সমস্যা হবে না। 😀 😀

link কাজ করে না…

@মোঃ মামুন বিল্লাহ: কই? ঠিকই তো আছে। :O