আসসালামুয়ালিকুম সবাই । কেমন আছেন 🙂 । অনেকদিন পরে আসলাম । নিয়ে এলাম আপনাদের জন্য একটি চমকপ্রদ খবর।
এই সপ্তাহে মাইক্রোসফট WINDOWS 10 নামে তাদের পরবর্তি আপারেটিং সিষ্টেম ঘোষনা করেন , মাইক্রোসফট WINDOWS 10 এর উন্ন্য়ন এর উদ্দেশ্যে ভোক্তাদের নিকট থেকে তথ্য সংগ্রহের জন্য তাদের “INSIDER PROGRAM” এ WINDOWS 10 TECHNICAL PREVIEW নামে একটি ভার্সন অবমুক্ত করে। “INSIDER PROGRAM” হল মাইক্রোসফট এর এমন একটি শাখা যেখানে আপনি WINDOWS এর সকল PREVIEW ফাইল পাবেন। কিন্তুু এই WINDOWS 10 TECHNICAL PREVIEW তে এমন কিছু আছে যা সত্যিই ভুল।
WINDOWS 10 TECHNICAL PREVIEW কম্পিউটারে ইনষ্টল এর পূর্বে মাইক্রোসফট এর “terms of service” ও “privecy policy” সর্ম্পকে জানি,আমার মতে একজন ও আমরা জানি না ,আমরা শুধু ও I AGREE ও NEXT সিলেক্ট করে তা এড়িয়ে যাই।আপনি কি জানেন WINDOWS 10 TECHNICAL PREVIEW ইনষ্টল এর সময় আপনি মাইক্রোসফটকে কি অনুমুতি দিচ্ছেন?আপনি যদি না জানেন তাহলে মাইক্রোসফটের “terms of service” ও “privecy policy” এর প্রতি মনযোগ দিন, মাইক্রোসফটের WINDOWS 10 TECHNICAL PREVIEW তে KEYLOGGER নামে একটি প্রযুক্তি আছে যা আপনার কম্পিউটারে আপনার কৃত সকল কাজেরউপর নজর রাখছে।অথ্যাৎ আপনি আপনার কম্পিউটারে যাবতীয় যে সকল কাজ করেন যেমন কোন ব্যবসায়িক চিঠি,বা গোপনীয় কোন কিছু লিখে রাখেন তার সকল তথ্য ই মাইক্রোসফট সংগ্রহ করে রাখবে,শুধু তাই না আপনার কম্পিউটারে আসা ভয়েস ম্যাসেজ পর্যন্ত তারা সংগ্রহ করবে।
আমি আমি কে !!!। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জেনে ভাল লাগল