বর্তমানে আমরা যারা এন্ড্রয়েড ব্যবহারকারী তারা প্রায় সকলেই ShareIT এর সাথে পরিচিত। যেকোন ফাইল আদান প্রদান এর ক্ষেত্রে এর কোন বিকল্প নেই। যদি এই ShareIT দিয়ে আপনার পিসি থেকে ফাইল আদান প্রদান করা যায়, তাহলে কিন্তু দারুণ হয়। আজ আমি এটাই দেখাব।
প্রথমে আপনার পিসি ও আপনার এন্ড্রয়েড ফোনে ShareIT সফটওয়্যার থাকতে হবে। তার জন্য আপনি আগে ShareIT টি ডাউনলোড করে নিন।
ডাউনলোড ShareIT ফর পিসি & এন্দ্রয়েডঃ এখানে ক্লিক করুন
তারপর আপনার ফোন ও পিসিতে ShareIT ইন্সটল করুন। তারপর রান করুন। এখন আমি একটি ফাইল পিসি হতে এন্ড্রয়েডে পাঠাচ্ছি এবং সে ফাইলটি Receive করে, একটি Screenshot নিয়ে সেটি আবার পিসিতে Send করে দেখাচ্ছি। ফাইল ট্রান্সফারের সময় জামেলা হলে ইন্টারনেট কানেকশনটা সাময়িক সময়ের জন্য বন্ধ করে নিবেন।
ভিডিওতে পিসিতে ShareIT ডাউনলোড হতে শেষ পর্যন্ত দেখাচ্ছি। তাহলে চলুন দেখে আসি...
ইউটিউব লিঙ্কঃ পিসি ও এন্ড্রয়েড এ ফাইল শেয়ার খুব সহজেই
সোর্স লিঙ্কঃ আইটিনেট বিডি
কোন সমস্যা হলে বলবেন। আর হ্যাঁ কেমন লাগল জানাতে ভুলবেন না। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আল্লাহ্ হাফিজ...।
আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পিসির জন্য আলাদা লিনক দেন pls